ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • wp19 নং ২ পৃষ্ঠা ১৪-১৫
  • বেঁচে থাকার যথেষ্ট কারণ রয়েছে

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • বেঁচে থাকার যথেষ্ট কারণ রয়েছে
  • প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (জনসাধারণের সংস্করণ)—২০১৯
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • ঈশ্বর সত্যিই আপনার জন্য চিন্তা করেন
  • আপনার জীবনের একটা অর্থ রয়েছে
  • এক উত্তম ভবিষ্যতের আশা রয়েছে
  • “তোমাদের মস্তকের কেশগুলিও” যিহোবার গণিত আছে
    ২০০৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • ঈশ্বর আমাদের মূল্যবান হিসেবে দেখেন
    ২০০৮ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • আমি আর বাঁচতে চাই না—আমার যখন আত্মহত্যা করতে ইচ্ছা করে, সেইসময়ে বাইবেল কি আমাকে সাহায্য করতে পারে?
    বাইবেলের প্রশ্নের উত্তর
  • কোনো কিছুই “ঈশ্বরের প্রেম হইতে আমাদিগকে পৃথক্‌ করিতে” পারে না
    যিহোবার নিকটবর্তী হোন
আরও দেখুন
প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (জনসাধারণের সংস্করণ)—২০১৯
wp19 নং ২ পৃষ্ঠা ১৪-১৫
একজন অল্পবয়সি মহিলা বাইবেল পড়ছেন

বেঁচে থাকার যথেষ্ট কারণ রয়েছে

ফয়জল নামে একজন ব্যক্তি তার স্ত্রীকে মৃত্যুতে হারান আর এই ঘটনার মাত্র এক বছর পর তার একটা বড়ো হার্ট অপারেশনের প্রয়োজন হয়। তিনি বলেন: “ইয়োবের বই পড়ার সময় আমি বুঝতে পারি, যিহোবা নিশ্চয়ই বাইবেলে কোনো একটা কারণে এই বইটা রেখেছেন। আমরা যখন খুব হতাশ হয়ে পড়ি আর বাইবেল থেকে এমন একজন ব্যক্তির সম্বন্ধে জানতে পারি যিনি আমার মতো হতাশ হয়ে পড়েছিলেন, তখন আমরা সান্ত্বনা পাই।” তিনি আরও বলেন: “আমার বেঁচে থাকার এখনও যথেষ্ট কারণ রয়েছে।”

তার্শা অল্পবয়সে তার মাকে হারিয়েছেন। তিনি বলেন: “যেহেতু আমি আমার সৃষ্টিকর্তাকে জানি তাই আমি বলতে পারি যে, অনেক সমস্যা থাকা সত্ত্বেও আমার জীবনে উদ্দেশ্য, আশা ও আনন্দ রয়েছে। আমরা এই বিষয়ে নিশ্চিত হতে পারি, যিহোবা প্রতিদিন আমাদেরকে টিকে থাকতে ও সাহায্য করার চাইতেও আরও বেশি কিছু করতে পারেন।”

আগের প্রবন্ধগুলোতে আলোচনা করা হয়েছে, কীভাবে বিভিন্ন কঠিন পরিস্থিতিগুলোর কারণে একজন ব্যক্তির জীবন অসহ্য হয়ে উঠতে পারে। ব্যক্তিগত সমস্যাগুলোর সঙ্গে মোকাবিলা করার সময় আপনার মনে হতে পারে যে, বেঁচে থাকার কোনো কারণ রয়েছে কিনা অথবা কেউ আপনার জন্য চিন্তা করেন কিনা। এই বিষয়ে নিশ্চিত থাকুন, ঈশ্বর আপনার দুঃখকষ্ট সম্বন্ধে জানেন এবং তিনি আপনার জন্য চিন্তা করেন। আপনি তাঁর কাছে খুবই মূল্যবান।

গীতসংহিতা বইয়ের ৮৬ গীতের লেখক ঈশ্বরের প্রতি তার বিশ্বাস রেখেছিলেন আর বলেছিলেন: “বিপদের দিনে আমি তোমাকে ডাকব, কারণ তুমি আমাকে উত্তর দেবে।” (গীতসংহিতা ৮৬:৭, বাংলা কমন ল্যাঙ্গুয়েজ ভারশন) আপনি হয়তো চিন্তা করতে পারেন যে, ‘কীভাবে ঈশ্বর আমার “বিপদের দিনে” আমাকে উত্তর দেবেন?’

যদিও ঈশ্বর সঙ্গে সঙ্গে আপনার সমস্যার সমাধান করবেন না, কিন্তু তাঁর বাক্য বাইবেল এই বিষয়টা নিশ্চিত করে যে, তিনি সমস্যার সঙ্গে মোকাবিলা করার জন্য আপনার মনে শান্তি দেবেন। “কোন কিছুতে উদ্বিগ্ন হয়ো না; বরং সকল বিষয়েই প্রার্থনার মাধ্যমে তোমাদের যা কিছু প্রয়োজন তা একমাত্র ঈশ্বরকে জানাও এবং তাঁকে ধন্যবাদ দাও। তাতে সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি, তা তোমাদের হৃদয় ও মনকে . . . রক্ষা করবে।” (ফিলিপীয় ৪:৬, ৭; ইজি-টু-রিড ভারশন) লক্ষ করুন, কীভাবে নীচের বাইবেলের পদগুলো দেখায় যে, ঈশ্বর আপনার জন্য সত্যিই চিন্তা করেন।

ঈশ্বর সত্যিই আপনার জন্য চিন্তা করেন

“একটীও [চড়াই পাখী] ঈশ্বরের দৃষ্টিগোচরে গুপ্ত নয় . . . তোমরা অনেক চড়াই পাখী হইতে শ্রেষ্ঠ।”—লূক ১২:৬, ৭.

বিবেচনা করুন: বেশিরভাগ লোকের কাছে চড়াই পাখির মতো ছোটো পাখিগুলোর কোনো মূল্য নেই, কিন্তু ঈশ্বর সেগুলোকে মূল্যবান বলে মনে করেন। একটা ছোট্ট চড়াই পাখিও তাঁর নজর এড়ায় না বরং সেগুলোর প্রতিটাই তাঁর কাছে মূল্যবান। ঈশ্বরের কাছে মানুষ, চড়াই পাখির চেয়ে অনেক বেশি শ্রেষ্ঠ বা মূল্যবান। মানুষই হল পৃথিবীতে ঈশ্বরের সৃষ্টিগুলোর মধ্যে সর্বোত্তম সৃষ্টি আর তাদের ঈশ্বরের “প্রতিমূর্ত্তিতে” সৃষ্টি করা হয়েছে বলে, তারা ঈশ্বরের চমৎকার যে-গুণগুলো রয়েছে সেগুলো গড়ে তুলতে এবং প্রকাশ করতে পারে।—আদিপুস্তক ১:২৬, ২৭.

“হে সদাপ্রভু, তুমি আমাকে ভাল করে পরীক্ষা করে দেখেছ আর আমাকে জেনেছ . . . আমার মনের চিন্তা বুঝতে পার . . . আমাকে যাচাই করে দেখ, আর আমার দুশ্চিন্তার কথা জেনে নাও।”—গীতসংহিতা ১৩৯:১, ২, ২৩; বাংলা কমন ল্যাঙ্গুয়েজ ভারশন।

বিবেচনা করুন: ঈশ্বর আপনাকে ভালোভাবে জানেন। তিনি আপনার অনুভূতিগুলোকে খুব গভীরভাবে বোঝেন এবং আপনার জন্য চিন্তা করেন। অন্যেরা আপনার সমস্যা ও দুশ্চিন্তাগুলোকে বুঝতে না পারলেও ঈশ্বর আপনার জন্য চিন্তা করেন আর আপনাকে সাহায্য করতে চান। বেঁচে থাকার জন্য এটাই হল একটা বড়ো কারণ।

আপনার জীবনের একটা অর্থ রয়েছে

“হে সদাপ্রভু, তুমি আমার প্রার্থনা শোন; সাহায্য চেয়ে আমার এই কান্না তোমার কাছে গিয়ে পৌঁছাক . . . আমার কথায় কান দাও; আমার ডাকে সাড়া দিতে তুমি দেরি কোরো না . . . তিনি সর্বহারাদের প্রার্থনার উত্তর দেবেন।”—গীতসংহিতা ১০২:১, ২, ১৭; বাংলা কমন ল্যাঙ্গুয়েজ ভারশন।

বিবেচনা করুন: এই শাস্ত্রপদটা আমাদের মনে করিয়ে দেয় যে, এখনও পর্যন্ত মানুষ যত চোখের জল ফেলেছে, যিহোবা তার হিসেব রেখেছেন। (গীতসংহিতা ৫৬:৮) আর এর মধ্যে আপনার চোখের জলও রয়েছে। ঈশ্বর আপনার সমস্ত চোখের জল ও কষ্ট মনে রাখেন কারণ আপনি তাঁর কাছে মূল্যবান।

“ব্যাকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর; আমি তোমাকে পরাক্রম দিব; আমি তোমার সাহায্য করিব . . . কেননা আমি সদাপ্রভু তোমার ঈশ্বর . . . তোমাকে বলিব, ভয় করিও না, আমি তোমার সাহায্য করিব”—যিশাইয় ৪১:১০, ১৩.

বিবেচনা করুন: ঈশ্বর আপনাকে সাহায্য করার জন্য সবসময় প্রস্তুত রয়েছেন। তাই আপনি যদি কখনো পড়ে যান, তিনি আপনার হাত ধরে টেনে তুলবেন।

এক উত্তম ভবিষ্যতের আশা রয়েছে

“ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে, আপনার একজাত পুত্ত্রকে দান করিলেন, যেন, যে কেহ তাঁহাতে বিশ্বাস করে, সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়।”—যোহন ৩:১৬.

বিবেচনা করুন: আপনি ঈশ্বরের কাছে এতটাই মূল্যবান যে, তিনি আপনার জন্য তাঁর পুত্র, যিশুকে স্বেচ্ছায় বলিদান দিয়েছেন আর এই বলিদান দেওয়া হয়েছে বলে, চিরকাল এক সুখী ও উদ্দেশ্যপূর্ণ জীবনযাপন করার আশা আপনার রয়েছে।a

যদিও আপনার বর্তমানে সমস্যা রয়েছে এবং জীবন অসহ্য বলে মনে হচ্ছে, তবুও ঈশ্বরের বাক্য মন দিয়ে পড়ুন আর সেইসঙ্গে তাঁর করা প্রতিজ্ঞাগুলোর ওপর আপনার আস্থা গড়ে তুলুন। এগুলো করার মাধ্যমে আপনি সুখী হবেন এবং নিশ্চিত হতে পারেন যে, বেঁচে থাকার যথেষ্ট কারণ রয়েছে।

a যিশুর বলিদান থেকে আপনি যেভাবে উপকার পেতে পারেন তা জানার জন্য যিশুর মৃত্যু স্মরণ করুন  ভিডিওটা দেখুন এবং ভিডিওটা www.pr418.com ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। ওয়েবসাইটে আমাদের সম্বন্ধে > স্মরণার্থ সভা > অংশ দেখুন। অংশ দেখুন।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার