ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ১১/৯৭ পৃষ্ঠা ৪
  • রাজ্য সংবাদ এর প্রতি প্রদর্শিত আগ্রহকে অনুসরণ করা

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • রাজ্য সংবাদ এর প্রতি প্রদর্শিত আগ্রহকে অনুসরণ করা
  • ১৯৯৭ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • রাজ্য সংবাদ নং. ৩৬ নিয়ে প্রচার করে লোকেদের আগ্রহ জাগান
    ২০০০ আমাদের রাজ্যের পরিচর্যা
  • আগ্রহ দেখা গেছে এমন সকলের জন্য অকৃত্রিম চিন্তা দেখান
    ১৯৯৭ আমাদের রাজ্যের পরিচর্যা
  • ‘প্রভুর কাজে উপচিয়ে পড়ার আছে’
    ১৯৯৫ আমাদের রাজ্যের পরিচর্যা
  • ঈশ্বরের কাছ থেকে সুসমাচার!
    ২০১৩ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
১৯৯৭ আমাদের রাজ্যের পরিচর্যা
km ১১/৯৭ পৃষ্ঠা ৪

রাজ্য সংবাদ এর প্রতি প্রদর্শিত আগ্রহকে অনুসরণ করা

১ গত কিছু সপ্তাহব্যাপী আমরা “সমস্ত লোকেরা কি কখনও একে অপরকে প্রেম করবে?” শিরোনামযুক্ত রাজ্য সংবাদ নং. ৩৫ বিতরণের সুযোগটি উপভোগ করছি। সর্বত্র প্রকাশকেরা যত বেশি সংখ্যক যোগ্য ব্যক্তির কাছে সম্ভব রাজ্য সংবাদ এর এই সংখ্যাটি নিয়ে পৌঁছাতে চেষ্টা করছে। (মথি ১০:১১) যদিও অভিযানটি ১৬ই নভেম্বর, রবিবার শেষ করার জন্য তালিকাবদ্ধ করা হয়েছে, প্রাচীনেরা হয়ত আপনাকে যতদিন পর্যন্ত মণ্ডলীতে সেটির সরবরাহ থাকে রাজ্য সংবাদ নং. ৩৫ বিতরণ করে চলার কথা বলতে পারেন।

২ রাজ্য সংবাদ এর এই সংখ্যাটি অনেক লোকেদের আগ্রহকে জাগ্রত করেছে। তারা দেখে যে সাধারণভাবে মানুষ তাদের স্বাভাবিক স্নেহ হারিয়ে ফেলেছে আর তাই তারা ভাবে যে ভবিষ্যতে কী ঘটবে। (২ তীম. ৩:৩) আমরা নবোদ্ভূত এই আগ্রহকে অনুসরণ করতে চাই।

৩ বাজ্য সংবাদ ফল অর্জন করে: ১৯৯৫ সালে রাজ্য সংবাদ বিতরণ অভিযান চলাকালে একজন মহিলা যিনি এর একটি প্রতিলিপি পেয়েছিলেন, কিংডম হলে একটি সভায় এসেছিলেন, কারণ যিহোবার সাক্ষীরা কী বিশ্বাস করে সে সম্পর্কে তিনি আরও জানতে চেয়েছিলেন। সেই সভায় তিনি তৎক্ষণাৎই একটি বাইবেল অধ্যয়ন গ্রহণ করেছিলেন আর তারপর থেকে তিনি খুব কমই সভায় অনুপস্থিত থেকেছেন। খুব বেশি দেরি না করেই, তিনি তার সদস্যপদের পরিসমাপ্তির জন্য তার পূর্বতন গির্জায় লিখেছিলেন!

৪ এখন পর্যন্ত, সেই এলাকার শত শত ব্যক্তিরা রাজ্য সংবাদ নং. ৩৫ এর বার্তা পড়েছে। কিন্তু এটির প্রতি তাদের প্রতিক্রিয়া কী? এমনকি যদিও তারা যা পড়েছে তার দ্বারা অনুকূলভাবে প্রভাবিত, তাদের অধিকাংশই কোন পদক্ষেপ নেবে না যতক্ষণ পর্যন্ত না কোন যিহোবার সাক্ষী পুনরায় তাদের সাথে সাক্ষাৎ করে। ফিরে যাওয়ার জন্য আপনি কি পরিকল্পনা করছেন? আমাদের সহমানবদের প্রতি প্রেমপূর্ণ উদ্বেগ আমাদের তা করতে পরিচালিত করবে। রাজ্য সংবাদ এর প্রতি আগ্রহ দেখিয়েছে এইরূপ সকলের সাথে পুনরায় সাক্ষাৎ করা উচিত।

৫ ফিরে গিয়ে আপনি কী বলবেন? আপনি হয়ত রাজ্য সংবাদ এর বার্তার সময়োপযোগিতা সম্বন্ধে কিছু মন্তব্য করে তারপর চিন্তা উদ্রেককারী একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন। গৃহকর্তা যখন নিজেকে ব্যক্ত করেন তখন তা মনোযোগ সহকারে শুনুন যাতে করে আপনি জানতে পারেন যে তার মনে কী আছে। তারপর চান ব্রোশার থেকে একটি উপযুক্ত বিষয়ের প্রতি মনোযোগ আকর্ষণ করান যেটি রাজ্য সংবাদ-এ তুলে ধরা হয়েছিল। যদি আপনি অনুকূল সাড়া পান, তখনই একটি বাইবেল অধ্যয়ন শুরু করার জন্য সচেষ্ট হোন।

৬ এখানে কিছু প্রস্তাবিত উপস্থাপনা দেওয়া হল যেগুলি আপনি “রাজ্য সংবাদ” নং. ৩৫ এর প্রতি আগ্রহ দেখিয়েছেন এমন ব্যক্তিদের কাছে ফিরে যাওয়ার সময় ব্যবহার করার চেষ্টা করতে পারেন:

◼ “আপনার হয়ত মনে আছে যে সম্প্রতি একটি মুদ্রিত তথ্য আমি আপনার কাছে ছেড়ে গিয়েছিলাম। এর বার্তাটি আজকে মানবজাতিকে বিভক্ত করে এমন এক গুরুত্বপূর্ণ বিষয়কে অন্তর্ভুক্ত করে​—⁠অন্যদের প্রতি প্রেমের অভাব।” রাজ্য সংবাদ এর ২ পৃষ্ঠায় “প্রতিবেশীর প্রতি প্রেম শীতল হয়ে গিয়েছে” নামক শিরোনামের নিচে যে প্রমাণ উপস্থিত করা হয়েছে তার প্রতি মনোযোগ আকর্ষণ করান। তারপর জিজ্ঞাসা করুন, “আপনি কি মনে করেন যে এইভাবে বেঁচে থাকাই মানবজাতির জন্য ঈশ্বরের উদ্দেশ্য?” উত্তরের জন্য সুযোগ দিন। চান ব্রোশারের ৫ম পাঠটি খুলুন ও একটি বাইবেল অধ্যয়ন শুরু করার চেষ্টা করুন।

◼ “আমরা যখন প্রথম সাক্ষাৎ করেছিলাম, আমি আপনার কাছে ‘সমস্ত লোকেরা কি কখনও একে অপরকে প্রেম করবে?’ এই বিষয়ের উপর কিছু তথ্য ছেড়ে গিয়েছিলাম। আপনি কি মনে করেন যে এমন এক জগৎ সত্যই সম্ভব?” উত্তরের জন্য সুযোগ দিন। চান ব্রোশারের ৬ষ্ঠ পাঠটি খুলুন ও ৬ অনুচ্ছেদটি পড়ুন। তারপর মীখা ৪:​৩, ৪ পদ থেকে ঈশ্বরের প্রতিজ্ঞাটি পড়ুন। যদি গৃহকর্তাকে আগ্রহী বলে মনে হয়, তাহলে ব্রোশারটি অর্পণ করুন ও একটি অধ্যয়নের জন্য প্রস্তাব করুন।

◼ “গতবার যখন আমি আপনার সাথে সাক্ষাৎ করেছিলাম, আমি ‘সমস্ত লোকেরা কি কখনও একে অপরকে প্রেম করবে?’ শিরোনামযুক্ত কিছু বিষয়বস্তু ছেড়ে গিয়েছিলাম। এটি বিনামূল্যে একটি গৃহ বাইবেল অধ্যয়নের জন্য প্রস্তাব দিয়েছে। আমি আপনাকে সেই অধ্যয়ন সহায়কটি দেখাতে ফিরে এসেছি যেটি আমরা ব্যবহার করি। [জ্ঞান বইটি দেখান।] এই বইটি সেই সময় সম্বন্ধে স্পষ্টভাবে ব্যাখ্যা করে যখন সমস্ত লোকেরা একে অপরকে প্রেম করবে আর এটি অন্যান্য প্রশ্নগুলিরও উত্তর দেয় যে সম্বন্ধে আপনি হয়ত ভেবে থাকেন যেমন: কেন আমরা বৃদ্ধ হই ও মারা যাই? কেন ঈশ্বর কষ্টভোগের অনুমতি দেন? আমাদের মৃত প্রিয়জনদের প্রতি কী ঘটে? তারপর জিজ্ঞাসা করুন, “আমি কি আপনাকে অধ্যয়ন পর্বটি প্রদর্শন করে দেখাতে পারি?” যদি গৃহকর্তা আপনার প্রস্তাবে অসম্মত হন, তাকে জিজ্ঞাসা করুন যে তিনি নিজে বইটি পড়তে চান কি না। তাকে একটি কপি অর্পণ করুন। আবার ফিরে আসার জন্য পরিকল্পনা করুন।

৭ একবার রাজ্য সংবাদ নং. ৩৫ এর সরবরাহ নিঃশেষিত হয়ে যাওয়ার পর মাসের বাকি সময় আমরা জ্ঞান বইটি অর্পণ করতে পারি। এই বইটির জন্য প্রস্তাবিত উপস্থাপনার একসারি নির্বাচন আমাদের রাজ্যের পরিচর্যা-র ১৯৯৬ সালের যথাক্রমে মার্চ, জুন এবং নভেম্বর ও ১৯৯৭ সালের জুন মাসের সংখ্যার পিছনের পৃষ্ঠায় দেখতে পাবেন।

৮ রাজ্য সংবাদ এর এই বিশেষ বিতরণের আমাদের সকলকে প্রচার কাজে আমাদের প্রচেষ্টার প্রতি আরও একাগ্র হতে অনুপ্রাণিত করা উচিত। লোকেদের এটি দেখতে সাহায্য করে যে মানবজাতির জন্য ঈশ্বরের উদ্দেশ্য হল তারা যেন একে অপরকে প্রেম করে, আমরা প্রত্যয়ী হতে পারি যে যিহোবার সাহায্যে এই অভিযানে নিশ্চিত সাফল্য আসবে। যিহোবা আমাদের অবিরত অধ্যবসায়ী প্রচেষ্টাকে আশীর্বাদ করুন যখন আমরা রাজ্য সংবাদ এর প্রতি প্রদর্শিত আগ্রহকে অনুসরণ করি।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার