ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৬/৯৬ পৃষ্ঠা ১
  • তাদের বিশ্বাসকে অনুকরণ করুন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • তাদের বিশ্বাসকে অনুকরণ করুন
  • ১৯৯৬ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • যিহোবার প্রতিজ্ঞায় বিশ্বাস করে চলুন
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (অধ্যয়ন)—২০১৬
  • “আমাদের বিশ্বাসের বৃদ্ধি করুন”
    ২০১৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • বিশ্বাস​—যে-গুণটা আমাদের শক্তিশালী হতে সাহায্য করে
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (অধ্যয়ন)—২০১৯
  • আপনি কি সত্যিই সুসমাচারে বিশ্বাস করেন?
    ২০০৩ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
১৯৯৬ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৬/৯৬ পৃষ্ঠা ১

তাদের বিশ্বাসকে অনুকরণ করুন

১ প্রেরিত পৌল বিশ্বাসকে এইভাবে ব্যাখ্যা করেন “প্রত্যাশিত বিষয়ের নিশ্চয়জ্ঞান, অদৃশ্য বিষয়ের প্রমাণপ্রাপ্তি।” তিনি আরও বলেন যে “বিনা বিশ্বাসে [ঈশ্বরের] প্রীতির পাত্র হওয়া কাহারও সাধ্য নয়।” (ইব্রীয় ১১:১, ৬) পৌল আমাদের উৎসাহ দেন বিশ্বাসের অনুশীলন করতে, এর দ্বারা উপচিয়ে পড়তে এবং এর অনুধাবন করতে।-----২ করি. ৪:১৩; কল. ২:৭; ২ তীম. ২:২২.

২ বাইবেলে বিশ্বাসের অনেক অসাধারণ উদাহরণের কথা বলা আছে। ইব্রীয় ১১ অধ্যায়ে, পৌল সেই সব সাক্ষীদের এক দীর্ঘ তালিকা দেন যারা অটল বিশ্বাসের পরিচয় দিয়েছিলেন। এর মধ্যে অন্তর্ভুক্ত হলেন হেবল যিনি প্রথম ব্যক্তি যিনি তার বিশ্বাসের জন্য শহীদ হয়েছিলেন। নোহও তালিকার মধ্যে ছিলেন যিনি তার বিশ্বাসের দ্বারা ঈশ্বরীয় ভয় প্রদর্শন করেছিলেন যা তার পরিবারকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় ছিল। অব্রাহামকে তার বিশ্বাস ও বাধ্যতার জন্য প্রশংসা করা হয়। মোশিকেও প্রশংসা করা হয় কারণ তিনি তার বিশ্বাসের সাহায্যে যিনি অদৃশ্য তাঁকে যেন দেখেই স্থির থাকলেন। উদাহরণের এই তালিকা এতই দীর্ঘ ছিল যে পৌল বলেন, তিনি যদি সব কিছুর বিবরণ দিতে যান তাহলে সময়ের অকুলান হবে। আমরা কতই না কৃতজ্ঞ যে তাদের ‘পবিত্র আচার ব্যবহার ও ভক্তি’ সম্বন্ধে পুনরালোচনা করে আমরা আমাদের বিশ্বাসকে দৃঢ় করে তুলতে পারি!-----২ পিতর ৩:১১.

৩ প্রথম শতাব্দীতে, যীশু এই প্রশ্নটি করেছিলেন: “মনুষ্যপুত্ত্র যখন আসিবেন, তখন কি পৃথিবীতে বিশ্বাস পাইবেন?” (লূক ১৮:৮) তাহলে আজ, আমাদের মাঝে কি বিশ্বাসের কোন জীবন্ত উদাহরণ আছে? আমরা কি পুরুষ ও মহিলা, যুবক ও বৃদ্ধ উভয়কে দেখতে পাই যারা যিহোবার প্রতি অটল বিশ্বাস প্রদর্শন করছে ঠিক যেমন বাইবেলের সময় ঈশ্বরের লোকেরা করেছিল?

৪ আধুনিক-কালের বিশ্বাসের উদাহরণগুলি: আমাদের চারদিকে বিশ্বাসের অসাধারণ উদাহরণগুলি পাওয়া যায়! অধ্যক্ষেরা যারা আমাদের মধ্যে নেতৃত্ব নিচ্ছে তাদের বিশ্বাস অবশ্যই অনুকরণযোগ্য। (ইব্রীয় ১৩:৭) কিন্তু এরাই কেবল একমাত্র ব্যক্তিবিশেষেরা নয় যারা বিশ্বাসের ক্ষেত্রে আদর্শস্বরূপ। প্রত্যেকটি মণ্ডলীর সাথে যুক্ত আছে সেই সব বিশ্বস্ত ব্যক্তিরা যাদের যিহোবার পরিচর্যার ক্ষেত্রে বিশ্বস্ততার এক দীর্ঘ তালিকা রয়েছে যা তারা প্রায়ই খুবই কষ্টকর পরিস্থিতির মধ্যে দিয়ে সম্পন্ন করে এসেছে।

৫ আমাদের অবশ্যই উচিত বিশ্বস্ত বোনদের প্রশংসা করা যারা বছরের পর বছর ধরে বিরোধী স্বামীদের কাছ থেকে বাধা সহ্য করে এসেছে। একক পিতামাতাদের একাকী সন্তান প্রতিপালন করার প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হতে হয়েছে। এছাড়াও আমাদের মধ্যে আছে বয়স্কা বিধবারা যারা কখনও মণ্ডলীর কার্যকলাপ থেকে নিজেদের সরিয়ে রাখে না যদিও বা তাদের সাহায্য করার জন্য কোন পরিবার নেই। (তুলনা করুন লূক ২:৩৭.) দীর্ঘকালীন স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাগুলির প্রতি যারা ধৈর্য দেখিয়ে আসছে তাদের বিশ্বাসে আমরা বিস্মিত হই। অনেকে বিশ্বস্ততার সাথে সেবা করে আসছে যদিও কিছু সীমাবদ্ধতা তাদের বাধা দেয় পরিচর্যায় কোন অতিরিক্ত কার্যভারের সুযোগ পেতে। অল্পবয়সী সাক্ষীরাও আছে যারা সাহসের সাথে স্কুলের মধ্যে বিরোধিতা থাকা সত্ত্বেও বিশ্বাস প্রদর্শন করে আসছে। আমাদের ঈশ্বরীয় ভক্তি আরও দৃঢ় হয়ে ওঠে যখন আমরা বিশ্বস্ত অগ্রগামীদের দেখি বছরের পর বছর অপরিসীম সমস্যা সত্ত্বেও সহ্য দেখিয়ে আসছে। ঠিক পৌলের মতো আমাদেরও সময়ের অকুলান হবে যদি আমরা রাজ্যের পরিচর্যার সমস্ত অভিজ্ঞতাগুলি এবং এই ভাই ও বোনেদের দ্বারা সম্পাদিত বিশ্বাসের কাজগুলির বর্ণনা দিতে শুরু করি!

৬ এই বিশ্বস্ত ব্যক্তিদের উদাহরণগুলি আমাদের সান্ত্বনা ও উৎসাহ যোগায়। (১ থিষ. ৩:৭, ৮) আমরা তাদের বিশ্বাসকে অনুকরণ করলে ভাল করব কারণ “যাহারা বিশ্বস্ততায় চলে, তাহারা [যিহোবার] সন্তোষ-পাত্র।”-----হিতো. ১২:২২.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার