ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w19 নভেম্বর পৃষ্ঠা ৩১
  • আপনি কি জানতেন?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • আপনি কি জানতেন?
  • প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (অধ্যয়ন)—২০১৯
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • আপনি একজন নির্ভরযোগ্য অধ্যক্ষ!
    ২০১২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • ব্যবহারিক বুদ্ধি দ্বারা ভবিষ্যতের জন্য যোগান
    সর্বমহান পুরুষ যিনি কখনও জীবিত ছিলেন
  • বিশ্বস্ত গৃহাধ্যক্ষ এবং এর পরিচালকগোষ্ঠী
    ২০০৯ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • প্রভুর সম্পত্তির যত্ন নেওয়া
    ১৯৯৮ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (অধ্যয়ন)—২০১৯
w19 নভেম্বর পৃষ্ঠা ৩১
প্রাচীন মিশরের একজন গৃহাধ্যক্ষ মজুরদের কাজকর্ম দেখাশোনা করছেন

আপনি কি জানতেন?

বাইবেলের সময়ে গৃহাধ্যক্ষদের ভূমিকা কী ছিল?

বাইবেলের সময়ে একজন গৃহাধ্যক্ষ অন্য কোনো ব্যক্তির পরিবারের অথবা বিষয়সম্পত্তির দেখাশোনা করতেন।

কুলপতি যাকোবের ছেলে যোষেফ যখন একজন দাস হিসেবে মিশরে ছিলেন, তখন তার প্রভু নিজের বাড়ির উপর তাকে গৃহাধ্যক্ষ হিসেবে নিযুক্ত করেছিলেন। সত্যি বলতে কী, যোষেফের মিশরীয় প্রভু তার ‘হস্তে আপনার সর্ব্বস্বের ভার দিয়াছিলেন।’ (আদি. ৩৯:২-৬) পরবর্তী সময়ে, যোষেফ যখন নিজে মিশরের একজন ক্ষমতাশালী শাসক হয়ে উঠেছিলেন, তখন তিনি নিজের বাড়ির উপর একজন গৃহাধ্যক্ষ নিযুক্ত করেছিলেন।—আদি. ৪৪:৪.

যিশুর দিনে জমিদাররা প্রায়ই তাদের খামারগুলো থেকে দূরে অবস্থিত কোনো নগরে বাস করত। তাই, তারা খামারের কাজের দেখাশোনা করার জন্য গৃহাধ্যক্ষদের নিযুক্ত করত।

কাকে গৃহাধ্যক্ষ হিসেবে নিযুক্ত করা হতো? প্রথম শতাব্দীর রোমীয় লেখক কালাইমেলা পরামর্শ দিয়েছিলেন, যে-দাসকে অধ্যক্ষ বা গৃহাধ্যক্ষ হিসেবে নিযুক্ত করা হয়েছে, তিনি যেন এমন একজন ব্যক্তি হন, যিনি “ভালোভাবে কাজ করতে শিখেছেন।” এ ছাড়া, তিনি যেন এমন একজন ব্যক্তি হন, যিনি “মজুরদের সঙ্গে নিষ্ঠুর আচরণ না করে তাদের দিয়ে ঠিকঠাক কাজ করানোর বিষয়ে খেয়াল রাখেন।” তিনি আরও বলেছিলেন, একজন গৃহাধ্যক্ষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল, তিনি যেন এটা মনে না করেন যে, তিনি সমস্ত কিছু জানেন আর সেইসঙ্গে তিনি যেন নতুন বিষয়গুলো শেখার জন্য সবসময় ইচ্ছুক হন।

খ্রিস্টীয় মণ্ডলীর কিছু কার্যকলাপের বিষয় ব্যাখ্যা করার জন্য ঈশ্বরের বাক্য গৃহাধ্যক্ষ এবং তার কাজের দৃষ্টান্ত ব্যবহার করে। উদাহরণ স্বরূপ, প্রেরিত পিতর খ্রিস্টানদের উৎসাহিত করেন যেন তারা ঈশ্বরের কাছ থেকে পাওয়া দক্ষতা ব্যবহার করে ‘ঈশ্বরের অনুগ্রহ-ধনের উত্তম অধ্যক্ষের মত পরস্পর পরিচর্য্যা করে।’—১ পিতর ৪:১০.

যিশু নিজে একজন দেওয়ান বা গৃহাধ্যক্ষের উদাহরণ ব্যবহার করেছিলেন, যা লূক ১৬:১-৮ পদের দৃষ্টান্তে লিপিবদ্ধ রয়েছে। শুধু তাই নয়, যিশু রাজা হিসেবে তাঁর উপস্থিতির চিহ্নের একটা ভবিষ্যদ্‌বাণীতে তাঁর অনুসারীদের আশ্বস্ত করেছিলেন যে, তিনি “বিশ্বস্ত ও বুদ্ধিমান্‌ দাস” অথবা ‘বিশ্বস্ত গৃহাধ্যক্ষকে’ নিযুক্ত করবেন। সেই গৃহাধ্যক্ষের প্রধান কার্যভার হবে, শেষ কালে খ্রিস্টের অনুসারীদের প্রয়োজনীয় সমস্ত আধ্যাত্মিক খাদ্য প্রদান করা। (মথি ২৪:৪৫-৪৭; লূক ১২:৪২) আমরা সেই প্রকাশনাগুলো লাভ করতে পেরে কৃতজ্ঞ, যেগুলো বিশ্বস্ত গৃহাধ্যক্ষ প্রস্তুত করে এবং বিশ্বব্যাপী লোকেদের জন্য পাওয়ার ব্যবস্থা করে।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার