ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ১১/৯৫ পৃষ্ঠা ৩
  • বেথেল পরিচর্যা—আরও স্বেচ্ছাসেবকের প্রয়োজন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • বেথেল পরিচর্যা—আরও স্বেচ্ছাসেবকের প্রয়োজন
  • ১৯৯৫ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • এটা কি আপনার জন্য সবচেয়ে ভাল কাজ হতে পারে?
    ২০০১ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • আপনি কি নিজেকে প্রাপ্তিসাধ্য করতে পারেন?
    ২০০৩ আমাদের রাজ্যের পরিচর্যা
  • এক মুক্ত আমন্ত্রণ!
    ২০১০ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • যে-উত্তম কাজগুলো ভুলে যাওয়া হয় না
    আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা—সভার জন্য অধ্যয়ন পুস্তিকা ২০১৯
আরও দেখুন
১৯৯৫ আমাদের রাজ্যের পরিচর্যা
km ১১/৯৫ পৃষ্ঠা ৩

বেথেল পরিচর্যা—আরও স্বেচ্ছাসেবকের প্রয়োজন

১ এই শেষকালে যিহোবা যে মহান কাজ করছেন তা দেখে আমরা রোমাঞ্চিত। গীতসংহিতা ১১০:৩ পদ ইঙ্গিত করে যে এই সময়ে ঈশ্বরের লোকেদের একটি উল্লেখযোগ্য গুণ হবে রাজ্য পরিচর্যায় সক্রিয় অংশ নিতে তাদের ইচ্ছা। পৃথিবীর চতুর্দিকে রাজ্যের সুসমাচার প্রচার করতে যিহোবার লোকেরা নিজেদের প্রসারিত করছে। ঘোষণাকারী (ইংরাজি) বইটির পৃষ্ঠা ২৯৫ জানায়: “জগদ্ব্যাপী বেথেল পরিবারের সদস্য হিসাবে কেউ কেউ পরিচর্যা করেন। এরা হলেন পূর্ণ-সময়ের পরিচারক যারা এইধরনের কাজগুলির জন্য, যেমন বাইবেল সাহিত্য প্রস্তুত ও প্রকাশনায়, প্রয়োজনীয় অফিসের কাজের দেখাশোনায় এবং সমর্থন সেবা যোগানোয় যেখানেই তাদের নিযুক্ত করা হোক না কেন তারা তা স্বেচ্ছায় করে থাকেন। এটি এমন ধরনের কাজ নয় যাতে তারা ব্যক্তিগত প্রসিদ্ধি অথবা বস্তুগত সম্পদ লাভ করে থাকে। তাদের ইচ্ছা হল যিহোবাকে সম্মান করা আর তাই খাদ্য, বাসস্থান ও ব্যক্তিগত খরচের জন্য পরিমিত প্রত্যর্পণ দিয়ে তাদের জন্য যে ব্যবস্থা করা হয় তাতে তারা সন্তুষ্ট থাকেন।” আপনি যদি বেথেল পরিদর্শন করে থাকেন, তাহলে আপনি ইতিমধ্যেই এখানে যে কাজ হয়ে চলেছে তার সাথে কিছুটা পরিচিত আছেন। কিন্তু, পরিচর্যার এই অদ্বিতীয় সুযোগটির প্রতি আপনার উপলব্ধি বৃদ্ধি করতে আমরা আরও কিছু তথ্য যোগাতে এবং সমিতির প্রয়োজনাদি সম্পর্কেও আপনাকে অবগত করাতে চাই।

২ বেথেল পরিচর্যার মর্মার্থ ও এর মূল্যবান উত্তরাধিকারটি সঠিক স্থানে রাখতে, আসুন আমরা কিছুটা পুনরালোচনা করি—যিহোবার সংগঠনের—কিছু প্রাচীন এবং কিছু আধুনিক ইতিহাস। প্রায় ১৯ বছর ধরে, পেনসিল্‌ভেনিয়া, অ্যালিঘ্যানি, ৫৬-৬০ আরচ্‌ স্ট্রিটে, চারতলা ইটের বিল্ডিংটি ওয়াচ টাওয়ার সোসাইটির প্রধান কার্যালয় ছিল। এটিকে বলা হত বাইবেল হাউস। কিন্তু ১৯০৮ সালের মধ্যে বাইবেল হাউসের পরিবার অর্থাৎ সমিতির প্রধান কার্যালয়ের কর্মীর সংখ্যা বেড়ে ৩০ এর বেশি হয়। তাই এটি ছিল সম্প্রসারণের সময়। ঐশিক নির্দেশনার জন্য প্রার্থনা করার পর, ভাইয়েরা স্থির করেন যে কাজের জন্য ব্রুকলিন হবে সবচেয়ে উপযুক্ত কেন্দ্র। তাই সমিতির অফিস ও একটি অডিটোরিয়ামের জন্য ব্রুকলিনে ১৩-১৭ হিকস্‌ স্ট্রিটে একটি বিল্ডিং কেনা হয়। এই অফিসগুলি জানুয়ারি ৩১, ১৯০৯ সালে খোলা হয়, কিন্তু এই হিকস্‌ স্ট্রিট বিল্ডিং এর অংশ হিসাবে বাসস্থানের জন্য সেখানে কোন ব্যবস্থা ছিল না। প্রথমে, মনে করা হয়েছিল যে বাসস্থানের সুযোগসুবিধা ভাড়া নেওয়া হবে। কিন্তু, ব্রুকলিন হাইটস্‌ এলাকায় কোন বাড়ি ভাড়াতে পাওয়া যায়নি। পরিণাম এই হয় যে, তাদের বিস্ময়ে ও আনন্দে ভাইয়েরা “কম দামে” ১২৪ কলম্বিয়া হাইটস্‌-এ, হেনরী ওয়ার্ড বীচারের ব্রাউনস্টোন দিয়ে নির্মিত পুরনো চারতলার বাড়িটি কিনতে সমর্থ হয়। এছাড়া, ১২৬ কলম্বিয়া হাইটস্‌টি পাওয়া যায়। মার্চ ১, ১৯০৯ সালে ওয়াচ টাওয়ার আনন্দের সাথে ঘোষণা করে: পিটস্‌বার্গ শব্দ “বাইবেল হাউস” এর স্থানে “নতুন গৃহকে আমরা বেথেল ডাকব।” তাই ১৯০৯ সালের এপ্রিলে বেথেলের কাজ শুরু হয় এবং পরিবারটি তার নতুন গৃহটিতে সরে যায়। ৮৬ বছর ধরে ব্রুকলিন বেথেল সেই একই স্থানে রয়েছে।

৩ সমিতির প্রধান কার্যালয়ের জন্য বেথেল নামটি কি উপযুক্ত ছিল? নামটির বাইবেল বিষয়ক উৎস ও তার সংযোগ বিবেচনা করুন। ৩,৭০০ বছরের বেশি পূর্বে আদিপুস্তক ২৮ অধ্যায় ৭৭ বছর বয়সী, অবিবাহিত যাকোবের অভিজ্ঞতাটি বর্ণনা করে। যাকোব পবিত্র বিষয়গুলিকে উপলব্ধি করেছিলেন, কিন্তু তিনি তার যমজ ভাই এষৌয়ের দ্বারা ঘৃণিত হয়েছিলেন। তার পিতা, ইস্‌হাকের নির্দেশ মত, যাকোব বের-শেবা থেকে পালিয়ে যান এবং উত্তরে অব্রাহামের আত্মীয়দের দেশে যান, যাদের মধ্য থেকে একটি স্ত্রী খুঁজে নেওয়া যাকোবের অভিপ্রায় ছিল। প্রায় ১০০ কিলোমিটার পথ যাত্রা করার পর, রাতে বিশ্রামের জন্য যাকোব যিহূদীয় পর্বতে লূস নামক একটি স্থানে থামেন। আদিপুস্তক ২৮:১০-১৯ পদে কিভাবে যিহোবা যাকোবকে ঐশিক সমর্থনের পূর্ণ আস্থা দিয়েছিলেন তার মুগ্ধকর বিবরণটি আমরা পড়ি। স্বপ্নে যাকোব পৃথিবী থেকে স্বর্গ পর্যন্ত একটি সিড়ি দেখেন। দূতেরা ব্যস্ততার সাথে সিড়িটিতে উঠানামা করছিল আর যিহোবা তার উপর দণ্ডায়মান ছিলেন। তারপর যিহোবা কথা বলেন, জানান যে অব্রাহামের কাছে বংশ সম্বন্ধীয় প্রতিজ্ঞা যাকোবের বংশের উপর দিয়ে অতিবাহিত হবে আর তাই যিহোবা তাকে পরিত্যাগ করবেন না। আধ্যাত্মিক-মনোভাবাপন্ন যাকোবের জন্য কী ভয়-সঞ্চারকারী অভিজ্ঞতাই না ছিল! তার দৃষ্টিতে যে এটি খুব বিশেষ স্থান হয়ে উঠেছিল তাতে কি অবাক হওয়ার কিছু আছে? তার কাছে এই স্থানটি ছিল “ঈশ্বরের গৃহ,” অথবা ইব্রীয় ভাষায়, বেথ-এল, বেথ এর অর্থ “গৃহ” এবং এল অর্থ “ঈশ্বর।”—আদি. ২৮:১৯, NW, ফুটনোট।

৪ এইভাবে, বেথেল নামটির এক মূল্যবান ঐতিহাসিক পটভূমিকা রয়েছে এবং এটি যিহোবার লোকেদের বিশ্ব প্রধান কার্যালয়ের জন্য উপযুক্ত। আজকের দিনে ঈশ্বরের লোকেরা ঐশিকভাবে অনুপ্রাণিত কোন স্বপ্ন পায় না। দূতেদেরও বেথেল থেকে স্বর্গ পর্যন্ত সিড়ি দিয়ে উঠানামা করতে দেখা যায় না। ভাইয়েরাও কোন দর্শন পান না অথবা সরাসরি ঈশ্বরের কণ্ঠস্বর শোনেন না। তবুও, ভাই রাসেলের সময় থেকে আজ পর্যন্ত বিগত এই ৮৬ বছরে বেথেলে যা কিছু ঘটেছে তা যখন আপনি বিবেচনা করেন, তখন এতে কোন সন্দেহ থাকে না যে বেথেলে অব্রাহামের আত্মিক বংশের অংশ, তাঁর অভিষিক্ত দাসেদের সাথে যিহোবার সমর্থন রয়েছে। আধুনিক-দিনের যিহোবার সাক্ষীদের ইতিহাসে বহু উল্লেখযোগ্য ঘটনা ব্রুকলিন বেথেলের সাথে ঘনিষ্ঠভাবে সংযুক্ত! কিছু বিষয় বিবেচনা করুন:

◼ ২রা অক্টোবর, ১৯১৪ সালে বেথেল খাবার ঘরে ঢোকা মাত্র ভাই রাসেল যথার্থভাবে ঘোষণা করেন: “জাতিগণের সময় শেষ হয়েছে; তাদের রাজা তাদের দিনে রয়েছেন।”

◼ ১৯২০-র দশকের শুরুতে, প্রাতঃকালীন উপাসনায় সমিতির সম্পাদকীয় কর্মীর একজন সদস্য “ঈশ্বরের সংগঠন” অভিব্যক্তিটি ব্যবহার করেন। এটি তাদের চিন্তাধারাকে এত বেশি উদ্দীপিত করে যে ১৯২৫ সালের মধ্যে ভাইয়েরা উপলব্ধি করেন যে দুটি পৃথক ও বিরোধী সংগঠন রয়েছে, যিহোবার এবং শয়তানের।—w৮৫ ৩/১৫ পৃ. ১০.

◼ ১৯৩১ সালে একদিন খুব সকালে, কলম্বাস, ওহাইওতে সম্মেলনের ঠিক কিছুদিন আগে, সমিতির সভাপতি, ভাই রাদারফোর্ড বুঝতে পারেন যে যিহোবার সাক্ষী নামটি সত্যই যিহোবার লোকেদের বর্ণনা করে এবং তারা ইতিমধ্যেই সেই কাজ করছিল আর তাই তাদের তাঁর সাক্ষী হিসাবে শনাক্তিকৃত হওয়া উচিত।—yb৭৫ পৃ. ১৫১.

◼ ১৯৩৫ সালের শুরুতে, কারা “বিস্তর লোক” অথবা “বিরাট জনতা” সেই সম্বন্ধে প্রশ্ন উঠে। (প্রকা. ৭:৯; kj) তাদের মধ্যে কিছুজন যারা সেই সময়ে নিজেদের ব্যক্ত করেন তারা প্রস্তাব করেন যে তারা হলেন পার্থিব শ্রেণী। ৩১শে মে, ১৯৩৫ সালে, ওয়াশিংটন, ডি. সি., সম্মেলনে, এক সন্তুষ্টজনক ব্যাখ্যা দেওয়া হয়েছিল।—jv পৃ. ১৬৬.

৫ এই কয়েকটি উদাহরণ দেখায় কিভাবে যিহোবা, তাঁর পবিত্র আত্মার মাধ্যমে বেথেলে তাঁর বিশ্বস্ত অভিষিক্ত দাসেদের পরিচালনা ও সমর্থন দান করেছেন। আর দূতেদের সম্বন্ধে বা কী? যখন আপনি আমাদের শত্রুদের থেকে সেই সব তিক্ত বিরোধিতা ও বছরের পর বছরগুলিতে কষ্টের কথা বিবেচনা করেন যখন সংস্থান দুষ্প্রাপ্য ছিল, কোন সন্দেহ নেই যে দূতেদের সুরক্ষা ও সাহায্য ব্যতীত বেথেল ওই বছরগুলিতে এত উল্লেখযোগ্যভাবে কাজ করতে পারত না।

৬ যুক্তরাষ্ট্রে প্রধান কার্যালয়ে কর্মী ছাড়া, সারা পৃথিবীতে ১০০টি শাখায় বেথেল পরিবার ছড়িয়ে আছে, যেমন একটি আছে লোনাভালায়। আমাদের পরিচর্যা সম্পন্ন করতে সংগঠিত (ইংরাজি) নামক বইটির পৃষ্ঠা ১১৬ জানায়: “বেথেল নামটি . . . ঈশ্বতান্ত্রিক কাজের এই কেন্দ্রগুলির জন্য বাস্তবিকই উপযুক্ত।” কিধরনের কাজ করার জন্য বেথেল স্বেচ্ছাসেবকেরা নির্বাচিত হন?

৭ বিভিন্ন ধরনের কাজ: বেথেল পরিবারের সদস্যদের যে কাজের দায়িত্ব দেওয়া হয় তা বিভিন্ন ধরনের। ব্রুকলিন ও ভারতসহ অন্যান্য বেশ কিছু শাখায় কিছু ভাইয়েরা জগদ্ব্যাপী বিতরণের জন্য বই, (এবং কিছু শাখায় বাইবেল,) পত্রিকা, ব্রোশার এবং ট্র্যাক্ট ছাপানোর জন্য ছাপাখানায় কাজ করেন। অন্যেরা বাইবেল ও বই বাঁধানোর কাজে অংশ নেন, যখন একই সময়ে কিছুজন এই প্রকাশনাগুলিকে জগতের সর্বত্র মণ্ডলীগুলিতে পাঠানোর কাজে যুক্ত থাকেন। বেশ কিছুসংখ্যক ব্যক্তি সরঞ্জাম ও বিল্ডিং রক্ষণাবেক্ষণের কাজে নিযুক্ত। বেথেল গৃহে, অনেক কাজ পরিবারের দেখাশোনার সাথে জড়িত আছে। উদাহরণস্বরূপ, ব্রুকলিন বেথেলে, ২০ মিনিটের মধ্যে প্রায় ৩,৭০০ জন লোককে ১২টি খাবার ঘরে প্রাতঃরাশ পরিবেশন করা হয়। লণ্ড্রিতে, ভাই ও বোনেরা প্রত্যেক সপ্তাহে ১৩,০০০টি সার্টসমেত ১৬,০০০ কিলো কাপড় পরিষ্কার করেন। এছাড়া, গৃহ তত্ত্বাবধায়কেরা ব্রুকলিনে ২১টি থাকার বিল্ডিং-এ উচ্চমানের পরিচ্ছন্নতা বজায় রাখেন ও গৃহের জন্য অন্যান্য অত্যাবশ্যকীয় কাজের দেখাশোনা করেন। ঠিক একই সুযোগসুবিধা প্রদান করা হয়ে থাকে ভারতে বেথেল পরিবারের ২৩০ জন সদস্যকে।

৮ যোগ্যতা ও প্রয়োজনীয়তা: এই কাজের জন্য, শরীরের বল ও শক্তির প্রয়োজনের পরিপ্রেক্ষিতে, বর্তমানে স্বাস্থ্যবান অবিবাহিত লোকের প্রয়োজন। বেথেল পরিচর্যার জন্য, আবেদন করতে হলে একজন যুবককে অবশ্যই অন্তত এক বছরের উৎসর্গীকৃত ও বাপ্তাইজিত হতে হবে। তাকে অবশ্যই অনুগত, আধ্যাত্মিক ব্যক্তি হতে হবে। এছাড়া, তাকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে ইচ্ছুক হতে হবে। আজকের জগতে, অনেক লোকে কঠোর পরিশ্রম করাকে এমন কিছু যা এড়িয়ে যাওয়া হিসাবে দেখে থাকে। তাই যে যুবক বেথেল পরিচর্যার জন্য আবেদন করছে তার নতুন ব্যক্তিত্ব পরিধান করা প্রয়োজন, এতদূর পর্যন্ত যে, সে কঠোর পরিশ্রম করতে ইচ্ছুক থাকে, যা ভাল কাজ তা নিজের হাতে করে। (তুলনা করুন ইফিষীয় ৪:২৮.) তার অর্থ হল যে সে এমন একজন ব্যক্তি হবে না যার মন ব্যক্তিগত আনন্দের অনুধাবনগুলির উপর, আমোদপ্রমোদ অথবা চিত্তবিনোদনের উপর আছে। যখন বেথেল পরিচর্যার বিষয় বিবেচনা করছে তখন তার ইতিমধ্যেই এইধরনের যৌবনের প্রবণতাগুলিকে দূরে রাখা উচিত। ১ করিন্থীয় ১৩:১১ পদে পৌলের কথাগুলি উত্তমভাবে প্রযোজ্য: “আমি যখন শিশু ছিলাম, তখন শিশুর ন্যায় কথা কহিতাম, শিশুর ন্যায় চিন্তা করিতাম, শিশুর ন্যায় বিচার করিতাম; এখন মানুষ হইয়াছি বলিয়া শিশুভাবগুলি ত্যাগ করিয়াছি।”

৯ আপনার বয়স কি ১৯ থেকে ৩৫ বছরের মধ্যে? আপনার কি শারীরিকভাবে ও মানসিকভাবে উত্তম স্বাস্থ্য আছে? আপনি কি অন্তত কিছুটা ইংরাজি বলতে পারেন? আপনি কি একজন আধ্যাত্মিক ব্যক্তি যার যিহোবা ও তাঁর সংগঠনের প্রতি গভীর প্রেম রয়েছে? যদি আপনাকে বেথেলে ডাকা হয় আপনি কি অন্তত এক বছর, যে কাজই আপনাকে দেওয়া হোক না কেন বিশ্বস্তভাবে সেই পরিচর্যা করে যাবেন? যদি আপনি এই প্রশ্নগুলির উত্তর হ্যাঁ দিতে পারেন, তাহলে আপনি বেথেল পরিচর্যার অদ্বিতীয় কাজটিকে বিবেচনা করে ভালই করবেন। আশীর্বাদ প্রচুর রয়েছে।

১০ বেথেল পরিচর্যার আশীর্বাদগুলি: প্রহরীদুর্গ (ইংরাজি) এর জুন ১৫, ১৯৯৪ সালের “‘ঈশ্বরের গৃহ’ এর উপর উপলব্ধির সাথে তাকান” নামক প্রবন্ধটি জানায়: “যখন আপনি অধিবেশনে যোগদান করছেন, তখন আপনার চারপাশে বেষ্টিত যিহোবার সুখী উপাসকদের দ্বারা আপনি কি গভীর সন্তোষ অনুভব করেন? কেবলমাত্র কল্পনা করুন, একজন বেথেল কর্মীর সুযোগ রয়েছে প্রতিদিন ভাইয়েদের দলের মধ্যে যিহোবার সেবা করার! (গীত. ২৬:১২) আধ্যাত্মিক বৃদ্ধির জন্য সেটি কী উৎকৃষ্ট প্রত্যাশাগুলিই না প্রদান করে থাকে! একজন ভাই মন্তব্য করেন যে অন্যত্র তিন বছরে তিনি যা করেছেন তার চাইতে বেথেলে এক বছরের মধ্যে তার ব্যক্তিত্ব গড়ে তুলতে তিনি অনেক কিছু শিখেছেন। কেন? অন্য জায়গার থেকে এখানে তার সুযোগ রয়েছে অনেক পরিপক্ব খ্রীষ্টীয় ব্যক্তিত্বের বিশ্বাসকে লক্ষ্য ও অনুকরণ করার।” (হিতো. ১৩:২০) বাস্তবিকই, বেথেল পরিচর্যার অদ্বিতীয় আশীর্বাদগুলির এটি হল একটি।

১১ বেথেলে, স্বেচ্ছাসেবকেরা শাখা কমিটির সদস্যদের সাথে ও সেইসঙ্গে দীর্ঘদিনের বিশ্বস্ত ভাইয়েদের সাথে ঘনিষ্ঠ সাহচর্য উপভোগ করেন। একজন যে কাজের জন্যই নির্বাচিত হয়ে থাকুক না কেন, এইধরনের বিশ্বস্ত, অনুগত সাথীদের সাথে একত্রে কাজ করা এক আশীর্বাদস্বরূপ। ব্রুকলিন বেথেল পরিবারের সদস্যদের কাছ থেকে কিছু মন্তব্য এখানে রয়েছে যা এই মূল্যবান পরিচর্যায় যাদের অংশ আছে তাদের অনুভূতিকে ব্যক্ত করে।

◼ ৬২ বছরের একজন ভাই, যিনি বহু বছর ধরে বিভিন্ন বিভাগে কাজ করেছেন, বেথেলে যে আত্মা বিরাজ করে তার উপর মন্তব্য করেন: “আমরা সকলে একটি পরিবার; আমরা সকলে ভাই। আমরা একসঙ্গে কাজ করি। আমাদের সকলেরই নিজস্ব কাজ রয়েছে। ভাইয়েরা কঠোর পরিশ্রম করে তা দেখা আশ্চর্যের; তারা যে প্রচেষ্টা চালিয়ে যায় আপনি তা দেখতে পাবেন। আমাদের ভাইয়েরা আছেন যারা মেঝে পরিষ্কার করেন। যখন আপনি জায়গাটি পরিষ্কার রাখেন, তখন আপনি পরিবারকে স্বাস্থ্যবান রাখছেন। যখন পরিবারকে আপনি স্বাস্থ্যবান রাখেন, তখন পরিবার হয় ফলোৎপাদক। এটি অত্যাবশ্যকীয়। অফিসে কর্মী থাকা গুরুত্বপূর্ণ। আমরা সকলে একত্রে ফল উৎপাদন করি—জগদ্ব্যাপী রাজ্যের সাক্ষ্য দেওয়া। যিহোবার পরিচর্যার একটি পেশা করতে পৃথিবীতে এটিই হল সবচেয়ে উত্তম স্থান। আপনি যদি পূর্ণ-সময়ের পরিচারক হতে চান, আপনি এখানে তা এখনই ভালভাবে করতে পারেন। আপনাকে সবকিছুই যোগান হবে। আমরা এখানে অতিরিক্ত কিছু জিনিস উপভোগ করি। এটি আপনাকে সংগঠনটিকে দেখার সুযোগ দেয় কারণ পৃথিবীর সকল প্রান্ত থেকে আপনি শুনেছেন।”

◼ ৭৫ বছর বয়সের অভিষিক্ত এক ভাই, প্রায় ৪৮ বছর আগে যার প্রথম কাজ ছিল বই বাঁধানো, বলেন: “যিহোবার উৎসর্গীকৃত, বাপ্তাইজিত দাসেদের মাঝে থাকা হল এক সুন্দর অভিজ্ঞতা। যখন আমি কোন যুবক ব্যক্তিকে বেথেলে আসতে দেখি, যিহোবার প্রতি ধন্যবাদে আমার হৃদয় ভরে যায় কারণ আমি জানি এই ব্যক্তিটি বেথেলে এক সুখী জীবন পেতে চলেছে।” বেথেলে যে জিনিসগুলি তিনি মূল্যবান বলে মনে করেন সে সম্পর্কে আরও বলেন: “আমি এর লোকেদের ভালবাসি। আমি মনে করি তারা সুন্দর। এখানে ভাইয়েদের মধ্যে এমন কিছু রয়েছে যা বহু বছর ধরে বেথেলে দেখেছি, যা আপনি পৃথিবীর কোন স্থানে পাবেন না। সেখানে আন্তরিকতা, বোধগম্যতা ও একতা রয়েছে যা হল বোধগম্যের উর্দ্ধে।”

◼ আর একজন ভাই যিনি ৬২ বছরের বেশি দিন ধরে বেথেলে পরিচর্যা করেছেন প্রাপ্ত অতিরিক্ত উপকারগুলি সম্পর্কে মন্তব্য করেন: “বেথেলে আসা আপনাকে প্রকাশনার ক্ষেত্রে বিশেষ শিক্ষা পেতে সমর্থ করে। . . . আর সর্বোপরি, পৃথিবীর যেখানেই আপনাকে পাঠানো হোক না কেন বাইবেলের শিক্ষা আপনাকে সুসজ্জীভূত করে যিহোবা ঈশ্বরের এক উপযুক্ত প্রতিনিধি হতে।”

◼ পরিচালক গোষ্ঠীর একজন সদস্য, যার বয়স এখন ৯২ বছর, ৫৮ বছর ধরে বেথেলে পরিচর্যা করে চলেছেন। বেথেল পরিচর্যা সম্বন্ধে তিনি কী মনে করেন? “এখানে এবং পৃথিবীব্যাপী বেথেল পরিবার হল উৎসর্গীকৃত লোকেদের এক অপূর্ব আয়োজন।”

◼ কিছু মাস আগে পরিচালক গোষ্ঠীর একজন সদস্য যিনি ৯৮ বছর বয়সে তার কাজে বিশ্বস্ত থেকে মারা যান, তিনি এইভাবে ব্যক্ত করেন: “আমি বেথেলে পরিচর্যা করতে ভালবাসি। সূর্যের নিচে এটিই হল সবচেয়ে উত্তম স্থান।”

◼ বেথেল পরিচর্যা সম্বন্ধে একজন যুবকের দৃষ্টিভঙ্গি কী? সম্প্রতি এক যুবক ভাই লিখেছিলেন: “যেমন যীশু বলেছিলেন ‘দান করা প্রচুর আনন্দ নিয়ে আসে,’ তাই বেথেল হল সবচেয়ে আনন্দের স্থান যা আমি দেখেছি।” তিনি বেথেলের মনোভাবটি বুঝতে পেরেছেন তা হল—দান করা।

◼ একজন ভাই যিনি ৫১ বছর ধরে পূর্ণ-সময়ের পরিচর্যা করেছেন এই বলে সুন্দরভাবে বিষয়গুলির সারসংক্ষেপ করেন: “বেথেল পরিচর্যা সত্যই হল অদ্বিতীয়। পৃথিবীতে যিহোবার উদ্দেশ্য সম্পাদনে এটি হল একটি অত্যাবশ্যকীয় অংশ। তাই যে কেউ যার বেথেলে পরিচর্যা করার সুযোগ আছে তার সেটিকে খুব মূল্যবানরূপে গণ্য করা উচিত। সত্যই, বেথেল আমাদের জীবনে ঈশ্বর ভক্তির পূর্ণ অভিব্যক্তি দান করতে সমর্থ করে।”

১২ প্রাত্যহিক তালিকা: বেথেল পরিবারের একজন সদস্যের প্রাত্যহিক তালিকা তাকে সম্পূর্ণরূপে রাজ্যের কাজের যে জীবন তাতে নিবিষ্ট করে। সকাল ৭:০০টা। সোমবার থেকে শনিবার, আমাদের খাবার ঘরে প্রাতঃকালীন উপাসনা শুরু হয়। পরিবারের সদস্যদের দ্বারা দৈনিক শাস্ত্রপাঠের উপর মন্তব্য করা হয় এবং তারপর শাখা কমিটির সদস্য কিংবা বহু বছর যাবৎ পূর্ণ-সময়ের পরিচর্যায় রত কোন ভাইয়ের দ্বারা সারাংশ, তারপর প্রাতঃকালীন প্রার্থনা। দিনের কাজের জন্য এই কার্যক্রম আধ্যাত্মিকভাবে পরিবারকে শক্তিশালী করে। বেথেল পরিবারের সদস্যেরা আপনাকে জানাবে যে এটিই হল দিনের মুখ্য বিষয়। পর্যাপ্ত প্রাতঃরাশের পর, বেথেল পরিবারের সদস্যেরা উৎসাহের সাথে নির্ধারিত বিভিন্ন কাজে চলে যায়। কাজের দিন সোমবার থেকে শুক্রবার, মধ্যাহ্ণভোজের জন্য এক ঘন্টা রেখে সকাল ৮:০০টা থেকে বিকাল ৫:১০ পর্যন্ত। এছাড়া, শনিবার কাজের সময় সকাল ৮:০০টা থেকে ১১:৫৫ পর্যন্ত। সন্ধ্যাবেলায়, শনিবার বিকালে এবং রবিবারে বেথেল কর্মীরা তাদের মণ্ডলীর সভাগুলিতে যান, গৃহ থেকে গৃহের প্রচার কাজে কিংবা বাইবেল অধ্যয়নে অংশ অথবা ব্যক্তিগত দায়িত্বাদির যত্ন নিয়ে থাকেন। ব্যক্তিগত অধ্যয়ন অথবা সভার প্রস্তুতির জন্য তারা হয়ত বেথেল লাইব্রেরীর সুযোগ ব্যবহার করতে পারেন। ও, হ্যাঁ বিশ্রামের ও বিনোদনের সময় আছে। (মার্ক ৬:৩১, ৩৪) এই সংক্ষিপ্ত বিবরণ থেকে, এটি সহজেই বোঝা যায় যে পুরনো বিধিব্যবস্থার বিক্ষেপগুলি থেকে মুক্ত, বেথেল পরিচর্যা একজনকে প্রতিদিন পবিত্র সেবা করতে অনেকটা সময় ব্যয় করতে অনুমতি দেয়।

১৩ মণ্ডলীর কাজকর্মগুলি: ঠিক যেমন ব্রুকলিনের বেথেল পরিবারের সদস্যেরা নিউ ইয়র্ক শহরের এলাকায় ৩৫০টিরও বেশি মণ্ডলীতে যুক্ত, তেমনি লোনাভালায় বেথেল পরিবারের সদস্যেরা তিনটি মণ্ডলীতে যুক্ত। তাদের আধ্যাত্মিকতাকে বজায় রাখতে তারা স্থানীয় মণ্ডলীর ভূমিকাকে মূল্যবান বলে মনে করেন। ফলে, তারা তাদের মণ্ডলীর সাথে সক্রিয় থাকেন, পাঁচটি সভাতেই উপস্থিত থাকে ও নিয়মিতভাবে তাদের ভাইদের সাথে ক্ষেত্র পরিচর্যায় অংশ নিয়ে থাকেন। মণ্ডলীর সভাগুলি ছাড়াও, সোমবার সন্ধ্যায় বেথেল পরিবারের নিজস্ব প্রহরীদুর্গ পাঠ রয়েছে; সকলের উপকারের জন্য বেথেল কর্মীরা পালাক্রমে মন্তব্য করার জন্য নির্বাচিত হন। যেহেতু বেথেলের তালিকা আধ্যাত্মিক বিষয়গুলির উপর জোর দেয়, তাই যিহোবাকে সেবা করার আনন্দপূর্ণ, এক সুখী জীবন এর ফল হয়।—১ করি. ১৫:৫৮.

১৪ বেথেল পরিচর্যার জন্য প্রস্তুতি: যুবকেরা প্রায়ই জিজ্ঞাসা করে থাকে বেথেল পরিচর্যার জন্য প্রস্তুত হতে তারা কী করতে পারে। ব্যক্তিবিশেষ কমিটির উপর পরিচর্যারত পরিচালক গোষ্ঠীর একজন সদস্য বলেন: “যখন আপনি বেথেলে আসেন, তার অর্থ পরিচর্যা করতে আসা, পরিচর্যা পেতে নয়। পরিচর্যা করার দ্বারা আপনি যত বেশি শিখবেন, আপনার আনন্দ আরও তত বেশি হবে। দিতে শিখুন, নিতে নয়। মার্জিত হোন, নম্র হোন। আত্মার ফল—যার মধ্যে প্রকৃত খ্রীষ্টতত্ত্ব লুক্কায়িত থাকে।” হ্যাঁ, আপনার আধ্যাত্মিকতাকে গড়ে তোলা এবং যিহোবার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক হল বেথেলে সফল হওয়ার চাবিকাঠি। সেইজন্য যখন বেথেলের জন্য নতুন স্বেচ্ছাসেবকদের নির্বাচন করা হয় তখন অগ্রগামীদের বেছে নেওয়া হয়। যখন একজন ব্যক্তি প্রতি মাসে প্রচারে ও অন্যদের শিক্ষা দিতে ৯০ ঘন্টার বেশি সময় ব্যয় করতে নিজেকে শাসন করেছেন ও সেই সঙ্গে নিজেকে সমর্থন করতে প্রয়োজনীয় কাজের তালিকা করেছেন, তখন তিনি বেথেল পরিচর্যার ও সুসংগঠিত জীবনের জন্য এক উত্তম ভিত্তি স্থাপন করেছেন। কিন্তু, অনুগ্রহ করে লক্ষ্য করুন, যারা অগ্রগামীর কাজ করেন বেথেল পরিচর্যা তাদের জন্যই সীমিত নয়। যে কেউ যার প্রাথমিক প্রয়োজনীয়তাগুলি আছে, আবেদন করতে পারেন।

