“আপনার যথাসাধ্য করুন”
১ যিহোবার কাছে আমরা নিজেদের উৎসর্গীকৃত করার সময়ে, তাঁকে আমাদের সর্বোত্তমটি দেব বলে আমরা প্রতিজ্ঞা করেছিলাম। যথার্থভাবে, প্রেরিত পিতর যিহোবার সামনে তাদের স্থান সম্বন্ধে নিশ্চিত হতে তাদের যথাসাধ্য করার জন্য প্রথম-শতাব্দীর খ্রীষ্টানদের উৎসাহিত করেছিলেন। (২ পিতর ১:১০, NW) আজকের দিনেও তাঁকে সেবা করার ক্ষেত্রে যিহোবাকে খুশি করতে আমরাও নিশ্চিতভাবেই আমাদের যথাসাধ্য করতে চাই। এটি কী অন্তর্ভুক্ত করে? যতই যিহোবার সাথে আমাদের সম্পর্ক গভীর হয় এবং তিনি আমাদের জন্য যা করেছেন সেই সমস্তের উপরে আমরা ধ্যান করি, ততই আমাদের হৃদয় সর্বদা তাঁর সেবায় সর্বোত্তমটি করার জন্য আমাদের অনুপ্রাণিত করে। আমরা গুণগত মানকে উন্নত করতে আর যেখানে সম্ভব, আমাদের পরিচর্যার পরিমাণকে বৃদ্ধি করতে চাই।—গীত. ৩৪:৮; ২ তীম. ২:১৫.
২ একজন অল্পবয়স্ক ভাই, যিনি পরিচর্যায় আরও বেশি করতে চেয়েছিলেন, দেখেন যে, নিয়মিত ঈশ্বরের বাক্যের অধ্যয়ন, যিহোবার প্রতি তার উপলব্ধিবোধকে গভীরতর করেছিল এবং তার মধ্যে মহত্তর উদ্যোগকে সঞ্চারিত করেছিল। এটি তাকে অগ্রগামী কাজের জন্য আবেদন করতে পরিচালিত করেছিল। একজন বোন যিনি অপরিচিতদের কাছে কথা বলা কঠিন বলে মনে করেছিলেন, তিনি যুক্তি (ইংরাজি) বইয়ের কিছু উপস্থাপনা অভ্যাস করেন এবং শীঘ্রই তার পরিচর্যায় মহত্তর সাফল্য উপভোগ করতে আরম্ভ করেন। তিনি একটি দম্পতির সাথে বাইবেল অধ্যয়ন পরিচালনা করতে সক্ষম হয়েছিলেন যারা সত্য গ্রহণ করেন।
৩ আপনি যা করতে পারেন তাতে আনন্দ করুন: আমাদের মধ্যে কেউ কেউ এইধরনের কঠিন পরিস্থিতিগুলি ভোগ করে থাকেন, যেমন ভগ্ন স্বাস্থ্য, পারিবারের বিরোধিতা, দারিদ্র অথবা এলাকায় উদাসীনতা। অন্যান্য আরও অনেক সমস্যা যেগুলি এই শেষকালে সাধারণ, হয়ত আমাদের পরিচর্যাকে ব্যাহত করতে পারে। (লূক ২১:৩৪, পাদটীকা, NW; ২ তীম. ৩:১) এর অর্থ কি এই যে যিহোবার কাছে আমাদের উৎসর্গীকরণের বিষয়ে আমরা ব্যর্থ হয়েছি? তা নয়, যদি আমরা আমাদের যথাসাধ্যভাবে তাঁকে সেবা করে চলি।
৪ অন্যেরা যা সম্পাদন করতে সক্ষম তার উপরে ভিত্তি করে নিজেদের বিচার করা বিজ্ঞের কাজ হবে না। বরঞ্চ, শাস্ত্র আমাদের উৎসাহ দেয় “প্রত্যেক জন নিজ নিজ কর্ম্মের পরীক্ষা করুক।” ব্যক্তিগতভাবে আমরা যতখানি করতে সক্ষম সেই পরিমাণে নিজেদের সম্পূর্ণভাবে প্রদান করা যিহোবাকে খুশি করে এবং আমাদের “শ্লাঘা করিবার হেতু” প্রদান করে।—গালা. ৬:৪; কল. ৩:২৩, ২৪.
৫ ‘ঈশ্বরের কাছে আমাদের নিষ্কলঙ্ক ও নির্দ্দোষ অবস্থায় শান্তিতে দেখিতে পাওয়ার জন্য আমাদের যথাসাধ্য’ করার জন্য আমরা যেন পৌলের বাক্যগুলিতে মনোযোগ দিই। (২ পিতর ৩:১৪, NW) সেইপ্রকার মনোভাব আমাদের নিরাপদ অনুভব করাবে এবং আমাদের জন্য মানসিক শান্তি নিয়ে আসবে যা কেবল যিহোবাই দিতে পারেন।—গীত. ৪:৮.