কম্পিউটার প্রযুক্তিবিদ্যার প্রতি ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি বজায় রাখা
১ প্রথম শতাব্দীতে প্রেরিত পৌল খ্রীষ্টানদের বিক্ষিপ্তচিত্ত না হতে উৎসাহিত করেন কারণ “সময় সঙ্কুচিত।” (১ করি. ৭:২৯) যেহেতু এই বিধিব্যবস্থার শেষ সন্নিকট, তাই এটি কত জরুরী ‘রাজ্য ও ঈশ্বরের ধার্ম্মিকতাকে প্রথম স্থান দেওয়া’ এবং ‘সুযোগ কিনে নেওয়া’! সময় খুব মুল্যবান।—মথি ৬:৩৩; ইফি. ৫:১৫, ১৬.
২ প্রযুক্তিবিদ্যা বিরাট সময় রক্ষক হিসাবে সুপরিচিত। উদাহরণস্বরূপ, কম্পিউটারের একটি বোতাম টিপলেই ব্যবহারকারী কয়েক মুহূর্তে প্রচুর পরিমাণ তথ্য পেতে পারেন। কম্পিউটার প্রায়ই মুহূর্তে কোন কাজ করতে পারে যা অন্য উপায়ে করলে কিছু ঘন্টা বা সপ্তাহ লেগে যাবে। যখন সঠিকভাবে ব্যবহৃত হয় তখন এটি একটি সাহায্যকারী হাতিয়ারে পরিণত হয়।
৩ এটি কি প্রকৃতই সময় বাঁচায়?: অপরদিকে, এই প্রযুক্তিবিদ্যা ব্যবহারকারীর কাছে বিনা মূল্যে আসে না—অর্থ এবং সময় উভয়ের পরিপ্রেক্ষিতে। কিছু কাজ করার জন্য কিভাবে কম্পিউটার তৈরি করতে হয় তা শেখার জন্য সময়ের প্রয়োজন। যাইহোক, এক ব্যক্তি যিনি প্রযুক্তির প্রতি আসক্ত হন তিনি এর জন্য সময় ব্যয় করতে পারেন যা ভাল কাজে ব্যবহার করা যেত। “জ্ঞানবানের ন্যায় চল, সুযোগ কিনিয়া লও,” প্রেরিত পৌলের এই পরামর্শের সাথে যুক্ত নীতির কথা মনে রেখে আমাদের ভারসাম্যপূর্ণ মনোভাব রাখা দরকার।—দেখুন ১ করিন্থীয় ৭:৩১.
৪ কিছু সংখ্যক সৎ-উদ্দেশ্য সম্পন্ন ব্যক্তি মণ্ডলীর রেকর্ড রাখার জন্য কম্পিউটার প্রোগ্রাম তৈরি করেছেন। এটি অবশ্য ব্যক্তিগত সিদ্ধান্ত কিভাবে একজন তার কম্পিউটার ব্যবহার করবেন। কিন্তু মণ্ডলীর রেকর্ড যার জন্য ফর্ম সরবরাহ করা হয় তা কম্পিউটার-এ রাখা উচিত নয়, যেহেতু ছোটরা ও অন্যান্য অনধিকারী ব্যক্তিরা ব্যবহার করতে পারে। মণ্ডলীর সমস্ত রেকর্ড—হিসাবের রেকর্ড, মণ্ডলীর প্রকাশক রেকর্ড কার্ড এবং এইরকম আরও অনেক কিছু—সংগঠন যে ফর্ম দেয় তাতে রাখা উচিত এবং মণ্ডলীর এই ফর্মের তথ্যগুলি কম্পিউটারে সংরক্ষিত করা উচিত হবে না। এইভাবে মণ্ডলীর গোপন রেকর্ড রক্ষা করা সম্ভব হবে।
৫ ঐশিক পরিচর্যা বিদ্যালয় ও পরিচর্যা সভার জন্য সূচী তৈরি করতে দায়িত্বশীল অধ্যক্ষেরা সিদ্ধান্ত নেবেন। তাদের মনে রাখা প্রয়োজন একটি নির্দিষ্ট অংশ হিসাবে বিষয়বস্তুটি সম্পূর্ণ হবে। উদাহরণস্বরূপ, বিদ্যালয়ে কিছু বিষয় যে কোন জনকে পরিচালনার জন্য দেওয়া তা হয়ত উপযুক্ত হবে না। উপস্থাপনার উদ্দেশ্য এবং তার সাথে ব্যক্তির যোগ্যতা ও বিষয়বস্তুর প্রকৃতি বিবেচনা করা উচিত। তা স্থির করার জন্য কম্পিউটারের উপর ছেড়ে দেওয়া উচিত নয়।
৬ মণ্ডলীর সভায় কোন ভাই তার অংশ তৈরি করবার জন্য অন্যের উপর নির্ভর করবেন না। একজন ভাইয়ের কম্পিউটার আছে এবং তিনি তার সাহায্যে গবেষণা ও টাইপ করেন খুব তাড়াতাড়ি ও পরিষ্কারভাবে, তাই অন্যদের তাদের নিজস্ব বক্তৃতা তৈরি করতে সময় ও প্রচেষ্টাকে এড়ানোর জন্য, তাদের বক্তৃতাগুলি সেই ভাইকে তৈরি করে দিতে অনুরোধ করা উচিত নয়। দায়িত্বশীল খ্রীষ্টানেরা বাইবেল বক্তৃতা বা সভার অংশ তৈরি করার বিষয়টি মেনে নেবেন না ও মণ্ডলী বা অন্য মণ্ডলীর সদস্যদের কাছে নিজেকে সহজসাধ্য করে তুলবেন না। যাইহোক, কম্পিউটার ও সংগঠনের ওয়াচটাওয়ার লাইব্রেরী সি ডি-রম মুল্যবান যন্ত্র সীমিত সময়ে ফলপ্রসূ গবেষণা করার ক্ষেত্রে উপযুক্ত।—সচেতন থাক! (ইংরাজি) ১৯৯৪ সালের ২২শে এপ্রিল ২৩ পৃষ্ঠার বক্সটি দেখুন।
৭ কম্পিউটার প্রোগ্রাম, তালিকা ও অন্যান্য সম্পর্কিত তথ্যাদি পুনরুৎপাদন ও ভাইয়েদের মধ্যে ভাগ করা এবং পরিচর্যা সভা ও ঐশিক পরিচর্যা বিদ্যালয়ের অংশগুলি ইলেকট্রনিক বা অন্য উপায়ে তৈরি ও ভাগ করার সময় এটি ভাইয়েদের জন্য সাধারণত ভালো যে তাদের নিজস্ব বিষয়বস্তু তৈরি করা স্থানীয় উপকারকে স্মরণে রেখে। (১ তীম. ৪:১৩, ১৫) আর কোনভাবেই মণ্ডলী সংক্রান্ত বিষয় আর্থিক লাভের জন্য অপব্যবহৃত হবে না।
৮ মণ্ডলীর প্রহরীদুর্গ বা বুকস্টাডিতে ব্যবহৃত শাস্ত্রপদের কমপিউটার প্রিন্টআউট বিতরণ সম্পর্কে কী বলা যায়? প্রকাশকদের জন্য এটি ভাল হবে ব্যক্তিগত নোট তৈরি করা ও বাইবেল বা যে প্রকাশনা অধ্যয়ন হচ্ছে তাতে চিহ্নিত করে রাখা। সভায় শাস্ত্রপদের জন্য প্রিন্টআউট ব্যবহার করা বাইবেলে পদ খোঁজাকে নিরুৎসাহিত করে। বাইবেল অধ্যয়নের সময় পদ খোঁজা প্রশিক্ষণ গ্রহণ করা বোঝায়, যা ক্ষেত্র পরিচর্যায় বাইবেল ব্যবহারে দক্ষ করে। অধিকাংশ ক্ষেত্রে ও বিশেষত বড় উদ্ধৃতির সময় সরাসরি বাইবেল থেকে পড়া বেশি ফলপ্রসূ, নির্দিষ্টভাবে যখন শ্রোতাদের অনুসরণ করতে উৎসাহিত করা হয়।
৯ অন্যান্য গুরুতর বিপদ: ১৯৯৩ সালের ১লা আগস্টের প্রহরীদুর্গ এর ১৭ পৃষ্ঠা, মন্তব্য করে যে কমপিউটারকে নেটওয়ার্কের সাথে সংযুক্ত করলে তা হয়ত গভীর আধ্যাত্মিক বিপদ নিয়ে আসতে পারে। ঠিক যেমন এক দুষ্ট ব্যক্তি নেটওয়ার্কের সাহায্যে ভাইরাস পাঠাতে পারে—একটি প্রোগ্রাম যা কমপিউটারের ফাইল খারাপ বা নষ্ট করে দিতে পারে—ধর্মভ্রষ্টেরা, পাদরিবর্গ এবং সেইসব ব্যক্তি যারা নৈতিক এবং অন্যান্য দিক দিয়ে লোকেদের খারাপ করতে চায় তারা স্বাচ্ছন্দ্যে তাদের বিষতুল্য ধারণাগুলি এই নেটওয়ার্কের সাহায্যে পাঠাতে পারে। এইগুলি একজন খ্রীষ্টীয় ব্যক্তি যে এই মাধ্যমটি ব্যবহার করে তাকে “কুসংসর্গ” এর সম্মুখীন করাতে পারে। (১ করি. ১৫:৩৩) সমিতি রিপোর্ট পেয়েছে যে কমপিউটার নেটওয়ার্কগুলি শুধুমাত্র আধ্যাত্মিক বিষয়গুলি সম্বন্ধে অনুমান করা নয় কিন্তু খারাপ উপদেশ দেয়, গুজব ছড়ায় এবং ভুল তথ্য সরবরাহ করে, নেতিবাচক ধারণাগুলি উদ্ভব করে, প্রশ্ন এবং সন্দেহ উত্থাপন করে যা একজন ব্যক্তিকে তার বিশ্বাস থেকে সরিয়ে নিয়ে যায় এবং এগুলি বাইবেলের ব্যক্তিগত ব্যাখ্যাও দিয়ে থাকে। ধর্মভ্রষ্ট এবং পাদরিদের সাহিত্যাদি এবং পত্রিকা ঠিক একই করে। আপাতদৃষ্টিতে দেখতে গেলে মনে হয় যে, কিছু তথ্য হয়ত আগ্রহজনক এবং উপকারী হতে পারে কিন্তু তা হয়ত বিষতুল্য উপাদানগুলির দ্বারা সংমিশ্রিত হতে পারে। খ্রীষ্টানেরা “বিশ্বস্ত ও বুদ্ধিমান দাস” এর কাছে সময়োপযোগী আধ্যাত্মিক খাদ্য এবং সংশোধনের জন্য যায়। (প্রহরীদুর্গ (ইংরাজি) জুলাই ১, ১৯৯৪, পৃষ্ঠা ৯-১১ দেখুন।) একজন খ্রীষ্টানের তার বিশ্বাসকে কোন কলুষিত প্রভাবগুলি থেকে রক্ষা করার গুরুতর দায়িত্ব রয়েছে এবং তার সঙ্গে কার সাথে সে মেলামেশা করছে তা জানা উচিত।—মথি ২৪:৪৫-৪৭; ২ যোহন ১০, ১১.
১০ সেই একই প্রহরীদুর্গ এর প্রবন্ধটি সর্বস্বত্ব আইনের গুরুত্ব সম্বন্ধে জোর দেয়। বেশির ভাগ কোম্পানি যারা কম্পিউটার প্রোগ্রামগুলি তৈরি করে এবং বিক্রি করে তা সর্বস্বত্ব সহ এবং তারা অনুমতিপত্র দেয় যা ব্যাখ্যা করে যে কিভাবে এই প্রোগ্রামগুলি বৈধভাবে ব্যবহৃত করা যেতে পারে। অনুমতিপত্র সাধারণত এই বলে থাকে যে ক্রয়কর্তা এই প্রোগ্রামের নকল করে অন্যদের দিতে পারে না; প্রকৃতপক্ষে আন্তর্জাতিক সর্বস্বত্ব আইন তা করতে অবৈধ করে দেয়। অনেক লোভী ব্যক্তিরা নিয়ম ভাঙতে দ্বিধাবোধ করে না। খ্রীষ্টানেরা কিন্তু আইনের বিষয়ে অর্থাৎ কৈসরের যা তা কৈসরকে দিতে সচেতন থাকবে।—মথি ২২:২১; রোমীয় ১৩:১.
১১ প্রযুক্তিবিদ্যার প্রয়োগের মূল্য তা ব্যবহারে যে সম্ভাব্য বিপদগুলি আসতে পারে তার মূল্যায়ন করা উচিত। ঠিক যেমন টেলিভিশন উত্তম উদ্দেশ্যে ব্যবহৃত করা যেতে পারে, যে অপ্রীতিকর প্রভাব এর ফলে মানবজাতির উপর আসছে তা এমনকি জাগতিক লোকেদের গভীর উদ্বিগ্নতা প্রকাশ করতে প্ররোচিত করেছে। কমপিউটার নেটওয়ার্কগুলি জগদ্ব্যাপী ছড়িয়ে আছে এবং তা অপরিমিত মূল্যবান তথ্য ঘরে এবং কার্যক্ষেত্রে নিয়ে আসতে পারে। ব্যবসায়ী এবং সংগঠনগুলি এবং সাথে সাথে ব্যক্তিবিশেষদের অতিপ্রয়োজনীয় কাজকর্মগুলি দেয় যাদের এই দ্রুতপরিবর্তনশীল সমাজে ব্যক্তিগত বা ব্যবসা সংক্রান্ত বিষয়গুলির সাথে সমান তালে চলতে হয়। ঠিক একই সাথে, কমপিউটার নেটওয়ার্কগুলি অশ্লীল রচনা, বিভক্তকারী বিদ্বেষের সম্প্রসারণ এবং কিভাবে নোংরা এবং দুষ্টাচারণ করা যেতে পারে সেই বিষয়ে তথ্য, এই সম্বন্ধীয় সমস্যা দ্বারা পীড়িত।
১২ তাই, অনেক কারণ রয়েছে কেন একজন খ্রীষ্টানকে কমপিউটার প্রযুক্তিবিদ্যা সম্বন্ধে ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি রাখতে হবে। অনেক ব্যক্তি নতুন জগৎ অনুবাদ (ইংরাজি), অন্তর্দৃষ্টি (ইংরাজি) খণ্ডগুলি এবং গেটভার্স প্রোগ্রাম যা সমিতি কমপিউটার ডিসকেটে প্রাপ্তলভ্য করেছে তা উপভোগ করছে। যদিও সমিতি এখনও ভারতে বিতরণ করছে না কিন্তু অন্যেরা ব্যক্তিগতভাবে ওয়াচটাওয়ার লাইব্রেরী সি ডি-রম বিদেশ থেকে পেয়েছে যার মধ্যে রয়েছে অনুসন্ধান করার আরও ক্ষমতা। যদিও এই বিশেষ প্রযুক্তিবিদ্যার মূল্য আমরা স্বীকার করি, একজন ব্যক্তি যে হয়ত কার্যকারী উদ্দেশ্যে এই অত্যাধুনিক প্রযুক্তিবিদ্যাকে ব্যবহার করে তাকে নিজেকে এবং অন্যদের এর নেতিবাচক দিকগুলি থেকেও সতর্ক থাকতে হবে। আমাদের ভারসাম্য বজায় রাখতে হবে যাতে করে এমনকি প্রযুক্তিবিদ্যার নিরাপদ ব্যবহার আমাদের উৎসর্গীকৃত সময়ের অনেকখানি নিয়ে না নেয় অথবা আমাদের মুখ্য কাজ এবং লক্ষ্য থেকে বিক্ষিপ্ত না করে।—মথি ৬:২২; ২৮:১৯, ২০.