ক্রমাগত প্রসার কিংডম হলের প্রয়োজনীয়তা বৃদ্ধি করে
১ অনেক বছর আগে যিহোবার ভাববাদী ভবিষ্যদ্বাণী করেছিলেন যে “সর্ব্বজাতির মনোরঞ্জন বস্তু সকল আসিবে।” (হগয়. ২:৭) ঐশিক শিক্ষা কিভাবে শতশত ব্যক্তিদের সত্য শিখাতে এবং যিহোবার উপাসক হতে সক্ষম হচ্ছে তার প্রমাণ আমরা অবশ্যই দেখছি। ১৯৯৪ সালের পরিচর্যা বছরে শুধু ভারতে ১,৩১২ জনকে বাপ্তিস্মিত হতে দেখে আমরা কতই না খুশি হই! এই নতুনদের সাহায্য করার জন্য আমাদের হৃদয়কে ‘আপন আপন পথে আলোচনা করতে হবে’ যাতে করে আমরা যতটা সম্ভব ততটা দিয়ে পূর্ণরূপে ঈশ্বরের কাজকে সমর্থন করতে নিশ্চিত থাকি। (তুলনা করুন হগয় ১:৫ পদ) হ্যাঁ, ঈশ্বরের কাজকে সমর্থন করার একটি গুরুত্বপূর্ণ অংশ হল নতুন যিহোবার প্রশংসাকারি দলের জন্য উপাসনার উপযুক্ত গৃহ তৈরি করতে সাহায্য করা।
২ ১৯৯৪ সালে, কয়েকটি নতুন কিংডম হল উৎসর্গীকৃত করা হয় এবং বেশ কিছু নির্মাণ করা হচ্ছে। যিহোবার কাজ অবশ্যই “উপপর্ব্বতগণ হইতে উচ্চীকৃত” হচ্ছে। (যিশা. ২:২) সমিতি ৫২টি মণ্ডলীর জন্য নতুন কিংডম হল ব্যবস্থা তৈরি করতে সাহায্য করেছে। যে আর্থিক সাহায্য দেওয়া হয়েছিল তা পুনরায় ফেরত দেওয়া হচ্ছে যাতে করে আরও মণ্ডলীগুলিকে নতুন কিংডম হল নির্মাণ করার জন্য সাহায্য করা যেতে পারে। তাই, যে মণ্ডলীগুলিকে কিংডম হলের অর্থ দিয়ে সাহায্য করা হয়েছিল, তারা বিশ্বস্ততার সাথে প্রত্যেক মাসের শুরুতে তৎপরতার সাথে তা ফেরত দিয়ে তাদের উপলব্ধিবোধ দেখাতে পারে। আরেকটি উৎসাহজনক বিষয় হল কয়েকটি কিংডম হল যা উৎসর্গীকৃত করা হয়েছিল তা সম্পূর্ণ মণ্ডলীগুলির নিজস্ব টাকা দিয়ে তৈরি হয়েছিল। এটি লক্ষণীয় বিষয় যে তাদের মধ্যে কয়েকটি মণ্ডলী বস্তুগত দিক দিয়ে ধনবান নয় কিন্তু তারা চেয়েছিল তাদের সমাজের মধ্যেসত্য উপাসনা উচ্চীকৃত হোক।
৩ দর্শকেরা অভিভূত: কিংডম হল নির্মাণ প্রকল্পের কার্যরত ভাইদের উপর যিহোবার পবিত্র আত্মার প্রামাণীক কার্যকারিতা অন্যদের কাছে এক সাক্ষ্য হিসাবে কাজ করেছে। একজন জাগতিক ব্যক্তি, ভসলুরাস জোহানসবার্গে দ্রুতভাবে কিংডম হলের নির্মাণ কাজ দেখে এত বিস্মিত হন যে, দেশেতে বিবাদ থাকা সত্ত্বেও যিহোবার সাক্ষীদের সম্পাদন কাজের প্রশংসা করতে একটি স্থানীয় রেডিও ষ্টেশনে ফোন করেন। আরেকটি ঘটনা, উত্তর ট্রানসভাল থেকে একটি প্রাচীন গোষ্ঠী লেখেন: “এই হলের নির্মাণ দর্শকদের উপর সরাসরি ছাপ ফেলেছে। বাস, ট্যাক্সি এবং গাড়িগুলি সেখানে থেমে যেত এই নিশ্চিত হতে যে যাত্রীরা যা ঘটতে দেখেছিল তা সত্য ঘটনা কী না। একজন ব্যবসায়ী বলেন: ‘সজ্জনেরা, বাইবেলে যে প্রেম এবং একতা সম্বন্ধে আমি পড়েছি তা আপনার দেখাচ্ছেন। সত্যই আপনারই হলেন একমাত্র দল যারা সত্য খ্রীষ্টতত্ত্বকে প্রতিফলিত করছেন।’ . . . গ্রাম প্রধান বলেন: ‘যে আত্মার দ্বারা এই কাজ সম্পাদিত হয়েছে তাতে আমি বিস্মিত। . . . সত্যই, যদি রাজনীতিবিদ্রা আপনাদের মত হত তাহলে যে হত্যা আমরা আজকে দেখতে পাচ্ছি তা হত না। তাই, আমি আপনাদের ধর্মকে কাজ করার এবং আপনাদের পছন্দ মত সময়ে সভা চালাবার অনুমতি দিচ্ছি। কোনরকম বাধা থাকবে না।’”
৪ “‘অবিশ্বাস্য!’ একজন দর্শক মন্তব্য করেছিলেন, কারণ ৩০০ জনের বেশি স্বেচ্ছাসেবক বিভিন্ন জাতি থেকে মুলুজির বিস্ময়কর নির্মাণ প্রকল্পে অংশ নিয়েছিল,” একটি সংবাদপত্র রিপোর্ট করে। মণ্ডলী পরিচর্যা কমিটি আরেকটি অঞ্চল থেকে লেখেন: “দুই দিনে কিংডম হল নির্মাণ হতে দেখে স্থানীয় লোকেরা এত অবাক হয়ে গেছিল যে প্রকৃত ইট ব্যবহার করছিল কিনা তা দেখতে আসে। . . . কিছু ব্যক্তি এটি দেখার ফলে বাইবেল অধ্যয়ন করবার জন্য জিজ্ঞাসা করে।”
৫ আরও স্বেচ্ছাসেবকের প্রয়োজন: যে মণ্ডলী নতুন কিংবা নবরূপ দান করা কিংডম হল ব্যবহার করবে নির্মাণ কমিটি তাদের মধ্যে থেকে দক্ষ ব্যক্তিদের খুঁজবার চেষ্টা করে। সেই কমিটি প্রশিক্ষণ দিতে স্থানীয় প্রাচীন এবং পরিচারক দাসেদের সঙ্গেও কাজ করে, যাতে করে আসন্ন কাজ তারা করতে পারে। এই দক্ষতাগুলি বৃদ্ধি করার দ্বারা যা কিংডম হল নির্মাণ করতে সাহায্যকারী হবে, আধ্যাত্মিক দিক দিয়ে পরিপক্ক এই ভাইয়েরা পরে সেই অঞ্চলের নির্ধারিত অন্য নির্মাণ কার্যে সাহায্য করতে পারে। তাই, যারা মণ্ডলীগুলির সাথে কিংডম হল নির্মাণে রত তাদের ইচ্ছুক এবং সহযোগিতার মনোভাব দেখাতে হবে, এই আশা করে না যে, নির্মাণ প্রকল্পে কমিটি এবং তার সংযুক্ত যারা, তারা তাদের কিংডম হল গড়ে তুলতে সব কাজের যত্ন নেবেন। (নহি. ৪:৬খ) ভাইরা শিক্ষা নেওয়ার পর অন্যান্য মণ্ডলীগুলি যাদের নতুন এবং আরও ভালো জায়গার অত্যন্ত প্রয়োজন তাদের কিংডম হল নির্মাণ করতে সাহায্য করার জন্য যেন প্রেমবশত প্রনোদিত হয়। (নহি. ৫:১৯; ফিলি. ২:৩, ৪) এই বিরাট নির্ধারিত কাজে সাহায্য করার জন্য বাপ্তিস্মিত প্রকাশকেরা যাদের উপযুক্ত দক্ষতা এবং মণ্ডলীতে যাদের সুনাম আছে তাদের স্বেচ্ছাসেবকের কাজ করতে উৎসাহ দেওয়া হচ্ছে।
৬ সেচ্ছাসেবকের সাহায্য উপলব্ধি করা হয়: কিংডম হল নির্মাণ প্রকল্পের সঙ্গে যুক্ত হওয়ার আগে খুব কমই ব্যক্তি বুঝতে পারে কত বৃহৎ কাজটি। একটি কিংডম হল নির্মাণ প্রকল্প শেষ হওয়ার পরে এক প্রাচীন লেখেন: “নির্মাণ কমিটির ভাইদের থেকে ধৈর্যসহকারে পরিচালনা একটি অপূর্ব আশীর্বাদ ছিল। . . . এই প্রকল্পের সম্পূর্ণ সময়ে, এত পরিস্থিতি আসে যা গণনা করা যায় না, শুধু আমাদের নতুন কিংডম হল প্রকল্পে সাহায্য করার জন্য ভাইরা দূরে গমন করেন, অনেক ঘন্টা ব্যয় করে, তাদের যন্ত্রপাতি আমাদের কাজের দান করে আর এমনকি বস্তু সামগ্রী দান করে। এই ভাইদের উদার মনোভাব হল এক অপূর্ব প্রমাণ যে তারা ‘ভ্রাতৃসমাজকে প্রেম করে’ এবং সেটি আমাদের জন্য কত উৎসাহের বিষয়!—১ পিতর. ২:১৭.”
৭ ভাইদের ইচ্ছুক আত্মা এবং উদ্দীপনা স্পষ্ট প্রতীয়মান হয় যেমন একটি মণ্ডলী লেখে: “ধন্যবাদ সেই সকল ইচ্ছুক ভাই এবং বোনেদের যারা এত কঠোরভাবে কাজ করেছিলেন সেটি যারা দেখছিল তাদের অভিভূত করেছিল।” বাস্তবিকই, গীতসংহিতা ১৩৩:১,৩ কথাগুলি সত্য: “দেখ, ইহা কেমন উত্তম ও কেমন মনোহর যে, ভ্রাতারা একসঙ্গে ঐক্যে বাস করে!” প্রতিবেশী মণ্ডলীকে তাদের কিংডম হল প্রকল্পে সাহায্য করবার জন্য কিছু কিংডম হল নির্মাণকারী কর্মীরা কাজ থেকে ছুটি নেয়। ফলে, সেই স্থানীয় মণ্ডলীর সদস্যরা তাদের সম্পূর্ণ সর্মথনের দ্বারা আন্তরিক উপলব্ধিবোধ দেখায়। এক প্রাচীন যিনি এক কমিটির সাথে কাজ করেন, তার ভাইদের সেবা করার সুযোগ সম্বন্ধে বলতে গিয়ে লেখেন। তিনি মন্তব্য করেন যে “যিহোবার প্রতি তাদের উৎসর্গীকরণ সম্পূর্ণ করতে শত শত কিলোমিটার পথ অতিক্রম করে ভাইরা যে তাদের সাহায্য করতে আসেন তা দেখে মণ্ডলীগুলি খুবই উৎসাহিত হয়। . . . সত্যই, আমরা এক প্রেমপূর্ণ ভ্রাতৃসমাজ গড়েছি!” এক বোন তার অনুভূতি এইভাবে ব্যক্ত করেন: “কিংডম হল নির্মাণের স্থানে যে আনন্দ আমি পেয়েছি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে আমি নিজেকে আটকে রাখতে পারছি না। এটি হল তৃতীয় হল যার নির্মাণে আমি এখন সাহায্য করছি।”
৮ একটি মণ্ডলী তাদের নির্মাণ প্রকল্প শেষ হওয়ার পরে এইভাবে পত্রে তাদের আঞ্চলিক নির্মাণ কমিটিকে (বড় শাখাগুলিতে, অনেক কিংডম হল তৈরি করতে সাহায্য করার জন্য আঞ্চলিক নির্মাণ কমিটি গঠন করা হয়। কিন্তু, এইধরনের কমিটি এখনও ভারতে গঠন করা হয়নি) বলেন: “আপনাদের ধন্যবাদ দেওয়ার জন্য আমরা লিখছি।! আপনারা মণ্ডলীর সভা, আপনাদের ঘুম, পরিবারের সঙ্গে থাকার আনন্দ, আমোদপ্রমোদ, আপনাদের ক্ষেত্রের পরিচর্যা ছেড়েছেন এবং এর চেয়েও বেশি আমাদের কাছে এসে আমাদের জন্য হল নির্মাণ করেছেন। আপনারা যা আমাদের জন্য করেছেন তার পাওয়ার যোগ্য আমরা নই। আপনাদের মত উত্তম ভাইদের সাথে মেলামেশা করে আমরা গর্বিত এবং সম্মানিত বোধ করি। আমরা আপনাদের পরিবারকেও ধন্যবাদ দিতে চাই যারা ঝড়, গরম এবং ঠাণ্ডা প্রতিরোধ করে আপনাদের সঙ্গে হাসিমুখে উদারভাবে কাজ করেছে। আবার বলছি, অনেক ধন্যবাদ। ‘আপনার ঈশ্বর মঙ্গলার্থে আপনাকে স্মরণ করুক।’—নহি. ১৩:৩১.”
৯ কিংডম হল সুরক্ষা: ধীরে ধীরে কিংডম হলেতে চুরি বাড়ছে। বেশির ভাগ ক্ষেত্রে, শুনবার উপাদানগুলি চুরি গেছে। এই সমস্যাকে কিছুটা কমাবার জন্য নিম্নোক্ত প্রস্তাবগুলি সাহায্য করতে পারে: (১) সমস্ত দামি শুনবার উপাদানগুলিকে শক্ত স্টীলের বাক্সে রাখুন (বাজারে পাওয়া যাচ্ছে) এবং এই উপাদানগুলিকে বন্ধ করার জন্য যেন ভালো তালা থাকে সে বিষয়ে নিশ্চিত হয়ে নিন; (২) সেই বাক্সটিকে চক্ষুগোচরের বাইরে রাখুন এবং পেরেক দিয়ে সেটিকে মেজে কিংবা দেওয়ালের সঙ্গে লাগিয়ে দিন; (৩) সমস্ত উপাদানগুলির উপরে স্টেনসিল দিয়ে মণ্ডলীর নাম লিখে দিন, যাতে করে পুলিশ শনাক্তিকরণ করতে এবং ফলত চুরি যাওয়া জিনিসগুলি ফেরত দিতে সক্ষম হয়।
১০ কয়েকটি মণ্ডলী সুরক্ষার জন্য কিংডম হলের সাথে ফ্ল্যাট যোগ করেছে, যদি তাই হয় তাহলে আমরা মণ্ডলীকে টেলিফোন যন্ত্র বসাতে সুপারিশ করছি এবং তা মণ্ডলীর নামে হওয়া উচিত। তত্ত্বাবধায়ক জরুরি হলে ফোন করতে পারবে। তার ব্যক্তিগত ফোনের জন্য তত্ত্বাবধায়ককে টাকা দিতে হবে। আরও, তত্ত্ববধায়কের সাথে প্রাচীনদের গোষ্ঠী একটি সরল লিখিত চুক্তি করবে যাতে ভাড়া, থাকবার সময়সীমা, দায়িত্ব এবং ঘর ছাড়ার যে ঘোষণা প্রয়োজন তা লেখা থাকবে।
১১ আর্থিক দান সাহায্য করে: সমিতির প্রতি উদার দান বিগত দিনে যেমন মণ্ডলীগুলিকে সাহায্য করেছে, ভবিষ্যতে নিশ্চয় সাহায্য করবে। নিঃস্বার্থপর দানের বিষয়ে যিহোবা ঈশ্বর নিজেই কি প্রথমে নন? (যাকোব. ১:১৭) যদিও এটি সত্য যে আমাদের দেওয়ার ক্ষেত্রে ক্ষমতা এবং সুযোগ এক নয়, কিন্তু আমরা যদি আমাদের ব্যক্তিগত ব্যয়ের একটু রদবদল করি, তাহলে আমরা এই নির্মাণ কাজে সাহায্য করতে পূর্ণ অংশ নিতে পারি। এইধরনের উদারতা যিহোবার হৃদয়কে খুশি করে আর সেই সঙ্গে আমাদের ভাইদের অত্যন্ত উৎসাহ দেয়।
১২ বৃদ্ধিরতভাবে, আজকে “বিস্তর লোক” রাজ্যের বার্তার প্রতি সাড়া দিচ্ছে। “মনোরঞ্জন বস্তু সকল” যিহোবার আত্মিক মন্দিরে প্রবাহিত হচ্ছে এবং তিনি তাঁর ‘গৃহ প্রতাপে পরিপূর্ণ করছেন।’ (প্রকা. ৭:৯; হগয়. ২:৭) হগয়ের দিনের বিশ্বস্ত যিহূদীদের মত, আসুন আমরা ঈশ্বরের কাজে মনোযোগ দিই, আরও কিংডম হলের প্রয়োজনের প্রতি পূর্ণরূপে সমর্থন করি। সাম্প্রতিক বছরগুলিতে অনেক উত্তম কিংডম হল নির্মাণ করা সত্ত্বেও বৃদ্ধি খুব তাড়াতাড়ি এবং সঙ্গে সঙ্গে অনেক মণ্ডলী খুব খারাপ পরিস্থিতির সম্মুখীন হচ্ছে। যতটা সম্ভব ঈশ্বরের কাজের প্রতি আমাদের সর্মথন করার একটি উপায় হল যে কাজ তিনি আমাদের উপর দিয়েছেন তার অংশী হওয়া।
[৬ পৃষ্ঠার বাক্স]
কিভাবে একটি কিংডম হল অর্জন করা যেতে পারে
প্রাথমিক এই প্রণালীগুলি ধাপে ধাপে অনুকরণ করুন:
আপনার সীমা অধ্যক্ষের সাথে সাক্ষাৎ করুন
নির্মাণ কার্যের বিষয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলি আলোচনা করুন
ট্রাস্ট গঠন করুন
প্রস্তাব দ্বারা ট্রাস্টির গোষ্ঠী নিযুক্ত করে ট্রাস্ট গঠন করুন। সমিতির কাছে নমুনা বিধিসমূহের জন্য লিখুন। সমিতি থেকে ফর্মের জন্য আবেদন করুন। বৈধ আধিকারিকদের কাছে ট্রাস্ট রেজিস্টার করুন। ট্রাস্টের নামে নির্মাণ অর্থের জন্য একটি সেভিংস্ খাতা খুলুন
একটি নির্মাণ কমিটি নিযুক্ত করুন
একটি নির্মাণ কমিটি তিন এবং চারজন প্রাচীন নিয়ে গঠিত হবে যদি ব্যবসা⁄নির্মাণ অভিজ্ঞতা থাকে তাহলে অধিকতর ভালো হয়।
সম্ভব্য স্থান(গুলি) নির্ণয়, বেশির ভাগ প্রকাশকদের কাছাকাছি
সমতলভূমি অধিকতর বাঞ্ছনীয়; ধার্মিক অঞ্চল; মাটি, পাথর এবং উচ্চ আওয়াজের এলাকা এড়িয়ে চলুন।
আপনার ট্রাস্টের নামে সম্পত্তি অর্জন এবং রেজিস্টার করুন
উদাহরণ: যিহোবার সাক্ষীদের নতুন জগৎ মণ্ডলীর ট্রাস্ট। সমিতির রেজিষ্টার করবেন না।
আপনার স্থান পত্র (অথবা প্রামাণিক দলিল) সমিতির কাছে পাঠান।
কত অর্থ পাওয়া যাচ্ছে তা নির্ধারণ করুন
শুধুমাত্র নির্মাণের জন্য আপনার যদি সাহায্যের দরকার হয়, তাহলে সমিতির কাছে লিখুন।
শুরু করার আগে বীমা অর্জন করুন
বীমার বিষয়ে সমিতির কাছে লিখুন।
সমিতির সাহায্য নিন
যদি কোন সমস্যা আপনি নিবৃত্ত করতে পারছেন না তাহলে সমিতির সাহায্য নিন।