যিহোবার প্রতাপান্বিত নামকে উচ্চ সম্মান দিন
১ আমাদের প্রথম পিতামাতাকে পাপ করতে প্ররোচিত করে শয়তান ঈশ্বরের নামকে অসম্মান করেছিল। দিয়াবল কৌশলে বলেছিল যে যিহোবা আদমকে মিথ্যা কথা বলেছেন। (আদি. ৩:১-৫) যেহেতু ঈশ্বরের নাম বোঝায় যে তাঁর বাক্য পূর্ণ করার ক্ষমতা ঈশ্বরের আছে, তাই শয়তানের অভিযোগ ছিল একেবারেই মিথ্যা অপবাদ। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যিহোবা তাঁর উদ্দেশ্যগুলোকে পূর্ণ করে সেই দুর্নাম ঘুচিয়েছেন ও তাঁর নামকে প্রতাপান্বিত করেছেন।—যিশা. ৬৩:১২-১৪.
২ আমরা হলাম সেই লোক যাদেরকে যিহোবা ‘তাঁর নিজের নামে ডেকেছেন।’ (প্রেরিত ১৫:১৪, ১৭) এটা আমাদের তাঁর নামকে পবিত্র বলে মান্য করার বিষয়ে আমরা কী মনে করি তা দেখানোর এক সুযোগ করে দেয়। আমরা দেখি যে যিহোবার নাম সত্যিই প্রতাপান্বিত কারণ তা সমস্ত মঙ্গল, দয়া, প্রেম, করুণা ও ধার্মিকতার উৎস। ঈশ্বরের মহৎ ও মহিমান্বিত নামের প্রভায় আমাদের হৃদয় তাঁর প্রতি সশ্রদ্ধ ভয়ে ভরে ওঠে। (গীত. ৮:১; ৯৯:৩; ১৪৮:১৩) তাই এখন আমাদের কী করা উচিত?
৩ ঈশ্বরের নামকে পবিত্র বলে মান্য করুন: ঈশ্বরের নামকে আমরা পবিত্র করতে পারি না কারণ ইতিমধ্যেই তা পবিত্র। কিন্তু আমরা যা করতে পারি তা হল আমাদের ভদ্র আচারব্যবহার ও রাজ্য প্রচারের দ্বারা আমরা দেখাতে পারি যে আমরা ঈশ্বরের নামকে উচ্চ সম্মান দিই। তাই আসুন আমরা উচ্চস্বরে বলি: “সদাপ্রভুর স্তব কর, তাঁহার নামে ডাক, জাতিগণের মধ্যে তাঁহার ক্রিয়া সকল জ্ঞাত কর, তাঁহার নাম উন্নত, এই বলিয়া কীর্ত্তন কর।” (যিশা. ১২:৪) কিন্তু কী করে আমরা তা করতে পারি?
৪ যিহোবার নাম ও তাঁর উদ্দেশ্য ঘোষণা করার জন্য আমরা প্রতিটা সুযোগকে কাজে লাগাতে পারি। আমরা যেভাবেই লোকেদের কাছে যাই না কেন, তা সে ঘরে ঘরে বা দোকানে দোকানে গিয়েই হোক, রাস্তায় বা টেলিফোনে সাক্ষ্য দিয়েই হোক, আমাদের প্রচার কাজ যিহোবার সম্মান নিয়ে আসে। আমাদের কথা আগ্রহ নিয়ে শোনেন এমন লোকেদের দেখা পেলে, তাদের কাছে আবার ফিরে যাওয়ার ও যিহোবার সম্বন্ধে তাদের আরও শিক্ষা দেওয়ার জন্য আমাদের পাকা ব্যবস্থা করে আসা দরকার। অর্থাৎ, আমাদেরকে অবশ্যই তাদের কাছে ফিরে যেতে হবে এবং তাদের সঙ্গে বাইবেল অধ্যয়ন শুরু করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতে হবে। আনন্দের বিষয় এই যে, প্রতি বছর হাজার হাজার ব্যক্তিরা যিহোবার প্রতাপান্বিত নামকে জানছেন, সম্মান করছেন এবং পবিত্র বলে মান্য করছেন।
৫ ঈশ্বরের নামকে পবিত্র বলে মান্য করার কাজে যখন আমরা মনপ্রাণ ঢেলে দিই, তখন আমরা স্পষ্টই দেখাই যে শয়তান এদনে যে বিচার্য বিষয়টা খাঁড়া করেছিল আমরা তার কোন্ পক্ষে। আমরা করতে পারি এমন যে কোন কাজের মধ্যে এটা সবচেয়ে উপযুক্ত এবং সম্মানজনক কাজ। তাই, আসুন আমরা যিহোবার প্রতাপান্বিত নামকে উচ্চ সম্মান দিই ও উদ্যোগের সঙ্গে সেই নামের প্রশংসা করি!—১ বংশা. ২৯:১৩.