পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈশ্বরের সম্মান নিয়ে আসে
১ পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়কে নিশ্চিত করতে মোশির ব্যবস্থায় কিছু কঠোর নিয়ম দেওয়া হয়েছিল। এগুলো ইস্রায়েলকে একটা জাতি হিসেবে আলাদা করে রেখেছিল যাদের শারীরিক ও আধ্যাত্মিক দিক দিয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার দরকার ছিল। (লেবীয়. ১১:৩৫, ৩৬; ১৫:১-১১; যিশা. ৫২:১১) এই পরিচ্ছন্ন অবস্থা ঈশ্বরের সম্মান নিয়ে এসেছিল এবং এই জাতির স্বাস্থ্য ভাল রাখতে সাহায্য করেছিল।
২ আজকেও, পরিষ্কার-পরিচ্ছন্নতা যিহোবার সাক্ষিদের একটা শনাক্তকরণ চিহ্ন। যদিও একটা দল হিসেবে যিহোবার লোকেদেরকে এটা শনাক্ত করে কিন্তু ব্যক্তিগতভাবে আমাদের প্রত্যেকের বেলায় কি তা সত্য? পরিপাটী ও ব্যক্তিগত পরিষ্কার-পরিচ্ছন্নতা সম্পর্কে আমরা যতটা চিন্তা করি, সেটাই যিহোবার নিয়মগুলোকে আমরা কতটা উপলব্ধি করি তা প্রকাশ করে।
৩ আমাদের বাড়ির আশপাশের চেহারা দেখে কী বলা যায়? আমরা রাজ্যের যে-বার্তা বহন করি তার থেকে কি এটা মনোযোগ সরিয়ে দেয়? আমাদের বাড়ি যখন অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকে এবং বাগানে ঘাস অথবা আগাছা বাড়তে থাকে অথচ আমরা যদি পৃথিবী এক পরমদেশে পরিণত হবে সেই সম্পর্কে কথা বলি, তা হলে আমাদের কথার সত্যতা সম্বন্ধে কেউ কেউ প্রশ্ন তুলতে পারে এমন সম্ভাবনা কি রয়েছে? আমাদের বাড়ির চারদিক যদি অগোছালো থাকে অথবা অস্বাস্থ্যকর অভ্যাসের জন্য যদি সেখান দুর্গন্ধ বেরতে থাকে, তা হলে কি এটা বলা যেতে পারে যে, আমরা “পরিষ্কার-পরিচ্ছন্নতার আদর্শ” গড়ে তুলেছি “যেটা ঈশ্বরের রাজ্যের অধীনে নতুন জগতের সঙ্গে খাপ খাবে?”—om পৃ. ১৩০-১.
৪ ক্ষেত্রের পরিচর্যার জন্য আমরা যে-স্কুটার অথবা গাড়ি ব্যবহার করি সেটার সম্বন্ধে কী বলা যায়? সেটা কি যথাসম্ভব পরিষ্কার আছে, যাতে এর বাহ্যিক চেহারা আমাদের কাজ থেকে মনোযোগ সরিয়ে না দেয়? আমাদের কাপড়চোপড়, বইয়ের ব্যাগ এবং ব্যক্তিগত সাজগোজ সম্বন্ধে কী বলা যায়? সেগুলো কি পরিপাটী ও উপযুক্ত আর অসন্তোষের কোন কারণ জন্মায় না? নিয়মিত স্নান করে এবং কাপড়চোপড় ধুয়ে ও ইস্ত্রি করে নিজেদের এবং আমাদের কাপড়চোপড় পরিষ্কার রাখা যুক্তিযুক্ত।
৫ একজন ভাই যদি অমনোযোগী হন, যার ফলে তার নিজের স্বাস্থ্যবিধি অথবা পরিবেশ মণ্ডলীর জন্য নিন্দা নিয়ে আসে, তা হলে কী? হয়তো বৃদ্ধাবস্থা অথবা অসুস্থতার জন্য তার শুধু একটু প্রেমময় সাহায্যের দরকার। তাই যদি হয়, তা হলে তাকে সাহায্য করা একটা দয়ার কাজ হবে। কারও কারও হয়তো এই সমস্যা রয়েছে ও এমনকি এ সম্পর্কে হয়তো সচেতনই নয়; দয়ার পরামর্শ হয়তো তাকে সঙ্গে সঙ্গে শুধরে নিতে সাহায্য করবে। যে-ব্যক্তিরা এ ব্যাপারে সবসময়ে খারাপ উদাহরণ রাখেন, তারা মণ্ডলীতে উল্লেখযোগ্য সুযোগগুলো পাওয়ার যোগ্য হবেন না। অবশ্যই, প্রাচীনদের তাদের নিজস্ব মান অথবা মতামতগুলোকে চাপিয়ে দেওয়ার বিষয়ে সাবধান থাকা উচিত।
৬ আমাদের কিংডম হলে নতুন আগ্রহী ব্যক্তিদেরকে আধ্যাত্মিক ভোজ উপভোগ করার জন্য আমন্ত্রণ জানানো হয়। সাধারণত, আমরা আমন্ত্রণ জানানোর জন্য সাগ্রহে অপেক্ষা করে থাকি কারণ কিংডম হল নজরকাড়ার মতো ও পরিপাটী। কিন্তু, এটাকে এভাবে রাখতে অনেক কাজ করতে হয়। আপনার হলের চারদিকে তাকান। চেয়ারগুলো, মেঝে এবং দেওয়াল কি পরিষ্কার? টয়লেটগুলো কি নিয়মিত ঘষে পরিষ্কার করা হয়? যখন আমরা নোংরা পর্দা অথবা রং খসে পড়া দেওয়াল দেখতে অভ্যস্ত হয়ে পড়ি, তখন শীঘ্রই সেটাকে আমরা গ্রহণযোগ্য বলে মনে করতে শুরু করি। কিন্তু, যে-অপরিচিত ব্যক্তিরা প্রথমবার সেখানে আসেন তাদের হয়তো তা খারাপ ধারণা দিতে পারে। যখন কিংডম হল পরিষ্কার অথবা মেরামত করার পালা আসে, তখন আমাদের অংশটুকু করে সেটাকে আকর্ষণীয় ও নজরকাড়া অবস্থায় রাখতে আমাদের যথাসাধ্য করা উচিত।
৭ কোন কথা না বলেই, আমাদের ব্যক্তিগত বেশভূষা এবং আমাদের বাড়িঘর, গাড়ি ও কিংডম হল পরিপাটী রেখে আমরা ঈশ্বরের গৌরব করতে পারি। আমাদের উত্তম উদাহরণ কারও বিঘ্নের কারণ হবে না বরং প্রমাণ দেবে যে, আমাদের উপাসনা হল শুচি ও বিমল।—১ করি. ১০:৩১, ৩২; যাকোব ১:২৭.