ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৮/৯৬ পৃষ্ঠা ১
  • কে প্রচার করার জন্য যোগ্য?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • কে প্রচার করার জন্য যোগ্য?
  • ১৯৯৬ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • আমি কি সুসমাচার জানানোর ব্যাপারে যোগ্য?
    ২০১০ আমাদের রাজ্যের পরিচর্যা
  • ঈশ্বরের বাক্যের শিক্ষক হিসেবে সুসজ্জীভূত
    ২০০২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • কীভাবে সুসমাচার প্রচার করা হচ্ছে?
    চিরকাল জীবন উপভোগ করুন!—ঈশ্বরের কাছ থেকে শিখুন
  • সাক্ষ্য দাও
    আনন্দের সঙ্গে যিহোবার উদ্দেশে গান করুন
১৯৯৬ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৮/৯৬ পৃষ্ঠা ১

কে প্রচার করার জন্য যোগ্য?

১ যখন পরিচর্যার বিষয়টি আসে, আপনি কি কখনও মোশির মত মনে করেছেন? তিনি বলেছিলেন: “হায় প্রভু! আমি বাক্‌পটু নহি, ইহার পূর্ব্বেও ছিলাম না, বা এই দাসের সহিত তোমার আলাপ করিবার পরেও নহি।” (যাত্রা. ৪:১০) আপনি যদি ঐভাবে মনে করে থাকেন, তাহলে আপনি হয়ত বিরত হতে চাইবেন। কিন্তু, যীশু, “আদেশ করিলেন, যেন আমরা লোকদের কাছে প্রচার করি ও সাক্ষ্য দিই।” (প্রেরিত ১০:৪২) সুতরাং কিভাবে আমরা সুসমাচারের যোগ্য প্রচারক হতে পারি?

২ ব্যাপক জাগতিক শিক্ষা আমাদের পরিচর্যার জন্য যোগ্য করে না। পৌল বলেছিলেন যে, “মাংস অনুসারে জ্ঞানবান অনেক নাই” এবং “এই জগতের যে জ্ঞান, তাহা ঈশ্বরের নিকটে মূর্খতা।” (১ করি. ১:২৬; ৩:১৯) যীশু শ্রমজীবি শ্রেণীর মধ্য থেকে তাঁর প্রেরিতদের নির্বাচন করেছিলেন—অন্ততঃ ব্যবসায়িক দিক দিয়ে যাদের চারজন ছিল জেলে। দাম্ভিক ধর্মীয় নেতারা তাদের তাচ্ছিল্যভরে “অশিক্ষিত সামান্য লোক” হিসাবে গণ্য করেছিল। জাগতিক মানের দ্বারা বিচারে প্রেরিতেরা প্রচার করার অযোগ্য ছিল। তবুও, পিতরের জোরাল বক্তৃতা পঞ্চশত্তমীর দিনে ৩,০০০ জনকে বাপ্তাইজিত হতে পরিচালিত করেছিল!—প্রেরিত ২:১৪; ৩৭-৪১; ৪:১৩.

৩ যিহোবা প্রচার করার জন্য আমাদের যোগ্য করেন: পৌল ঘোষণা করেছিলেন: “আমাদের উপযোগিতা ঈশ্বর হইতে উৎপন্ন।” (২ করি. ৩:৫) প্রজ্ঞার উৎস, যিহোবা, অন্যদের কাছে রাজ্যের সত্য সম্বন্ধে প্রচার করতে লক্ষ লক্ষ ব্যক্তিকে শিক্ষা দিয়েছেন। (যিশা. ৫৪:১৩) এই কাজের কার্যকারিতা ও ফলপ্রসূতা দেখতে পাওয়া যায় ৩,৩৮,৪৯১ জনের মধ্যে যারা গত বছরে জীবন্ত ‘সু-খ্যাতি পত্র’ হিসাবে বাপ্তাইজিত হয়েছিল। (২ করি. ৩:১-৩) যিহোবার কাছ থেকে আমরা যা শিখেছি সেই বিষয়গুলি সম্বন্ধে সাহস ও দৃঢ় প্রত্যয়ের সাথে প্রচার করার জন্য আমাদের যথেষ্ট কারণ রয়েছ।

৪ পরিচারকদের জন্য ঈশ্বরের সংগঠন এক আন্তর্জাতিক প্রশিক্ষণ কার্যক্রম প্রতিষ্ঠিত করেছে। শাস্ত্র ও বিভিন্ন প্রকার বাইবেল অধ্যয়ন সহায়কের মাধ্যমে আমরা প্রচার করার জন্য “পরিপক্ব, . . . সুসজ্জীভূত” হতে শিক্ষিত ও প্রশিক্ষণপ্রাপ্ত হয়েছি। (২ তীম. ৩:১৬, ১৭) অনেকেই এইপ্রকার পাণ্ডিত্যের দ্বারা প্রভাবিত হয়েছে যা সমিতির প্রকাশনাদিতে পাওয়া যায়। উদাহরণস্বরূপ, সুইডেনের একটি সাময়িক পত্রিকা বলে: “যিহোবার সাক্ষীদের দ্বারা প্রচারিত বিশ্বাসের পশ্চাতে এক উল্লেখযোগ্য উচ্চ-পর্যায়ের শিক্ষা এবং বাইবেল পাণ্ডিত্যের এক আন্তর্জাতিক জ্ঞান রয়েছে।”

৫ সাপ্তাহিক পাঁচটি সভার মাধ্যমে দেওয়া নির্দেশনা, বাইবেল পাঠ ও অধ্যয়নের জন্য আমাদের কার্যক্রম, ঐশিক পরিচর্যা বিদ্যালয় থেকে প্রাপ্ত উপদেশ, অভিজ্ঞ পরিচারকদের দ্বারা পাওয়া ব্যক্তিগত সাহায্য এবং সর্বোপরি, যিহোবার পবিত্র আত্মার পৃষ্ঠপোষকতায় আমরা নিশ্চিত হতে পারি যে যিহোবা আমাদের প্রচার করার জন্য সম্পূর্ণ যোগ্য হিসাবে দেখে থাকেন। “ঈশ্বরের আদেশক্রমে, আমরা ঈশ্বরের সম্মুখে খ্রীষ্টে কথা কহিতেছি।”—২ করি. ২:১৭.

৬ যদি আমরা তাঁর সংগঠনের মাধ্যমে ঈশ্বরের দ্বারা প্রদত্ত ঐশিক প্রশিক্ষণের পূর্ণ সুযোগ নিই, তাহলে আমাদের বিরত হওয়া অথবা ভয় পাওয়ার কোন কারণ নেই। আমরা আনন্দের সাথে অন্যদের কাছে প্রচার করতে পারি, নিশ্চিত হতে পারি যে যিহোবা আমাদের প্রচেষ্টাকে আশীর্বাদ করবেন।—১ করি. ৩:৬.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার