প্রতিদিন যিহোবার সঙ্গে কাজ করুন
“আমরা ঈশ্বরেরই সহকার্য্যকারী।”—১ করি. ৩:৯.
১. কোন কোন ক্ষেত্রে আমরা যিহোবার সঙ্গে কাজ করতে পারি?
যিহোবা মানুষকে সৃষ্টি করার সময় চেয়েছিলেন যেন তারা তাঁর সহকার্যকারী হয়। যদিও বর্তমানে লোকেরা অসিদ্ধ, তা সত্ত্বেও বিশ্বস্ত লোকেরা প্রতিদিন যিহোবার সঙ্গে কাজ করতে পারে। উদাহরণ স্বরূপ, আমরা যখন তাঁর রাজ্যের সুসমাচার প্রচার করি ও শিষ্য তৈরি করি, তখন আমরা ‘ঈশ্বরের সহকার্য্যকারী’ হই। (১ করি. ৩:৫-৯) এটা কতই-না বিশেষ এক সম্মানের বিষয় যে, সর্বশক্তিমান সৃষ্টিকর্তা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কাজ করার জন্য বেছে নিয়েছেন! তবে, আমরা যে কেবল প্রচার করার মাধ্যমেই যিহোবার সঙ্গে কাজ করি, এমন নয়। এই প্রবন্ধে আমরা শিখব যে, কীভাবে আমরা সেইসময়ও তাঁর সঙ্গে কাজ করি, যখন আমরা আমাদের পরিবারকে ও মণ্ডলীতে অন্যদের সাহায্য করি, আতিথেয়তা দেখাই, সারা বিশ্বে ঘটে চলা সংগঠনের বিভিন্ন প্রকল্পে সাহায্য করি এবং যিহোবার সেবায় আরও বেশি করে অংশ নিই।—কল. ৩:২৩.
২. কেন আমাদের কখনোই যিহোবার জন্য অন্যেরা যা করে, সেটার সঙ্গে আমরা যা করি, তার তুলনা করা উচিত নয়?
২ এই প্রবন্ধ অধ্যয়ন করার সময়ে আমাদের জন্য এই বিষয়টা মনে রাখা গুরুত্বপূর্ণ যে, প্রতিটা ব্যক্তিই আলাদা। আমাদের বয়স, স্বাস্থ্য, পরিস্থিতি ও ক্ষমতা এক নয়। তাই, যিহোবার জন্য অন্যেরা যা করতে পারে, সেটার সঙ্গে আপনি যা করতে পারেন, তার তুলনা করবেন না। প্রেরিত পৌল বলেছিলেন: “প্রত্যেক জন নিজ নিজ কর্ম্মের পরীক্ষা করুক, তাহা হইলে সে কেবল আপনার কাছে শ্লাঘা করিবার হেতু পাইবে, অপরের কাছে নয়।”—গালা. ৬:৪.
আপনার পরিবারকে ও মণ্ডলীতে অন্যদের সাহায্য করুন
৩. কেন আমরা বলতে পারি যে, পরিবারের যত্ন নেয় এমন সকলেই ঈশ্বরের সঙ্গে কাজ করে?
৩ যিহোবা আশা করেন যেন আমরা আমাদের পরিবারের যত্ন নিই। উদাহরণ স্বরূপ, আপনাকে হয়তো আপনার পরিবারের প্রয়োজনগুলো মেটানোর জন্য অর্থ উপার্জন করতে হয়। অনেক মাকে তাদের ছোটো সন্তানদের যত্ন নেওয়ার জন্য বাড়িতে থাকতে হয়। আর আমাদের বাবা-মায়েরা যখন নিজেদের যত্ন নিতে পারেন না, তখন আমাদের হয়তো তাদের যত্ন নিতে হয়। এগুলো করা অত্যন্ত প্রয়োজনীয়। বাইবেল বলে: “কেহ যদি আপনার সম্পর্কীয় লোকদের বিশেষতঃ নিজ পরিজনগণের জন্য চিন্তা না করে, তাহা হইলে সে বিশ্বাস অস্বীকার করিয়াছে, এবং অবিশ্বাসী অপেক্ষা অধম হইয়াছে।” (১ তীম. ৫:৮) আপনার যদি পারিবারিক দায়দায়িত্ব থাকে, তা হলে আপনি হয়তো যিহোবার জন্য যতটা করতে চান, ততটা করতে পারেন না। কিন্তু, নিরুৎসাহিত হবেন না! আপনি যখন আপনার পরিবারের প্রয়োজনগুলো মেটান, তখন যিহোবা খুশি হন।—১ করি. ১০:৩১.
৪. কীভাবে বাবা-মায়েরা রাজ্যের বিষয়গুলোকে প্রথমে রাখতে পারেন এবং তারা যখন এমনটা করেন, তখন কী হয়?
৪ খ্রিস্টান বাবা-মায়েরা তাদের সন্তানদের যিহোবার সেবায় লক্ষ্য স্থাপন করতে সাহায্য করার মাধ্যমে যিহোবার সঙ্গে কাজ করতে পারেন। অনেক বাবা-মা এমনটা করেছেন। ফল স্বরূপ, তাদের ছেলে-মেয়েরা পরবর্তী সময়ে পূর্ণসময়ের সেবা করার সিদ্ধান্ত নিয়েছে আর তা এমনকী, বাড়ি থেকে অনেক দূরে গিয়ে। কেউ কেউ মিশনারি হিসেবে সেবা করে, অন্যেরা যেখানে বেশি প্রকাশকের প্রয়োজন, সেখানে গিয়ে অগ্রগামীর কাজ করে আর কেউ কেউ বেথেলে সেবা করে। অবশ্য, সন্তানরা যখন অনেক দূরে থাকে, তখন বাবা-মায়েরা তাদের সঙ্গে ইচ্ছানুযায়ী সময় কাটাতে পারেন না। কিন্তু, তাদের সন্তানরা যেখানেই থাকুক না কেন, তারা নিঃস্বার্থভাবে তাদের সন্তানদের যিহোবার সেবা চালিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করেন। কেন? কারণ তারা তাদের সন্তানদের যিহোবাকে নিজেদের জীবনে প্রথমে রাখতে দেখে খুব খুশি হন। (৩ যোহন ৪) তাদের মধ্যে অনেক বাবা-মা হান্নার মতো অনুভব করেন, যিনি তার ছেলে শমূয়েলকে যিহোবার কাছে “দত্ত” বলে উল্লেখ করেছিলেন। তারা মনে করেন যে, এভাবে যিহোবার সঙ্গে কাজ করা হল বিশেষ সম্মানের এক বিষয়।—১ শমূ. ১:২৮.
৫. কীভাবে আপনি আপনার মণ্ডলীতে ভাই-বোনদের সাহায্য করতে পারেন? (শুরুতে দেওয়া ছবিটা দেখুন।)
৫ আপনার যদি কোনো জরুরি পারিবারিক দায়দায়িত্ব না থেকে থাকে, তা হলে আপনি কি এমন ভাই-বোনদের সাহায্য করতে পারেন, যারা অসুস্থ অথবা বয়স্ক কিংবা যাদের অন্য কোনো প্রয়োজন রয়েছে? অথবা আপনি কি সেই ব্যক্তিদের সাহায্য করতে পারেন, যারা তাদের যত্ন নেয়? আপনার মণ্ডলীতে সেই ব্যক্তিদের অনুসন্ধান করুন, যাদের হয়তো এই ধরনের সাহায্যের প্রয়োজন রয়েছে। উদাহরণ স্বরূপ, হতে পারে একজন বোন তার বয়স্ক বাবা-মায়ের যত্ন নিচ্ছেন। আপনি কি তার বাবা-মায়ের সঙ্গে সময় কাটাতে পারেন, যাতে সেই বোন অন্যান্য বিষয়ের প্রতি মনোযোগ দিতে পারেন? অথবা আপনি হয়তো কাউকে সভায়, কেনাকাটা করতে অথবা হাসপাতালে কোনো ব্যক্তিকে দেখার জন্য নিয়ে যাওয়ার প্রস্তাব দেওয়ার মাধ্যমে সাহায্য করতে পারেন। আপনি যখন এমনটা করেন, তখন আপনি হয়তো কোনো প্রার্থনার উত্তর দেওয়ার জন্য যিহোবার সঙ্গে কাজ করেন।—পড়ুন, ১ করিন্থীয় ১০:২৪.
আতিথেয়তা দেখান
৬. কীভাবে আমরা আতিথেয়তা দেখাতে পারি?
৬ ঈশ্বরের সহকার্যকারীরা আতিথেয়তা দেখানোর জন্য পরিচিত। “অতিথিসেবা” শব্দের জন্য বাইবেলে ব্যবহৃত গ্রিক শব্দের অর্থ হল “অচেনা লোকেদের প্রতি দয়া দেখানো।” (ইব্রীয় ১৩:২) ঈশ্বরের বাক্যে এমন উদাহরণগুলো লিপিবদ্ধ রয়েছে, যেগুলো আমাদের এই দয়া দেখানোর বিষয়ে শেখায়। (আদি. ১৮:১-৫) আমাদের কাছে যখন অন্যদের সাহায্য করার সুযোগ থাকে, তখন আমরা তা করতে পারি আর আমাদের এমনটা করা উচিত, তা তারা আমাদের “বিশ্বাস-বাটীর পরিজন” হোক কিংবা না-ই হোক।—গালা. ৬:১০.
৭. আপনি যখন পূর্ণসময়ের দাসদের প্রতি আতিথেয়তা দেখান, তখন কোন কোন উপকার লাভ করা যায়?
৭ যে-পূর্ণসময়ের দাসদের থাকার জায়গার প্রয়োজন রয়েছে, তাদের সাদরে গ্রহণ করার অর্থাৎ তাদের প্রতি আতিথেয়তা দেখানোর মাধ্যমে আপনি কি যিহোবার সঙ্গে কাজ করতে পারেন? (পড়ুন, ৩ যোহন ৫, ৮.) আমরা যখন এমনটা করি, তখন তাদের সঙ্গে সঙ্গে আমরাও উপকৃত হই। বাইবেল এটাকে “উভয় পক্ষের . . . আশ্বাস” বা উৎসাহ প্রদান হিসেবে উল্লেখ করে। (রোমীয় ১:১১, ১২) ভাই ওলাফের অভিজ্ঞতা বিবেচনা করুন। তিনি যখন যুবক ছিলেন, তখন একজন অবিবাহিত সীমা অধ্যক্ষ তাদের মণ্ডলী পরিদর্শন করতে এসেছিলেন এবং তার একটা থাকার জায়গার প্রয়োজন ছিল কিন্তু মণ্ডলীর কেউই তাকে সাহায্য করতে পারেনি। ভাই ওলাফ তার ন-সাক্ষি বাবা-মাকে জিজ্ঞেস করেছিলেন যে, সীমা অধ্যক্ষ তাদের বাড়িতে থাকতে পারেন কি না। তারা এতে রাজি হয়েছিলেন ঠিকই, তবে তারা বলেছিলেন, ভাই ওলাফকে সোফায় ঘুমাতে হবে। ভাই ওলাফ সোফায় ঘুমিয়েছিলেন আর এরজন্য তিনি আপশোস করেননি। তিনি সীমা অধ্যক্ষের সঙ্গে এক চমৎকার সপ্তাহ কাটিয়েছিলেন! প্রতিদিন, তারা সকাল সকাল ঘুম থেকে উঠতেন এবং সকালের খাবার খাওয়ার সময়ে অনেক আগ্রহজনক বিষয় নিয়ে আলোচনা করতেন। সীমা অধ্যক্ষ ভাই ওলাফকে এতটাই উৎসাহিত করেছিলেন যে, তিনি পূর্ণসময়ের সেবা শুরু করার সিদ্ধান্ত নিয়েছিলেন। বিগত ৪০ বছর ধরে ভাই ওলাফ একজন মিশনারি হিসেবে বিভিন্ন দেশে সেবা করেছেন।
৮. অন্যেরা প্রথমে কৃতজ্ঞ না হলেও কেন আমাদের দয়া দেখানো উচিত? একটা উদাহরণ দিন।
৮ অচেনা ব্যক্তিরা প্রথমে কৃতজ্ঞ না হলেও আমরা অনেক উপায়ে তাদের প্রতি প্রেম দেখাতে পারি। উদাহরণ স্বরূপ, স্পেনের একজন বোন ইকুয়েডরের একজন মহিলার সঙ্গে বাইবেল অধ্যয়ন করতেন। সেই মহিলার নাম হল ইয়েসিকা। একদিন বাইবেল অধ্যয়ন চলাকালীন, ইয়েসিকা হঠাৎ কাঁদতে শুরু করেছিলেন। বোন তাকে জিজ্ঞেস করেছিলেন যে, কেন তিনি কাঁদছেন। ইয়েসিকা বলেছিলেন যে, স্পেনে আসার আগে তিনি খুব গরিব ছিলেন। একদিন, তার কাছে তার মেয়েকে খেতে দেওয়ার জন্য জল ছাড়া আর কিছুই ছিল না। মেয়েকে ঘুম পাড়ানোর চেষ্টা করার সময়ে তিনি সাহায্য চেয়ে প্রার্থনা করেছিলেন। এর অল্পসময় পরই, দু-জন সাক্ষি ইয়েসিকার কাছে এসেছিলেন এবং তাকে একটা পত্রিকা দিয়েছিলেন। কিন্তু, তিনি তাদের সঙ্গে খুবই রূঢ় আচরণ করেছিলেন এবং সেই পত্রিকাটা ছিঁড়ে ফেলে বলেছিলেন: “আপনারা কি চান যে, আমি আমার মেয়েকে এটা খেতে দিই?” বোনেরা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু ইয়েসিকা কোনো কথা শুনতে রাজি হননি। পরে, বোনেরা তার দরজার সামনে এক ঝুড়ি খাবার রেখে গিয়েছিলেন। এত দিন পর সেই অধ্যয়নের সময়ে তিনি কাঁদছিলেন কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে, তিনি ঈশ্বরের কাছ থেকে পাওয়া তার প্রার্থনার উত্তরকে উপেক্ষা করেছিলেন। কিন্তু, ইয়েসিকা যিহোবার সেবা করার বিষয়ে দৃঢ়সংকল্পবদ্ধ ছিলেন। স্পষ্টতই, সেই বোনেরা উদারতা দেখিয়েছিলেন বলে উত্তম ফলাফল লাভ করা গিয়েছিল।—উপ. ১১:১, ৬.
সংগঠনের বিভিন্ন প্রকল্পে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করুন
৯, ১০. (ক) ইস্রায়েলীয়দের কাছে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার কোন কোন সুযোগ এসেছিল? (খ) বর্তমানে, কোন কোন উপায়ে ভাইয়েরা মণ্ডলীতে সাহায্য করতে পারে?
৯ অতীতে, ইস্রায়েলীয়দের কাছে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার অনেক সুযোগ এসেছিল। (যাত্রা. ৩৬:২; ১ বংশা. ২৯:৫; নহি. ১১:২) বর্তমানে, আপনার কাছেও আপনার ভাই-বোনদের সাহায্য করার জন্য স্বেচ্ছাসেবক হিসেবে নিজের সময়, বস্তুগত বিষয় ও দক্ষতা ব্যবহার করার অনেক সুযোগ রয়েছে। আপনি যখন এমনটা করবেন, তখন আপনি খুবই আনন্দিত হবেন এবং যিহোবা আপনাকে আশীর্বাদ করবেন।
১০ ঈশ্বরের বাক্য মণ্ডলীর পুরুষদের উৎসাহিত করে যেন তারা পরিচারক দাস ও প্রাচীন হিসেবে অন্যদের সেবা করার মাধ্যমে যিহোবার সঙ্গে কাজ করে। (১ তীম. ৩:১, ৮, ৯; ১ পিতর ৫:২, ৩) যারা এমনটা করে, তারা ব্যাবহারিক উপায়ে ও সেইসঙ্গে উপাসনার বিষয়ে অন্যদের সাহায্য করতে চায়। (প্রেরিত ৬:১-৪) প্রাচীনরা কি আপনাকে সভার সময়ে পরিচারক হিসেবে কাজ করার অথবা সাহিত্যাদি, প্রচারের এলাকা, রক্ষণাবেক্ষণ কিংবা অন্য কোনো ক্ষেত্রে সাহায্য করার জন্য বলেছেন? যে-ভাইয়েরা এই ক্ষেত্রগুলোতে সাহায্য করে, তারা বলে থাকে যে, এগুলো করে তারা খুবই আনন্দিত হয়।
যারা নির্মাণ প্রকল্পগুলোতে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে, তারা প্রায়ই নতুন নতুন ব্যক্তিদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলে (১১ অনুচ্ছেদ দেখুন)
১১. নির্মাণ প্রকল্পগুলোতে কাজ করার মাধ্যমে কীভাবে একজন বোন উপকৃত হয়েছেন?
১১ যারা নির্মাণ প্রকল্পগুলোতে কাজ করে, তারা প্রায়ই নতুন নতুন ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলে। মারজি নামে একজন বোন ১৮ বছর ধরে বিভিন্ন কিংডম হল নির্মাণ প্রকল্পে কাজ করেছেন। এই প্রকল্পগুলোতে কাজ করার সময়ে তিনি তার চেয়ে অল্পবয়সি বোনদের প্রতি আগ্রহ দেখাতেন এবং তাদের প্রশিক্ষিত করার জন্য সাহায্য করতেন। তিনি বলেন যে, স্বেচ্ছাসেবকদের একে অপরকে আশ্বাস বা উৎসাহ প্রদান করার জন্য এটা হল এক চমৎকার উপায়। (রোমীয় ১:১২) সত্যি বলতে কী, তিনি যখন জীবনে বিভিন্ন কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন, তখন এই প্রকল্পগুলোতে তিনি যাদের সঙ্গে বন্ধুত্ব করেছিলেন, তারাই তাকে উৎসাহিত করেছিল। আপনি কি কখনো কোনো নির্মাণ প্রকল্পে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছেন? আপনার যদি কোনো বিশেষ দক্ষতা না থাকে, তারপরও আপনি একটা প্রকল্পে কাজ করতে পারেন।
১২. কোনো বিপর্যয়ের পর, কীভাবে আপনি সাহায্য করতে পারেন?
১২ কোনো বিপর্যয়ের পর আমাদের ভাই-বোনদের সাহায্য করার মাধ্যমেও আমরা যিহোবার সঙ্গে কাজ করতে পারি। উদাহরণ স্বরূপ, আমরা আর্থিক দান দিতে পারি। (যোহন ১৩:৩৪, ৩৫; প্রেরিত ১১:২৭-৩০) আরেকটা যে-উপায়ে আমরা সাহায্য করতে পারি, সেটা হল বিপর্যয়ের পর পরিষ্কার অথবা মেরামতের কাজে সাহায্য করার মাধ্যমে। গাব্রিয়ালা নামে পোল্যান্ডের একজন বোনের বাড়ি বন্যার কারণে খুবই খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবে, আশেপাশের মণ্ডলী থেকে ভাই-বোনেরা এসে তাকে সাহায্য করেছিল বলে তিনি খুবই আনন্দিত হয়েছিলেন। তিনি তার অভিজ্ঞতার বিষয়ে মনে করে বলেন, তিনি যে-সমস্ত বস্তুগত বিষয় হারিয়েছিলেন, সেগুলো নিয়ে আক্ষেপ করার পরিবর্তে যা-কিছু লাভ করেছেন, সেগুলোর উপর মনোযোগ কেন্দ্রীভূত করেন। তিনি বলেন: “এই অভিজ্ঞতা আমাকে এই বিষয়ে আশ্বস্ত করেছে যে, খ্রিস্টীয় মণ্ডলীর অংশ হওয়া সত্যিই এক অদ্বিতীয় সুযোগ আর এর মাধ্যমে প্রকৃত আনন্দ ও পরিতৃপ্তি লাভ করা যায়।” কোনো বিপর্যয়ের পর সাহায্য লাভ করেছে এমন অনেকে বলে যে, তারাও একইরকম অনুভব করে। আর যারা এই ভাই-বোনদের সাহায্য করার জন্য যিহোবার সঙ্গে কাজ করে, তারা নিজেদের ধন্য বা সুখী বলে মনে করে ও পরিতৃপ্তি বোধ করে।—পড়ুন, প্রেরিত ২০:৩৫; ২ করিন্থীয় ৯:৬, ৭.
১৩. আমরা যখন স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করি, তখন কীভাবে যিহোবার প্রতি আমাদের ভালোবাসাকে শক্তিশালী করি? একটা উদাহরণ দিন।
১৩ বোন স্টেফানি ও তার এলাকার অন্যান্য প্রকাশকরা সেই সাক্ষিদের সাহায্য করার মাধ্যমে ঈশ্বরের সঙ্গে কাজ করেছিল, যারা যুদ্ধের কারণে নিজেদের দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পালিয়ে এসেছিল। তারা সেই শরণার্থীদের থাকার জায়গা খুঁজে পেতে ও আসবাবপত্র পেতে সাহায্য করেছিল। বোন বলেন: “তারা যখন তাদের বিশ্বব্যাপী ভ্রাতৃসমাজের কাছ থেকে ভালোবাসা লাভ করেছিল, তখন তাদের আনন্দ ও কৃতজ্ঞতা দেখে আমরা অভিভূত হয়ে গিয়েছিলাম। সেই পরিবারগুলো মনে করে, আমরা তাদের সাহায্য করেছি কিন্তু আসলে, তারাই আমাদের অনেক বেশি সাহায্য করেছে। আমরা যে-ভালোবাসা, একতা, বিশ্বাস ও যিহোবার প্রতি নির্ভরতা লক্ষ করেছিলাম, সেটা সত্যিই যিহোবার প্রতি আমাদের ভালোবাসাকে শক্তিশালী করেছে এবং এটা তাঁর সংগঠনের কাছ থেকে পাওয়া সমস্ত কিছুর প্রতি আমাদের উপলব্ধিকে আরও গভীর করে তুলেছে।”
যিহোবার সেবায় আরও বেশি করে অংশ নিন
১৪, ১৫. (ক) ভাববাদী যিশাইয়ের কোন মনোভাব ছিল? (খ) কীভাবে খ্রিস্টানরা যিশাইয়ের মনোভাবকে অনুকরণ করতে পারে?
১৪ আপনি কি যিহোবার সঙ্গে আরও বেশি করে কাজ করতে চান? আপনি কি যেখানে বেশি প্রকাশকের প্রয়োজন, সেখানে গিয়ে সেবা করতে ইচ্ছুক? অবশ্য, আমাদের যে উদারতা দেখানোর জন্য দূরে কোথাও যেতে হবে, এমন নয়। কিন্তু, কোনো কোনো ভাই-বোন এমনটা করতে পারেন। তাদেরও ভাববাদী যিশাইয়ের মতো একই মনোভাব রয়েছে। যিহোবা জিজ্ঞেস করেছিলেন, “আমি কাহাকে পাঠাইব? আমাদের পক্ষে কে যাইবে?” এর উত্তরে তিনি বলেছিলেন: “এই আমি, আমাকে পাঠাও।” (যিশা. ৬:৮) আপনার কি যিহোবার সংগঠনকে সাহায্য করার জন্য ইচ্ছুক মনোভাব ও সেইসঙ্গে সামর্থ্য রয়েছে? কিছু উপায় কী, যেগুলোর মাধ্যমে আপনি সাহায্য করতে পারেন?