১৫ এছাড়াও, কিভাবে তাদের হাত দিয়ে কাজ করতে হয় যুবকদের জন্য তা শেখা উত্তম। এই পুরনো বিধিব্যবস্থায় হাতের কাজ মর্যাদার সাথে দেখা হয় না। নিজেকে ভালবাসা অনেক লোককে প্ররোচিত করে এমন কাজ করতে যার জন্য প্রয়োজন হয় সামান্য প্রচেষ্টা অথবা যা আত্মসম্মানের বহিঃপ্রকাশ দান করে। তবুও, কিভাবে বিভিন্ন যন্ত্র ও কল ব্যবহার করতে হয় তা জানা খুবই ব্যবহারিক ও দরকারী। (হিতো. ২২:২৯) প্রায়ই যুবকেরা তাদের পিতামাতাদের কাছ থেকে অথবা কিংডম হলের চারপাশে বিভিন্ন প্রকল্পের কাজে অভিজ্ঞ বয়স্ক ব্যক্তিদের সাহায্য করার দ্বারা অথবা তাদের গৃহের প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণে বয়স্ক ব্যক্তিদের সাহায্য করার দ্বারা হস্তকৃত দক্ষতা শিখতে পারে।

১৬ কখনও কখনও যুবকেরা জিজ্ঞাসা করে থাকে: “বেথেল পরিচর্যার জন্য যোগ্য হতে আমার কি অতিরিক্ত জাগতিক প্রশিক্ষণ পাওয়া উচিত?” জাগতিক প্রশিক্ষণ, একজনকে বেথেল পরিচর্যার জন্য যোগ্য করে না। আধ্যাত্মিক গুণাবলি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং যাদের ডাকা হয় তাদের সকলের জন্য তা প্রয়োজনীয়। আমরা পিতামাতা ও তাদের সন্তানদের যারা এখনও স্কুলের বয়সী, তাদের সকলকে উৎসাহ দিচ্ছি জাগতিক শিক্ষার ভারসাম্যমূলক দৃষ্টিভঙ্গিটিকে মনোযোগ সহকারে বিবেচনা করতে যা ১লা নভেম্বর, ১৯৯২ সালের প্রহরীদুর্গ (ইংরাজি) এর পৃষ্ঠা ১৫ থেকে ২১-এ তুলে ধরা হয়েছে। জাগতিক শিক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হল ব্যক্তিগত ব্যাপার। একজন ব্যক্তি যাই সিদ্ধান্ত নিক না কেন, যিহোবার লোকেদের মূল কাজ, সত্যের পক্ষে সাক্ষ্যদান করা, তার উপর নিয়মিত দৃষ্টি রেখে সে তার আধ্যাত্মিক উন্নতিকে বজায় রাখা নিশ্চিত করবে।

১৭ একজন কিধরনের জাগতিক প্রশিক্ষণ পায় সেটি কোন বিষয় নয়, কিন্তু কিভাবে চিন্তা করতে হয় সেই বিষয়ে শিক্ষা লাভ ভীষণভাবে মূল্যবান। বাইবেল চিন্তা করার ক্ষমতা ও বাস্তবধর্মী প্রজ্ঞার বিষয় সুপারিশ করে থাকে। (হিতো. ১:৪; ৩:২১) কিভাবে চিন্তা করতে হয় তা শেখা এবং মনে রাখার তথ্য আপনাকে সমর্থ করবে জ্ঞান ও দক্ষতা অর্জন করতে যা আপনার জন্য এবং পৃথিবীব্যাপী যিহোবার সংগঠনের জন্য উপকারী হবে। পরিশেষে, একজনের কী দক্ষতা আছে সেটি বড় বিষয় নয়, কিন্তু অন্যদের সাথে মানিয়ে চলতে সমর্থ হওয়া খুব গুরুত্বপূর্ণ। কাজ সম্পাদন করতে বেথেল স্বেচ্ছাসেবকেরা অবশ্যই একটি দল হিসাবে ঘনিষ্ঠভাবে একত্রে কাজ করবে। তাই, এক স্বাধীন অথবা প্রতিযোগিতামূলক মনোভাবের পরিবর্তে অবশ্যই, সহযোগী ও প্রেমময় বিন্যাস এবং ঐশিক নির্দেশনার প্রতি বশীভূত হওয়ার ইচ্ছা প্রতিস্থাপিত হওয়া উচিত।—তুলনা করুন ইফিষীয় ৪:১৬.

১৮ যিহোবার সংগঠনে যুবকদের উপরে উল্লেখিত ক্ষমতার উন্নতি করার ক্ষেত্রে কাজ করতে এক অপূর্ব সুযোগ রয়েছে। তারপর, যদি বেথেলে পরিচর্যা করতে আমন্ত্রিত হয়, তাহলে তাদের ভাল স্থান থাকবে আরও দায়িত্বাদির জন্য যিহোবার সংগঠনের দ্বারা শিক্ষিত হওয়ার। আমরা খ্রীষ্টীয় পিতামাতা ও প্রাচীনদের এই বিষয়টি অল্পবয়স্কদের সামনে সবসময় তুলে ধরতে উৎসাহ দিই। অনেক পিতামাতারা নিয়মিতভাবে তাদের সন্তানদের নিয়ে বেথেলে বেড়াতে আসেন, এইভাবে এখানে কী কাজ হয় তার সাথে তাদের পরিচিত করান। এটি অনেককেই পরিচালিত করেছে তাদের শিক্ষা শেষ করার পর বেথেলে আসতে।

১৯ অভিজ্ঞ ব্যক্তিরা: মাঝে মাঝে ৩৫ বছরের কিছু বেশি ভাই অথবা কোন বোনের জন্য এবং যিনি প্রশিক্ষণপ্রাপ্ত ও যার দক্ষতা আছে যা বেথেলের জন্য প্রয়োজন তাদের জন্য এক সুযোগ থাকে। বর্তমানে সমিতি বেশির ভাগই এমন কাজে যুক্ত যাতে কর্মঠ, দক্ষ যুবকদের সাথে কাজ করার জন্য অভিজ্ঞ ব্যক্তিদের প্রয়োজন যাতে করে ‘গুরু শিষ্য সকলকে’ প্রশিক্ষণ দেওয়া যেতে পারে।—১ বংশা. ২৫:৮.

২০ বর্তমানে বেশির ভাগ কাজের জন্য এইধরনের ব্যক্তিদের প্রয়োজন হয় যাদের পটভূমিকা হল ইলেকট্রনিকস্‌ অথবা যারা কমপিউটার প্রোগ্রামিং-এ অভিজ্ঞ। সমিতির আক্ষরিকভাবে প্রচুর ফটোকপি মেশিন, লেজার প্রিন্টারস্‌ এবং পারসন্যাল কমপিউটার আছে যেগুলির রক্ষণাবেক্ষণের প্রয়োজন। তাই যারা বিভিন্ন প্রকল্প শিল্পে, যেমন ইঞ্জিনিয়ারিং, প্লাম্বিং, ইলেকট্রিক্যাল এবং এয়ার-কাণ্ডিশন্‌-এ দক্ষ তাদের ব্যবহার করা যেতে পারে। হিসাবনিকাশের পটভূমিকায় অভিজ্ঞ পরিপক্ব ভাইয়েরা, বিশেষকরে যাদের হয়ত এই বিষয়ে সার্টিফিকেট আছে, তারা সাহায্যকারী হতে পারেন। খরচ বাঁচানোর জন্য সমিতির নিজস্ব গাড়ি রয়েছে যা যাতায়াতে ও সাহিত্যাদি পাঠানোর কাজে ব্যবহৃত হয়। সেইজন্য, অভিজ্ঞ চালক ও মেকানিকের প্রয়োজন আছে।

২১ আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন উৎসর্গীকৃত অবিবাহিত ভাইয়েদের ও যাদের বিশেষ দক্ষতা আছে তাদের মধ্যে হয়ত কিছু বিবাহিত হতে পারে। আপনি হয়ত জেলা সম্মেলনে বেথেল পরিচর্যার জন্য যারা আগ্রহী তাদের জন্য অনুষ্ঠিত বিশেষ সভায় বেথেল আবেদনপত্র গ্রহণ করতে অথবা হয়ত Watch Tower Society, Post Bag 10, Lonavla, MAH 410 401. এই ঠিকানায় লিখতে পারেন। যদি আপনি বিবাহিত হন, মনে রাখবেন যে আপনার সাথীকেও আধ্যাত্মিভাবে, মানসিকভাবে ও শারীরিকভাবে বেথেল পরিচর্যার জন্য যোগ্য হতে হবে। পূর্বে উল্লেখিত কোন একটি ক্ষেত্রে যদি আপনার প্রশিক্ষণ ও অভিজ্ঞতা থাকে, তাহলে অনুগ্রহ করে সেই সম্বন্ধে সংক্ষেপে লিখুন ও আপনার বেথেল আবেদনপত্রে তা অন্তর্ভুক্ত করুন।

২২ আপনি কি জরুরি ডাকে সাড়া দিতে পারেন? বেথেল স্বেচ্ছাসেবকের জন্য জরুরি প্রয়োজন রয়েছে। বেথেল পরিচর্যার জন্য প্রয়োজনীয়তাগুলি যদি আপনার থাকে তাহলে এই জরুরি ডাকে সাড়া দিতে একটি বেথেল আবেদনপত্র দাখিল করতে আমরা আপনাকে দৃঢ়ভাবে উৎসাহ দিই। যদি আপনাকে তৎক্ষণাৎ ডাকা না হয় নিরুৎসাহিত হবেন না। আপনি আপনার আবেদনপত্র বছরে পুনর্নবিকরণ করতে পারেন। এটি আপনার গ্রহণসাধ্যতা সম্বন্ধে আমাদের কাছে সম্প্রতি তথ্য প্রদান করে।

২৩ ভাববাদী যিশাইয়ের কথা শুনে যিহোবা জিজ্ঞাসা করেছিলেন: “আমি কাহাকে পাঠাইব? আমার পক্ষে কে যাইবে?” কোনরকম ইতস্তত না করে যিশাইয় উত্তর দিয়েছিলেন: “এই আমি, আমাকে পাঠাও।” এইভাবে, যিশাইয় ঈশ্বরের ভাববাদী হিসাবে এক উল্লেখযোগ্য পেশায় নিযুক্ত হয়েছিলেন। আপনি কি বলতে পারেন, “এই আমি, আমাকে পাঠাও”? যদি আপনাকে “ঈশ্বরের গৃহ,” বেথেলে পরিচর্যা করার জন্য ডাকা হয়, তাহলে আপনার জন্য অনেক আশীর্বাদ অপেক্ষা করছে।—যিশা. ৬:৮.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার