ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ১১/৯৮ পৃষ্ঠা ১
  • সভাগুলোতে উত্তর দিয়ে পরস্পরকে গড়ে তুলুন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • সভাগুলোতে উত্তর দিয়ে পরস্পরকে গড়ে তুলুন
  • ১৯৯৮ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • মণ্ডলীতে যিহোবার প্রশংসা করুন
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (অধ্যয়ন)—২০১৯
  • সভাগুলোতে একে অন্যকে উৎসাহিত করুন
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২৩
  • “মণ্ডলীর মধ্যে” যিহোবার প্রশংসা করুন
    ২০০৩ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • প্রশ্ন বাক্স
    ১৯৯৫ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
১৯৯৮ আমাদের রাজ্যের পরিচর্যা
km ১১/৯৮ পৃষ্ঠা ১

সভাগুলোতে উত্তর দিয়ে পরস্পরকে গড়ে তুলুন

১ ইব্রীয় ১০:২৪ পদ “প্রেম ও সৎক্রিয়ার সম্বন্ধে পরস্পরকে উদ্দীপিত করিয়া” তোলার জন্য আমাদের উৎসাহিত করে। এটা করার একটা উপায় হল মণ্ডলীর সভাগুলোতে অর্থপূর্ণ উত্তর দেওয়া যা আমাদের গড়ে ওঠায় সাহায্য করে। সভাতে আমরা কেন উত্তর দেব? আমরা কিভাবে উত্তর দিতে পারি? আর আমাদের উত্তরে কারা উপকৃত হবেন?

২ আপনার মনে আছে যে অনেকবার অন্যদের সহজ, স্পষ্ট উত্তর শুনে আপনি কোন একটা বিষয় আরও ভালভাবে বুঝতে পেরেছেন আর তার ফলে আপনার আধ্যাত্মিকতা শক্তিশালী হয়েছে। অন্যদের জন্যও এই একই কাজ আপনি উত্তর দিয়ে করতে পারেন। যখন আপনি উত্তর দেন, আপনি দেখান যে, যারা সভায় এসেছেন তাদের সবাইকে উৎসাহিত করার জন্য কিছু ‘আত্মিক বর প্রদান করতে’ আপনি ইচ্ছুক।​—⁠রোমীয় ১:​১১, ১২.

৩ কিভাবে ভাল উত্তর দেওয়া যায়: অনুচ্ছেদের সব বিষয়গুলোকে যোগ করে খুব লম্বা উত্তর দেবেন না। লম্বা উত্তর বলতে গেলে প্রায়ই সঠিক উত্তরটুকু বলা হয়ে ওঠে না আর এর আরেকটা খারাপ দিক হল যে তা অন্যদের উত্তর দিতে নিরুৎসাহিত করে। অনুচ্ছেদের প্রথম উত্তরটা হবে সংক্ষিপ্ত আর ছাপানো প্রশ্নের সরাসরি উত্তর। যারা বাড়তি কিছু বলতে চান তারা এইবার বিষয়টা কিভাবে ব্যবহার করা যায় বা কিভাবে শাস্ত্রপদগুলো বিষয়টাকে সমর্থন করে তা দেখাতে পারেন। বিদ্যালয় নির্দেশ পুস্তক (ইংরাজি) ৯০-২ পৃষ্ঠা দেখুন।

৪ যদি উত্তর দিতে হবে ভেবে আপনার ভয় লাগে, আগে থেকে একটা সংক্ষিপ্ত উত্তর তৈরি করুন আর পরিচালককে বলে রাখুন যে তিনি যেন আপনাকে ওই অনুচ্ছেদের উত্তরটাই ধরেন। অল্প কয়েকটা সভায় এইরকম করার পর উত্তর দেওয়া আপনার জন্য অনেক সহজ হয়ে আসবে। ভেবে দেখুন যে মোশি ও যিরমিয় লোকেদের সামনে কথা বলার জন্য আত্মবিশ্বাসের অভাব দেখিয়েছিলেন। (যাত্রা. ৪:১০; যির. ১:⁠৬, পাদটীকা, NW) কিন্তু যিহোবা তাঁর পক্ষে কথা বলার জন্য তাদের সাহায্য করেছিলেন আর তিনি আপনাকেও সাহায্য করতে চান।

৫ আপনার উত্তরগুলো শুনে কারা উপকৃত হবেন? সবচেয়ে প্রথমে আপনি নিজে, কারণ আপনার উত্তর আপনার মনে, আপনার হৃদয়ে সত্যকে আরও গভীরভাবে গেঁথে দেবে আর যার ফলে পরে আপনি সেই বিষয়টা খুব সহজেই মনে করতে পারবেন। এছাড়া আপনার গঠনমূলক উত্তর থেকে অন্যান্যেরাও উপকৃত হবেন। তাই অভিজ্ঞ, অল্পবয়স্ক, লাজুক অথবা নতুন সকলের উত্তরে আমরা উৎসাহিত হই যখন তারা মণ্ডলীর সভায় তাদের বিশ্বাসকে প্রকাশ করার চেষ্টা করেন।

৬ আমরা দেখতে পাই যে “যথাকালে কথিত বাক্য কেমন উত্তম।” আর তা আরও সুন্দর হয়ে ওঠে যখন সেটা সভায় পরস্পরকে গড়ে তোলার জন্য ব্যবহৃত হয়!​—⁠হিতো. ১৫:⁠১৩.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার