আমাদের পরিচর্যা—প্রকৃত প্রেমের এক অভিব্যক্তি
১ আমাদের পরিচর্যার দ্বারা আমরা দুটি সর্বমহৎ আজ্ঞার প্রতি আমাদের বাধ্যতা প্রদর্শন করে থাকি। (মথি ২২:৩৭-৩৯) যিহোবার প্রতি আমাদের প্রেম, তাঁর সম্বন্ধে ইতিবাচকভাবে কথা বলতে আমাদের প্রণোদিত করে। প্রতিবেশীদের প্রতি আমাদের প্রেম, ঈশ্বরের ইচ্ছা ও উদ্দেশ্য সম্বন্ধীয় জ্ঞানের অনুসন্ধান করতে তাদের উৎসাহিত করার জন্য আমাদের পরিচালিত করে যাতে করে আমাদের মত তারাও যিহোবাকে ভালবাসতে পারেন ও নিজেদের অনন্ত জীবনের পুরস্কার লাভ করার উপযুক্ত অবস্থানে নিয়ে আসতে পারেন। সুতরাং, আমাদের পরিচর্যার দ্বারা আমরা যিহোবার নামের প্রতি সম্মান নিয়ে আসি আর অমূল্য রাজ্যের আশাকে আমাদের প্রতিবেশীদের সাথে বন্টন করে নিই। হ্যাঁ, আমাদের পরিচর্যা ঈশ্বর ও মনুষ্যদের জন্য আমাদের প্রকৃত প্রেমের এক অভিব্যক্তি।
২ আমাদের প্রেম, সমস্ত পরিস্থিতিতে সকল প্রকার লোকেদের সাথে কথা বলতে আমাদের বাধ্য করে। (১ করি. ৯:২১-২৩) উদাহরণস্বরূপ: একটি বিমানে একজন খ্রীষ্টান প্রাচীন এক রোমান ক্যাথলিক যাজকের পাশে বসেছিলেন। প্রাচীন কিছু কৌশলী প্রশ্ন জিজ্ঞাসা করার দ্বারা সেই যাজককে কথোপকথনে জড়িত করেছিলেন আর তারপর রাজ্যের প্রতি তার আলোচনাকে পরিচালিত করেছিলেন। বিমান থেকে নেমে যাওয়ার পূর্বে যাজক আমাদের দুটি বই নিয়েছিলেন। প্রতিবেশীর প্রতি সেই প্রাচীনের প্রকৃত প্রেমের অভিব্যক্তির কতই না এক উত্তম ফলাফল!
৩ প্রকৃত প্রেম আমাদের প্রচার করতে প্রণোদিত করে: যারা সহায়ক ও পূর্ণ সময়ের অগ্রগামীর কাজে রত আছেন, তারা নিশ্চিতরূপে ঈশ্বর ও প্রতিবেশীর জন্য প্রকৃত প্রেম প্রকাশ করছেন। অগ্রগামীরা অন্যদের আধ্যাত্মিকভাবে সাহায্য করার জন্য অবিরত তাদের সময় ও শক্তি উৎসর্গ করে থাকেন। কী তাদের এটি করতে প্রণোদিত করে? একজন অগ্রগামী বলেছিলেন: “আমি জানি যে প্রেম ঈশ্বরের আত্মার একটি ফল। সুতরাং এটি ছাড়া আমি একেবারেই সত্যে থাকতে পারতাম না আর কোনক্রমেই অগ্রগামী হিসাবে সাফল্য অর্জন করতে পারতাম না। প্রেম আমাকে লোকেদের প্রতি আগ্রহী হতে শিখিয়েছে, তাদের চাহিদা সম্বন্ধে সচেতন হতে সাহায্য করেছে আর আমি উপলব্ধি করি যে লোকেরা প্রেমের প্রতি সাড়া দেন।” যীশু লোকেদের প্রতি এইধরনের প্রেম দেখিয়েছিলেন। একবার যখন তিনি ও তাঁর পরিশ্রান্ত শিষ্যেরা “কিছু কাল বিশ্রাম” করার জন্য একটি জায়গায় গিয়েছিলেন, জনতা তাদের আগেই সেখানে পৌঁছে গিয়েছিল। যীশু কী করেছিলেন? “তাহাদের প্রতি করুণাবিষ্ট” হয়ে “তাহাদিগকে অনেক বিষয় শিক্ষা” দেওয়ার জন্য তিনি তাঁর ব্যক্তিগত চাহিদাগুলিকে অগ্রাহ্য করেছিলেন।—মার্ক ৬:৩০-৩৪.
৪ এমনকি যখন লোকেরা আমাদের অর্পিত সুসমাচার প্রত্যাখ্যান করেন, এটি জেনে আমরা এক অন্তবর্তী আনন্দ উপভোগ করি যে প্রেমের দ্বারা পরিচালিত হয়ে আমরা তাদের পরিত্রাণ অর্জনে সহায়তা করার জন্য আমাদের সর্বোত্তম করেছি। যখন আমরা সকলে চূড়ান্তভাবে খ্রীষ্টের দ্বারা বিচারিত হব, সেই সময়ে আমরা অত্যন্ত খুশি হব কারণ ‘আমাদের পরিচর্য্যা সম্পন্ন করার’ দ্বারা আমরা প্রকৃত প্রেম প্রদর্শন করেছি।—২ তীম. ৪:৫.