আমাদের ব্রোশারগুলি অধ্যয়ন করা
১৯৯৮ সালের ফেব্রুয়ারি মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-য় যেমন ঘোষণা করা হয়েছিল, আমরা ১৯৯৮ সালের মে মাসের ৪ তারিখের সপ্তাহ থেকে শুরু করে ১৪ই সেপ্টেম্বর পর্যন্ত আমাদের মণ্ডলীর বুকস্টাডিতে একটার পর একটা করে তিনটি ব্রোশার আলোচনা করব। প্রত্যেক মাসে আমাদের রাজ্যের পরিচর্যা-য় যে তালিকা দেওয়া হবে তাতে আপনি দেখবেন যে সমস্ত লোকের জন্য একটি পুস্তক (ইংরাজি), ঈশ্বর কি প্রকৃতই আমাদের জন্য চিন্তা করেন? ব্রোশার দুটি খুবই দ্রুতগতিতে আলোচিত হবে। এইজন্য পরিচালক ও উপস্থিত ব্যক্তিদের উত্তম প্রস্তুতি এবং চটপট মন্তব্য করা প্রয়োজন। যেহেতু সমস্ত লোকের জন্য একটি পুস্তক ব্রোশারটিতে মুদ্রিত প্রশ্ন নেই তাই প্রত্যেক পরিচালককে অনুচ্ছেদের মুখ্য বিষয়গুলিকে তুলে ধরে নিজে থেকে প্রশ্ন তৈরি করতে হবে। তালিকাবদ্ধ সমস্ত অনুচ্ছেদগুলি পড়া হয়ত সবসময় সম্ভব নাও হতে পারে তাই পরিচালক নিশ্চিত হবেন যে মুখ্য অনুচ্ছেদগুলি পড়া হয়েছে। দ্রুত সম্পূর্ণ করা আমাদের ব্রোশারটিতে সূচিবদ্ধ সর্বাঙ্গীণ বিষয়ের সাথে পরিচিত হতে সাহায্য করবে যাতে করে আমরা জানতে পারি যে ভবিষ্যতে যখন কোন একটি বিশেষ বিষয়ের উপর গবেষণা করব তখন কোথায় যেতে হবে।
অপরদিকে, প্রতিটি অধ্যয়নের জন্য ঈশ্বর আমাদের কাছ থেকে কী চান ব্রোশারটির তিনটি করে পাঠ তালিকাবদ্ধ করা হয়েছে, এই বিষয়টি নিশ্চিত করে যে সকল অনুচ্ছেদ ও সমস্ত অথবা অধিকাংশ উল্লেখিত শাস্ত্রপদগুলি পড়া এবং আলোচনা করার আর সুচিন্তিত মন্তব্যগুলি করার জন্য প্রচুর সময় থাকবে। এটিও সকলের পক্ষ থেকে উত্তম প্রস্তুতির প্রয়োজনীয়তাকে বোঝায়। যেহেতু এই ব্রোশারটি নিয়ে আমরা প্রায়ই বাইবেল ছাত্রদের সাথে অধ্যয়ন করে থাকি, তাই পরিচালকের দেখানো উচিত যে যাদের সামান্য অথবা একেবারেই বাইবেলের জ্ঞান নেই তাদের সাথে কিভাবে এই ব্রোশারটি দিয়ে অধ্যয়ন করা যেতে পারে, কিভাবে অপ্রয়োজনীয় তথ্য যুক্ত না করে শাস্ত্রীয় বিষয়গুলির উপর স্পষ্টভাবে যুক্তি করা যেতে পারে আর কিভাবে এই ব্রোশারটি ব্যবহার করে নতুনদের যিহোবার মানের প্রতি আন্তরিক উপলব্ধি গড়ে তোলার জন্য সাহায্য করা যেতে পারে। ১৬নং পাঠটি অধ্যয়ন শেষ করার পর যখন সম্পূর্ণ ব্রোশারটি পুনরালোচনা করবেন তখন পরিচালক বিশেষভাবে শিক্ষামূলক বিষয়গুলি পুনরালোচনা করতে পারেন যা বাইবেল অধ্যয়ন কার্যক্রমে ব্যবহৃত হতে পারে। এইধরনের বিবেচনা ঈশ্বরের বাক্যের শিক্ষক হিসাবে আমাদের দক্ষতাকে উন্নত করবে এবং ঈশ্বর আমাদের কাছ থেকে যা চান তার সমস্ত কিছু করতে আমাদের স্থিরসংকল্পকে শক্তিশালী করবে।—গীত. ১৪৩:১০; যিশা. ৫০:৪.