আমাদের মণ্ডলীর প্রয়োজন
১ কোরহের সন্তানেরা এক সময়ে যিহোবার মণ্ডলীর জন্য তাদের উপলব্ধি এইভাবে ব্যক্ত করেছিল: “তোমার প্রাঙ্গণে একদিনও সহস্র দিন অপেক্ষা উত্তম।” (গীত. ৮৪:১০) তুলনামূলকরূপে জগৎ তাদের কিছুই দিতে পারেনি। যদি আপনি সেই অনুভূতিগুলির অংশী হন, আপনার উচিত মণ্ডলীকে আপনার জীবনের মুখ্য বিষয় করা।
২ এর সূচনা থেকেই, খ্রীষ্টীয় মণ্ডলী প্রদর্শন করে এসেছে যে এতে যিহোবার আশীর্বাদ রয়েছে। (প্রেরিত ১৬:৪, ৫) আমাদের কারও মণ্ডলীর প্রতি অকৃতজ্ঞ হওয়া অথবা এটি শুধুমাত্র আমাদের দৈহিকভাবে একত্রে আনার একটি মাধ্যম এরূপ মনে করা উচিত নয়। প্রতিটি সমাজে যিহোবার সাক্ষীদের জন্য মণ্ডলী হল উৎসাহ ও শক্তি পাওয়ার স্থান। এটি একতাবদ্ধ সাহচর্য দান করে থাকে যাতে করে আমরা যিহোবার দ্বারা শিক্ষিত ও রাজ্যের কাজের জন্য সংগঠিত হতে পারি।—যিশা. ২:২.
৩ আমাদের সত্য শিক্ষা দেওয়ার জন্য খ্রীষ্টীয় মণ্ডলী হল একটি প্রাথমিক মাধ্যম। (১ তীম. ৩:১৫) যীশুর অনুগামীদের অবশ্যই ঈশ্বরের সাথে, খ্রীষ্টের সাথে এবং একে অপরের সাথে ঐক্যে “এক” হতে হবে। (যোহন ১৭:২০, ২১; তুলনা করুন যিশাইয় ৫৪:১৩.) জগতের যেখানেই আমরা যাই না কেন, আমাদের ভাইয়েরা বাইবেলের শিক্ষা ও নীতিগুলিকে বিশ্বাস করে এবং সেগুলির সাথে মিল রেখে তারা নিজেদের পরিচালনা করে।
৪ শিষ্যকরণের কাজে আমাদের দায়িত্ব পরিপূর্ণ করার জন্য আমরা প্রশিক্ষণপ্রাপ্ত ও সজ্জীভূত হই। শাস্ত্রীয় আলোচনার শুরু করার কাজে আমাদের সাহায্য করতে প্রতি মাসে প্রহরীদুর্গ, সচেতন থাক! এবং আমাদের রাজ্যের পরিচর্য্যা সাহায্যকারী তথ্য যুগিয়ে থাকে। কিভাবে আগ্রহ খুঁজে পেতে ও জাগিয়ে তুলতে হয় আমাদের তা দেখাতে সভাগুলি প্রস্তুত করা হয়। জগদ্ব্যাপী যে বৃদ্ধি আমরা দেখতে পাই তা প্রমাণ করে যে এই কাজে আমাদের স্বর্গীয় সমর্থন আছে।—মথি ২৮:১৮-২০.
৫ ‘প্রেম ও সৎক্রিয়ার সম্বন্ধে আমাদের উদ্দীপিত করে তুলতে’ আমরা মণ্ডলীর মাধ্যমে প্রতিদিন উৎসাহ পেয়ে থাকি। (ইব্রীয় ১০:২৪, ২৫) বিশ্বস্ততার সাথে পরীক্ষাগুলি সহ্য করতে আমরা বলশালী হই। চাপ ও উদ্বিগ্নতাগুলির সাথে মোকাবিলা করতে প্রেমময় অধ্যক্ষেরা আমাদের সাহায্য করেন। (উপ. ৪:৯-১২) বিপথে যাওয়ার বিপদের মধ্যে যখন আমরা থাকি, তখন আমাদের প্রয়োজনীয় উপদেশ দেওয়া হয়। এইধরনের প্রেমময় যত্ন অন্য কোন্ সংগঠন যুগিয়ে থাকে?—১ থিষল. ৫:১৪.
৬ আমাদের একতা বজায় রাখতে আমরা যেন তাঁর সংগঠনের সাথে ঘনিষ্ঠ থাকি এটি হল যিহোবার ইচ্ছা। (যোহন ১০:১৬) আমাদের উৎসাহের জন্য ভ্রমণ অধ্যক্ষদের পাঠানোর দ্বারা একটি উপায়ে মণ্ডলী আমাদের বিশ্বস্ত দাসশ্রেণীর সাথে সম্পর্ক বজায় রাখতে সাহায্য করে। প্রেমপূর্ণ নির্দেশনার প্রতি আমাদের সাড়া দান আমাদের একত্রে ঘনিষ্ঠতায় নিয়ে আসে যা আমাদের আধ্যাত্মিকভাবে দৃঢ় থাকতে সাহায্য করে।
৭ আমাদের আধ্যত্মিকভাবে বেঁচে থাকার জন্য মণ্ডলী হল অত্যাবশ্যকীয়। এর থেকে বিচ্ছিন্ন থেকে গ্রহণযোগ্যরূপে যিহোবার সেবা করা অসম্ভব হবে। তাই আসুন, যিহোবা যা যুগিয়েছেন তাতে ঘনিষ্ঠ থাকি। এর লক্ষ্যগুলির সাথে মিল রেখে আমরা যেন কাজ করি এবং সেখানে যে উপদেশ আমরা পাই তা যেন আন্তরিকতার সাথে প্রয়োগ করি। এটিই হল একমাত্র উপায় যার দ্বারা আমরা দেখাতে পারি আমাদের কাছে মণ্ডলীর মূল্য কতটা।—গীত. ২৭:৪.