‘তত্ত্বজ্ঞানে বর্দ্ধিষ্ণু হতে থাকুন’
ঈশ্বর সম্বন্ধীয় যথার্থ জ্ঞান অনন্ত জীবনে পরিচালিত করে। (যোহন ১৭:৩) যিহোবা সম্বন্ধে সঠিক জ্ঞান বৃদ্ধি করার জন্য যতটা আমরা করতে পারি তা আমাদের করা উচিত। (কল. ১:৯, ১০) এপ্রিল ২৯ থেকে শুরু করে আমরা মণ্ডলীর বুকস্টাডিতে জ্ঞান যা অনন্ত জীবনে পরিচালিত করে বইটি অধ্যয়ন করব। এতে কেবলমাত্র যে আমাদের ঈশ্বরের বাক্য সম্বন্ধে নিজস্ব বোধগম্যতা বৃদ্ধি পাবে তাই নয়, কিন্তু আমরা এই বিষয়ে অন্যদের শিক্ষাদান করার ক্ষেত্রে অধিকতর সুসজ্জিত হতে পারব। আপনি ও আপনার পরিবার আশীর্বাদযুক্ত হবেন যদি আপনারা পূর্ব প্রস্তুতি করেন, প্রত্যেক সপ্তাহে উপস্থিত হন ও অংশগ্রহণ করেন এবং পরিচর্যায় সেই তথ্য প্রয়োগ করেন।