১৫ যিশু প্রচার ও শিষ্য তৈরি করার কাজের বিষয়ে বলেছিলেন: “শস্য প্রচুর বটে, কিন্তু কার্য্যকারী লোক অল্প; অতএব শস্যক্ষেত্রের স্বামীর নিকটে প্রার্থনা কর, যেন তিনি নিজ শস্যক্ষেত্রে কার্য্যকারী লোক পাঠাইয়া দেন।” (মথি ৯:৩৭, ৩৮) আপনি কি যেখানে বেশি প্রকাশকের প্রয়োজন, সেখানে অগ্রগামী হিসেবে সেবা করতে পারেন? অথবা আপনি কি অন্য কাউকে এমনটা করার জন্য সাহায্য করতে পারেন? অনেক ভাই-বোন এমনটা মনে করে যে, ঈশ্বরের প্রতি ও তাদের প্রতিবেশীর প্রতি ভালোবাসা দেখানোর সর্বোত্তম উপায় হল যেখানে বেশি প্রকাশকের প্রয়োজন, সেখানে অগ্রগামী হিসেবে সেবা করা। আপনি কি আপনার সেবাকে বৃদ্ধি করার জন্য অন্যান্য উপায়গুলো নিয়ে চিন্তা করতে পারেন? আপনি যদি তা করেন, তা হলে আপনি অনেক সুখী হবেন।
১৬, ১৭. আরও কিছু উপায় কী, যেগুলোর মাধ্যমে আপনি যিহোবার সেবায় আরও বেশি করে অংশ নিতে পারেন?
১৬ আপনি কি বেথেলে সেবা করতে অথবা বিভিন্ন নির্মাণ প্রকল্পে সাহায্য করতে ইচ্ছুক, হতে পারে অস্থায়ী কর্মী হিসেবে কিংবা সপ্তাহে এক অথবা একাধিক দিনের জন্য? যিহোবার সংগঠনে সবসময়ই এমন লোকেদের দরকার রয়েছে, যারা যেখানেই প্রয়োজন থাকুক না কেন, সেখানে কাজ করতে ইচ্ছুক এবং তাদের যে-কাজ করতেই বলা হোক না কেন, সেটা করতে ইচ্ছুক আর তা এমনকী তখনও, যদি তাদের ভিন্ন কোনো কাজে অভিজ্ঞতা থেকে থাকে। যিহোবা সেই সমস্ত ব্যক্তিকে মূল্যবান হিসেবে দেখেন, যারা ত্যাগস্বীকার করতে এবং যেখানে প্রয়োজন, সেখানে সেবা করতে ইচ্ছুক।—গীত. ১১০:৩.
১৭ আপনি যাতে আরও পূর্ণরূপে যিহোবার সেবা করতে পারেন, সেইজন্য আপনি কি আরও বেশি প্রশিক্ষণ লাভ করতে চান? আপনি হয়তো রাজ্যের সুসমাচার প্রচারকদের জন্য স্কুল-এ যোগ দেওয়ার জন্য আবেদন করতে পারেন। এই স্কুলে এমন পরিপক্ব ভাই-বোনদের প্রশিক্ষণ দেওয়া হয়, যারা ইতিমধ্যেই পূর্ণসময়ের সেবা করছে, যাতে যিহোবার সংগঠন তাদের আরও বেশি কাজের জন্য ব্যবহার করতে পারে। যারা এই স্কুলে যোগ দেয়, তাদের এই বিষয়ে ইচ্ছুক হতে হবে যে, তাদের যেখানেই পাঠানো হোক না কেন, তারা সেখানে গিয়ে সেবা করবে। আপনি কি এই উপায়ে যিহোবার জন্য আরও বেশি কিছু করতে ইচ্ছুক?—১ করি. ৯:২৩.
১৮. প্রতিদিন যিহোবার সঙ্গে কাজ করার কিছু উপকার কী?
১৮ যেহেতু আমরা যিহোবার লোক, তাই আমরা উদার, ভালো, দয়ালু ও প্রেমময়। আমরা প্রতিদিন অন্যদের বিষয়ে চিন্তা করি। এটা আমাদের জীবনে আনন্দ, শান্তি ও সুখ নিয়ে আসে। (গালা. ৫:২২, ২৩) আপনার পরিস্থিতি যেমনই হোক না কেন, আপনি যতদিন যিহোবার উদারতাকে অনুকরণ করবেন এবং তাঁর একজন মূল্যবান সহকার্যকারী হিসেবে থাকবেন, ততদিন আপনি সুখে থাকবেন!—হিতো. ৩:৯, ১০.