আর কখনও পুনরাবৃত্তি হবে না এমন এক কাজে অংশ নিন
১ মানবজাতির সমগ্র ইতিহাসে, বিভিন্ন সময়ে যিহোবার পক্ষে তাঁর শত্রুদের উপর বিচার দণ্ডাজ্ঞা আনার প্রয়োজন হয়ে পড়েছিল। কিন্তু, তাঁর করুণা হেতু, তিনি ধার্মিকচিত্তদের পরিত্রাণের জন্য সুযোগ প্রদান করেছিলেন। (গীত. ১০৩:১৩) তাদের সাড়া প্রদান তাদের শেষ পরিণতি নির্ধারণ করেছিল।
২ উদাহরণস্বরূপ, সা.শ.পূ. ২৩৭০ সালে প্লাবনের পূর্বে, নোহ “ধার্ম্মিকতার প্রচারক” ছিলেন। যারা ঐশিক সতর্কবাণীকে উপেক্ষা করেছিল, তারা বিনষ্ট হয়েছিল। (২ পিতর ২:৫; ইব্রীয় ১১:৭) সা.শ. ৭০ সালে যিরূশালেম ধ্বংসের পূর্বে, ধ্বংস থেকে রক্ষা পেতে প্রত্যেকের জন্য প্রয়োজনীয় সেই পদক্ষেপ গ্রহণের বিষয়ে যীশু স্পষ্টভাবে উল্লেখ করেছিলেন, যেটি শহরটির প্রতি ঘটেছিল। যারা তাঁর সতর্ক বার্তাকে প্রত্যাখ্যান করেছিল, তারা সকলেই চরম পরিণতি ভোগ করেছিল। (লূক ২১:২০-২৪) এইধরনের সতর্কবাণী এবং বিচার সমগ্র ইতিহাসে অনেকবার পুনরাবৃত্ত হয়েছিল।
৩ আধুনিক-দিনের সতর্কীকরণের কাজ: বহু পূর্বে যিহোবা ঘোষণা করেছিলেন যে বর্তমান দিনের দুষ্ট ব্যবস্থার বিরুদ্ধে তাঁর ক্রোধ প্রকাশ পাবে আর কেবলমাত্র নম্র ব্যক্তিরা রক্ষা পাবে। (সফ. ২:২, ৩; ৩:৮) এই সতর্কীকরণের বার্তা প্রচার করার জন্য সময় দ্রুত শেষ হয়ে আসছে! “মহাক্লেশ” একেবারে সামনে আর নম্র ব্যক্তিরা এখনই একত্রিত হচ্ছে। ‘ক্ষেত্র’ বাস্তবিকই, “কাটিবার মত শ্বেতবর্ণ” হয়েছে। তাই, গুরুত্ব এবং তৎপরতার দিক দিয়ে অন্য কোন কাজকে এর সাথে তুলনা করা যেতে পারে না।—মথি ২৪:১৪, ২১, ২২; যোহন ৪:৩৫.
৪ “তারা শুনুক বা না শুনুক” অন্যদের কাছে আধুনিক-দিনের সতর্কবাণীকে শোনানোর জন্য আমাদের অবশ্যই অংশ নিতে হবে। এটি হল একটি ঈশ্বর-দত্ত কার্যভার যেটিকে আমরা অবশ্যই উপেক্ষা করব না। (যিহি. ২:৪, ৫; ৩:১৭, ১৮) এই কাজে আমাদের পূর্ণ অংশ থাকা, ঈশ্বরের জন্য আমাদের গভীর ভালবাসা, প্রতিবাসীদের জন্য আমাদের অকৃত্রিম উদ্বিগ্নতা আর আমাদের মুক্তিদাতা, যীশু খ্রীষ্টের প্রতি আমাদের অটল বিশ্বাসের এক প্রত্যয়ী প্রমাণ প্রদান করে।
৫ এখনই কার্যকারী হওয়ার সময়: যিহোবার দ্বারা বিগত বিচারগুলি সম্পাদনের পরও, দুষ্টতা সবসময়েই পুনরায় দেখা গেছে, কারণ শয়তান এবং তার মন্দ দূতেরা তখনও সক্রিয় ছিল। যাইহোক, এই সময়ে এটি হবে ভিন্ন প্রকৃতির। শয়তানের প্রভাব দূরীভূত হবে। আর কখনও এক আসন্ন “মহাক্লেশ” সম্বন্ধে জগদ্ব্যাপী সতর্কীকরণের প্রয়োজন হবে না। (প্রকা. ৭:১৪; রোমীয় ১৬:২০) যে কাজের আর কখনও পুনরাবৃত্তি হবে না তার অংশী হওয়ার জন্য আমাদের বিশেষ সুযোগ রয়েছে। এই সুযোগের সর্বোত্তম ব্যবহার করতে আমাদের জন্য এখনই হচ্ছে উপযুক্ত সময়।
৬ তার প্রচার কাজ সম্বন্ধে প্রেরিত পৌল দৃঢ়প্রত্যয়ের সাথে জানিয়েছিলেন: “সকলের রক্তের দায় হইতে আমি শুচি।” (প্রেরিত ২০:২৬) সতর্কবাণী ঘোষণা করার ক্ষেত্রে কোন ব্যর্থতার কারণে তিনি রক্তের দোষ অনুভব করেননি। কেন নয়? কারণ তিনি তার পরিচর্যা সম্বন্ধে বলতে পেরেছিলেন: “এই শেষ পর্যায় পর্যন্ত বাস্তবিকই আমি কঠোর পরিশ্রম করছি, নিজে প্রাণপণ করছি।” (কল. ১:২৯, NW) আসুন এই কাজে, যার কখনও পুনরাবৃত্তি হবে না, যতটা সম্ভব ব্যাপকভাবে অংশ নিয়ে আমরা একই পরিতৃপ্তি উপভোগ করি!—২ তীম. ২:১৫.