উৎসুক মনোভাব নিয়ে সুসমাচার প্রচার করুন
“আমি তোমাদিগকে দেখিবার আকাঙ্ক্ষা করিতেছি, . . . আমি . . . তোমাদের কাছেও সুসমাচার প্রচার করিতে উৎসুক।” রোমের ভাইদের কাছে লেখা তার চিঠির শুরুতে এইভাবেই পৌল তার মনের কথা প্রকাশ করেছিলেন। কিন্তু পৌল কেন তাদের দেখবার জন্য এত উৎসুক ছিলেন? তিনি বলেছিলেন যেন: “তোমাদের মধ্যেও কোন ফল প্রাপ্ত হই। . . . কেননা আমি সুসমাচার সম্বন্ধে লজ্জিত নহি; কারণ উহা . . . পরিত্রাণার্থে ঈশ্বরের শক্তি।”—রোমীয় ১:১১-১৬.
২ ইফিষের প্রাচীনদের সঙ্গে কথা বলার জন্যও পৌল একইরকম উৎসুক মনোভাব প্রকাশ করেছিলেন। তিনি তাদেরকে মনে করিয়ে দিয়েছিলেন যে: “এশিয়া দেশে আসিয়া, আমি প্রথম দিন অবধি . . . তোমাদিগকে . . . সাধারণ্যে ও ঘরে ঘরে শিক্ষা দিতে, সঙ্কুচিত হই নাই; যিহূদী ও গ্রীকদের নিকটে সাক্ষ্য দিয়া আসিতেছি।” (প্রেরিতদের কার্য্য ২০:১৮-২১) যে এলাকাগুলোতে প্রচার করার জন্য পৌলকে দায়িত্ব দেওয়া হয়েছিল সেই সমস্ত এলাকায় পরিত্রাণের সুসমাচার ছড়িয়ে দেওয়া ও রাজ্যের ফল পাওয়ার জন্য তিনি দৃঢ়সংকল্প ছিলেন। পৌলের উদ্যোগ আমাদের জন্য কত সুন্দরই না এক উদাহরণ!
৩ আমরা হয়ত নিজেদেরকে জিজ্ঞাসা করতে পারি: ‘আমাদের এলাকায় সুসমাচার প্রচার করার জন্য আমি কি একইরকম উৎসুক মনোভাব দেখিয়ে থাকি? প্রচার কাজকে কেবল কর্তব্য বলে না দেখে আমি কি যত বেশিজনের কাছে সম্ভব সুসমাচার প্রচার করার জন্য উৎসুক? আমার পরিস্থিতি সম্বন্ধে কি আমি প্রার্থনাপূর্বক ভেবেছি? আমি কি আমাদের এলাকার সমস্ত ক্ষেত্রগুলোর কথা ভেবে দেখেছি যেখানে আমরা প্রচার করতে পারি যেমন ঘরে ঘরে প্রচার করা, রাস্তায় সাক্ষ্য দেওয়া, ব্যবসায়ী এলাকাগুলোতে যাওয়া, টেলিফোনে সাক্ষ্যদান আর যখনই সুযোগ আসে লোকেদের সঙ্গে কথা বলা?’
৪ এপ্রিল মাসে উৎসুক মনোভাব নিয়ে প্রচার করুন: প্রচারে আরও বেশি করে বের হওয়ার জন্য এপ্রিল মাস আমাদের জন্য খুবই ভাল সময়। ঘন্টা কমিয়ে দেওয়ায় অনেকের জন্য অগ্রগামীর কাজ করা অনেক সহজ হয়ে যাবে। আপনি হয়ত এপ্রিল ও মে মাসে সহায়ক অগ্রগামীর কাজ করতে পারেন। অথবা নিয়মিত অগ্রগামীদের জন্যও ঘন্টা কমে যাওয়ায় আপনি হয়ত নিয়মিত অগ্রগামীর কাজ করার জন্য নাম লেখাতে পারেন। আপনি যদি মণ্ডলীর একজন প্রকাশক হন, তাহলে আপনি কি এই মাসে এবং পরের মাসে প্রচার কাজে বেশি সময় দিয়ে, যারা অগ্রগামীর কাজ করছেন তাদের সাহায্য করতে পারেন? তা করলে আপনি যিহোবার হৃদয়কে আনন্দিত করবেন!
৫ পৌলের মতো রাজ্যের সমস্ত প্রকাশকদের প্রচার কাজে যথাসম্ভব করে সবসময়ে উৎসুক মনোভাব দেখিয়ে চলা উচিত। প্রচার কাজে আমরা যতখানি করতে পারি ততখানি করা আমাদের জন্য সত্যিকারের আনন্দ নিয়ে আসবে। পৌল তার পবিত্র পরিচর্যা করে এইরকমই আনন্দ পেয়েছিলেন। তার এই অপূর্ব উদাহরণকে অনুকরণ করা আমাদের উচিত।—রোমীয় ১১:১৩; ১ করি. ৪:১৬.