সাহসের সাথে কথা বলুন
১ সাম্প্রতিক বছরগুলিতে কোন কোন এলাকার প্রকাশকেরা দেখেছেন যে কথা বলার জন্য লোকেদের ঘরে পাওয়া ক্রমশই কঠিন হয়ে উঠছে। অনেকেই রিপোর্ট করেন যে তাদের এলাকায় গৃহ থেকে গৃহে পরিচর্যার সময় ৫০ শতাংশেরও বেশি লোকেদের ঘরে পাওয়া যায় না। ফলে, এই কাজে অতিবাহিত অনেক সময় হয় ফলপ্রসূহীন।
২ কিছু বছর আগেও রবিবারে যেটি সাধারণত ছুটির দিন বলে বিবেচিত হত, অনেক লোকেদের ঘরে পাওয়া যেত। প্রথার পরিবর্তন হয়েছে। জাগতিক কর্মস্হলে কাজ করা, পরিবারের প্রয়োজনগুলির প্রতি যত্ন নেওয়া যেমন বাজার করা অথবা আমোদপ্রমোদে অংশ নেওয়া যেগুলি তাদের ঘরে না থাকার একটা কারণ হয়ে দাঁড়ায় তা আজকে লোকেদের জন্য স্বাভাবিক। সেইজন্য এমনকি রবিবারেও গৃহ থেকে গৃহে পরিচর্যায় লোকেদের সাথে যোগাযোগ করা একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
৩ যখন লোকেরা ঘরে থাকে না, তখন এটি সুস্পষ্টভাবে বোঝায় যে তারা অন্য কোথাও আছে। যেহেতু আমাদের লক্ষ্য লোকেদের সাথে কথা বলা, তাই যাদের সাথে আমাদের সাক্ষাৎ হয় তাদের সাথে কথা বলি না কেন—যেমন রাস্তায়, বাজারে অথবা কর্মস্থলে। এটি ছিল পৌলের রীতি “যাহাদের সঙ্গে দেখা হইত” তাদের কাছে সাক্ষ্য দেওয়ার জন্য এগিয়ে যাওয়া। (প্রেরিত ১৭:১৭) এটি সেই সময়ে সাক্ষ্যদানের একটি ফলপ্রসূ পদ্ধতি হিসাবে প্রমাণিত হয়েছিল এবং আমাদের দিনেও এটি একটি ফলপ্রসূ সাক্ষ্যদানের পদ্ধতি।
৪ যখন আমরা গৃহ থেকে গৃহে যাই সাধারণত আমরা দেখি লোকেরা হাঁটাচলা করছে অথবা হয়ত কারও জন্য অপেক্ষা করছে। একটি সুন্দর দিনে, তারা হয়ত পার্কের বেঞ্চে বসে থাকতে পারে অথবা তাদের গাড়ি মেরামত কিম্বা পরিষ্কার করতে পারে। কথোপকথন শুরু করার জন্য প্রতিবেশীসুলভ হাসি ও বন্ধুত্বপূর্ণ সম্ভাষণ যথেষ্ট হতে পারে। যদি তারা আমাদের পাশাপাশি বাস করেন, তাহলে আমরা এমনকি উল্লেখ করতে পারি যে সম্ভবত আমরা তাদের ঘরে পায়নি আর এখন তাদের সাথে কথা বলার এই সুযোগ পাওয়ার জন্য আমরা খুশি। একটু সাহসী হয়ে নিজে থেকে এগিয়ে গিয়ে অনেকে পুরস্কারযুক্ত অভিজ্ঞতাগুলি উপভোগ করেছেন।
৫ সাহসিকতা ফল উৎপন্ন করে: এক ভাই বর্ণনা করেন যে তিনি যারা দাঁড়িয়ে আছেন, বাসের জন্য অপেক্ষা করছেন, ব্যস্তহীনভাবে ঘুরে বেড়াচ্ছেন অথবা তাদের গাড়িতে বসে আছেন এই রকম লোকেদের কাছে এগিয়ে যেতেন। উষ্ণ হাসি ও সুমিষ্ট কণ্ঠে তিনি একজন বন্ধুত্বপূর্ণ প্রতিবেশীর মত আচরণ করতেন যিনি শুধুমাত্র তাদের সঙ্গে দেখা করতে চান। এইভাবে তিনি যে কেবলমাত্র অনেক সাহিত্যাদিই অর্পণ করেছেন তাই নয় কিন্তু তিনি কিছু বাইবেল অধ্যয়নও শুরু করতে পেরেছেন।
৬ অপর এক ভাই ও তার স্ত্রী, ঘরে ঘরে সাক্ষাতের সময় একজন মহিলার সাথে তাদের দেখা হয় যিনি মুদির দোকান থেকে কেনাকাটার একটি বড় থলি নিয়ে হাঁটছিলেন। পরিবারের প্রয়োজনগুলি দেখাশোনা করতে তার পরিশ্রমের প্রশংসা করে তারা কথোপকথন শুরু করেন। “কিন্তু কে” তারা জিজ্ঞাসা করেন, “মানবজাতির প্রয়োজনগুলি সরবরাহ করতে পারেন?” এটি মহিলাটির আগ্রহকে জাগিয়ে তোলে। একটি সংক্ষিপ্ত কথোপকথনের ফলে তারা ওই ভদ্রমহিলার ঘরে আমন্ত্রিত হন, যেখানে একটি বাইবেল অধ্যয়ন শুরু হয়।
৭ সুতরাং এরপর যখন আপনি ঘরে ঘরে সাক্ষ্যদান করবেন, সেটি রবিবার বা সপ্তাহের অন্য যে কোন দিনই হোক না কেন ও আপনি যদি দেখেন লোকেরা ঘরে নেই তখন একটু সাহস সঞ্চয় করে লোকেদের সাথে কথা বলুন না কেন যাদের সাথে আপনার সাক্ষাৎ হয়—রাস্তায় অথবা অন্য কোথাও? (১ থিষল. ২:২) আপনার পরিচর্যা হয়ত আরও ফলপ্রসূ হবে এবং আপনার পরিচর্যায় আপনি অভূতপূর্ব আনন্দ অভিজ্ঞতা করবেন।