বিশ্বস্ততা পুরস্কৃত হয়
১ ইব্রীয় ১১:৬ পদে আমাদের বলা হয়েছে যে ঈশ্বর “যাহারা তাঁহার অন্বেষণ করে, . . . তাহাদের পুরস্কারদাতা।” যারা “অল্প বিষয়ে বিশ্বস্ত” হয়ে আসছে ‘তাদের বহু বিষয়ের উপরে নিযুক্ত করা’ হল একটি উপায়, যার মাধ্যমে তিনি তাঁর উৎসর্গীকৃত দাসেদের পুরস্কৃত করেন। (মথি ২৫:২৩) অন্য কথায়, যিহোবা তাঁর বিশ্বস্ত সাক্ষীদের পরিচর্যার অতিরিক্ত সুযোগগুলি দিয়ে প্রায়ই উত্তম কাজকে পুরস্কৃত করে থাকেন।
২ প্রেরিত পৌলের বিশ্বস্ততা এমন এক পরিচর্যায় নিযুক্ত হওয়ার মাধ্যমে পুরস্কৃত হয়েছিল যা তাকে ইউরোপ ও এশিয়া মাইনরের শহর ও গ্রামগুলিতে নিয়ে গিয়েছিল। (১ তীম. ১:১২) যদিও তার পরিচর্যা পূর্ণরূপে সম্পন্ন করার মধ্যে অধিক প্রচেষ্টা জড়িত ছিল, তবুও পৌল যে সুযোগ পেয়েছিলেন সেটিকে অত্যধিক উচ্চমূল্যসম্পন্ন বলে গণ্য করেছিলেন। (রোমীয় ১১:১৩; কল. ১:২৫) তিনি প্রচার করার সুযোগগুলি ঐকান্তিকভাবে খোঁজার মাধ্যমে তার আন্তরিক উপলব্ধি দেখিয়েছিলেন। তার উদ্দীপনাপূর্ণ কর্মতৎপরতার মাধ্যমে, তিনি স্পষ্টভাবে দেখিয়েছিলেন যে তিনি বিশ্বাসে জীবনধারণ করছিলেন। তার উদাহরণ পরিচর্যার সুযোগগুলিকে মহামূল্যবান হিসাবে গণ্য করতে আমাদের পরিচালিত করে।
৩ যিহোবা আমাদের এক পরিচর্যা দিয়েছেন: কিভাবে আমরা এই সুযোগপ্রাপ্ত পুরস্কারের প্রতি একই দৃষ্টিভঙ্গি দেখাই যেমন পৌল দেখিয়েছিলেন? আমরা পরিচর্যায় আমাদের অংশকে বৃদ্ধি করার জন্য উপায়গুলি খুঁজি। রীতিবহির্ভূতভাবে আর সেইসাথে দ্বারে দ্বারে সাক্ষ্য দিতে আমরা প্রতিটি সুযোগের সদ্ব্যবহার করি। যারা গৃহে থাকে না তাদের সকলের জন্য আমরা উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করি এবং সমস্ত আগ্রহী ব্যক্তিদের সাথে পুনর্সাক্ষাৎ করি। আর গৃহ বাইবেল অধ্যয়ন পরিচালনার জন্য যে সময় আমরা নির্ধারণ করি তা বজায় রাখি।
৪ আমাদের পরিচর্যা সম্বন্ধে পৌল উপদেশ দিয়েছিলেন: “তাতে তৎপর হও।” (২ তীম. ৪:২, NW) কিছু বিষয় যা জরুরী তার জন্য তাৎক্ষণিক মনোযোগের প্রয়োজন। আমাদের জীবনে এটিকে অগ্রাধিকার দিয়ে আমরা কি আমাদের পরিচর্যায় তৎপরতার সাথে যাই? উদাহরণস্বরূপ, আমরা আমাদের আমোদপ্রমোদজনিত কার্যকলাপ ও অন্যান্য ব্যক্তিগত অভীষ্টগুলিকে সপ্তাহশেষের সেই সময়ের উপর হস্তক্ষেপ করতে দিতে চাইব না যা অবশ্যই আমাদের ক্ষেত্র পরিচর্যার জন্য উৎসর্গীকৃত। যেহেতু আমরা দৃঢ়প্রত্যয়ী হয়েছি যে এই বিধিব্যবস্থার শেষ দ্রুত এগিয়ে আসছে, তাই আমরা এই বিষয়েও দৃঢ়প্রত্যয়ী যে রাজ্যের সুসমাচার প্রচার করা হল সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কাজ যা আমরা করতে পারি।
৫ ঈশ্বরের প্রতি আমাদের বিশ্বস্ততা তাঁর প্রতি সত্য ও নিষ্ঠাবান হওয়া এবং তিনি যে কাজে আমাদের নিযুক্ত করেছেন তাতে লেগে থাকার দ্বারা চিহ্নিত হয়। আসুন আমরা আমাদের পরিচর্যা সম্পূর্ণভাবে সম্পন্ন করি, যার ফলে যিহোবা আমাদের বিশ্বস্ততাকে ব্যাপকভাবে পুরস্কৃত করবেন।