দিনের পর দিন আমাদের অঙ্গীকার পরিপূর্ণ করা
১ গীতরচক দায়ূদ যিহোবার উদ্দেশ্যে ঘোষণা করতে প্রণোদিত হয়েছিলেন: “তাহাতে আমি চিরকাল তোমার নামের প্রশংসা গাহিব, দিন দিন আপন মানত পূর্ণ করিব।” (গীত. ৬১:৮) দায়ূদ জানতেন যে অঙ্গীকার করা হল সম্পূর্ণরূপে ঐচ্ছিক বিষয়। কিন্তু, তিনি এও উপলব্ধি করেছিলেন যে যদি তিনি অঙ্গীকার করে থাকেন, তাহলে তা পরিপূর্ণ করতে তিনি বাধ্য ছিলেন। তৎসত্ত্বেও, দিনের পর দিন তার অঙ্গীকার পরিপূর্ণ করার সুযোগের জন্য তিনি যিহোবার প্রশংসা করেছিলেন।
২ যখন আমরা যিহোবার কাছে আমাদের উৎসর্গীকরণ করেছিলাম, আমরা স্বেচ্ছায় তাঁর ইচ্ছা পালন করতে অঙ্গীকার করেছিলাম। আমরা নিজেদের অস্বীকার করেছিলাম এবং যিহোবার পরিচর্যাকে আমাদের জীবনের মুখ্য অভীষ্ট করেছিলাম। (লূক ৯:২৩) সুতরাং, আমরাও অবশ্যই দিনের পর দিন আমাদের অঙ্গীকার পূর্ণ করব। (উপ. ৫:৪-৬) যেহেতু আমরা জানি যে “মুখে স্বীকার করে, পরিত্রাণের জন্য,” তাই জলে বাপ্তিস্মের সময়ে আমাদের জনসাধারণ্যে ঘোষণা অবশ্যই আমাদের সমগ্র জীবনধারায় প্রতিফলিত হবে। (রোমীয় ১০:১০) এর অন্তর্ভুক্ত হল সুসমাচার প্রচার করা। (ইব্রীয় ১৩:১৫) ব্যক্তিগত পরিস্থিতিগুলির অনেক পার্থক্য থাকতে পারে, কিন্তু আমরা সকলেই দিনের পর দিন অন্যদের সাথে সুসমাচার বন্টনের গুরুত্বের উপর বিশেষ মনোযোগ দিতে পারি।
৩ প্রতিদিন প্রচার করার জন্য সুযোগগুলি করে নিন: অন্য কারও সাথে সুসমাচার বন্টন করে নেওয়া হল এক আনন্দপূর্ণ অভিজ্ঞতা। প্রতিদিন এটি করার জন্য, আমাদের পরিস্থিতি যখনই অনুমতি দেয় প্রচার করার জন্য আমাদের সুযোগগুলি করে নিতে হবে। কর্মস্থলে অথবা বিদ্যালয়ে এবং প্রতিবেশী অথবা প্রতিদিন অন্যান্য যে সকল ব্যক্তিদের সম্মুখীন তারা হয়ে থাকে তাদের কাছে রীতিবহির্ভূত সাক্ষ্যদান করতে যারা নিজে থেকে এগিয়ে গেছে তারা বহু আনন্দের অভিজ্ঞতা উপভোগ করেছে। এমনকি চিঠি লেখা অথবা টেলিফোনের মাধ্যমে কথা বলা অন্যদের কাছে সাক্ষ্যদানের একটি মাধ্যম হতে পারে। এই সমস্ত মাধ্যমগুলির সুযোগ নেওয়া এবং সেইসাথে নিয়মিতভাবে গৃহ থেকে গৃহে সাক্ষ্যদানের জন্য সময় নির্ধারণ করা এবং পুনর্সাক্ষাৎ করা বিশেষ আনন্দের দিকে পরিচালিত করতে পারে যা গৃহ বাইবেল অধ্যয়ন পরিচালনা করা থেকে আসে। হ্যাঁ, প্রতিদিন আমরা হয়ত প্রচার করার জন্য সুযোগ সৃষ্টি করতে সমর্থ হতে পারি।
৪ একজন বোন তার কাজের অবকাশের সময়ে প্রতিদিন শাস্ত্র পরীক্ষা করা পড়তে শুরু করেন। তিনি এক সহকর্মীণীকে তার সাথে দিনের শাস্ত্রপদটি পড়তে আমন্ত্রণ জানান আর তা শীঘ্রই স্ত্রীলোকটির সাথে বাইবেল অধ্যয়ন করতে পরিচালিত করে। তারা সপ্তাহে পাঁচ দিন প্রতিদিন আধ ঘন্টা করে অধ্যয়ন করতেন। অন্য একটি সহকর্মী তাদের প্রতিদিনের অধ্যয়নটি লক্ষ্য করেন। তিনি পরিশেষে নিজেকে একজন নিষ্ক্রিয় ভাই বলে শনাক্ত করেন। বোনটির উদ্যমের দ্বারা প্রণোদিত হয়ে পুনরায় সক্রিয় হওয়ার জন্য তিনি একজন প্রাচীনের সাথে যোগাযোগ করেন। দিনের পর দিন তার অঙ্গীকার পরিপূর্ণ করতে সক্রিয়তা বজায় রাখার কারণে এই বোনটি অন্য দুই ব্যক্তির জীবন ইতিবাচক উপায়ে স্পর্শ করেছিলেন।
৫ যখন আমরা যিহোবা আমাদের জন্য যে সকল মঙ্গল কাজ করেছেন তার প্রতি উপলব্ধির দ্বারা উপচে পড়া হৃদয়ের দ্বারা প্রণোদিত হই, তখন যতটা সর্বোত্তমভাবে পারি প্রতিদিন আমাদের উৎসর্গীকরণের অঙ্গীকার পরিপূর্ণ করা আমাদের জন্য আনন্দ ও পরিতৃপ্তি আনবে। দায়ূদের মত আমরাও ঘোষণা করতে পারি: “হে প্রভু, আমার ঈশ্বর, আমি সর্ব্বান্তঃকরণে তোমার স্তব করিব, আমি চিরকাল তোমার নামের গৌরব করিব।”—গীত. ৮৬:১২.