ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ১/০০ পৃষ্ঠা ৩-৬
  • পূর্ব ইউরোপে সত্য উপাসনা ছড়িয়ে পড়ছে

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • পূর্ব ইউরোপে সত্য উপাসনা ছড়িয়ে পড়ছে
  • ২০০০ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • কিংডম হল নির্মাণ কার্যক্রম এগিয়ে চলেছে
    ২০০৪ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অসাধারণ বৃদ্ধির জন্য দ্রুত সম্প্রসারণ খুবই প্রয়োজন
    ২০০২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • কিংডম হল নির্মাণের প্রয়োজনীয়তার সাথে সমতালে চলা
    ১৯৯৭ আমাদের রাজ্যের পরিচর্যা
  • এটা আমাদের উপাসনার স্থান
    ২০১৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
২০০০ আমাদের রাজ্যের পরিচর্যা
km ১/০০ পৃষ্ঠা ৩-৬

পূর্ব ইউরোপে সত্য উপাসনা ছড়িয়ে পড়ছে

১ প্রথম শতাব্দীর খ্রীষ্টানেরা খুব উদ্যোগের সঙ্গে ঈশ্বরের রাজ্যের বিষয়ে প্রচার করেছিলেন। এইজন্য যখন ‘মণ্ডলীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পেয়েছিল,’ তারা খুবই আনন্দিত হয়েছিলেন। (প্রেরিত ১৬:৫) তাদের নির্ভীক প্রচার কাজের ফলে সত্য উপাসনা এশিয়া, আফ্রিকা এবং ইউরোপে ছড়িয়ে পড়েছিল আর এর ফলে অনেকেই বিশ্বাসী হয়েছিলেন।

২ আজকে এই শেষকালে, সত্য উপাসনা বিশেষকরে পূর্ব ইউরোপের দেশগুলোতে ছড়িয়ে পড়ছে। ১৯৯০ দশকের প্রথম দিক পর্যন্ত যে দেশগুলোতে সরকার আমাদের প্রচার কাজকে বন্ধ করে রেখেছিল, এখন সেখানে অনেক অনেক লোকেরা সত্য উপাসনা করার জন্য জড়ো হচ্ছেন। ১৯৯৯ সালের বর্ষপুস্তক (ইংরেজি) জানায় যে এরকম দুটো দেশ, রাশিয়া এবং ইউক্রেন, প্রত্যেকটাতেই ১,০০,০০০ এর বেশি প্রকাশকেরা প্রচার কাজের রিপোর্ট দিয়েছিলেন। ১৯৯১ সাল থেকে ভুতপূর্ব সোভিয়েত ইউনিয়নের ১৫টা দেশে, প্রায় ২,২০,০০০ এরও বেশি জন যিহোবার কাছে নিজেদেরকে উৎসর্গ করে বাপ্তিস্ম নিয়েছেন! এই দ্রুত বৃদ্ধির ফলে অনেক নতুন নতুন কিংডম হল ও অধিবেশন হল তৈরি করা এবং সেইসঙ্গে শাখার কিছু কাজকে বাড়ানোও দরকার হয়ে পড়েছে।

৩ আমেরিকায় ১৯৯৭ সালের মার্চ মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-য় যেমন ঘোষণা করা হয়েছিল যে, যে দেশগুলোতে আরও কিংডম হলের খুব দরকার অথচ কিংডম হল বানানোর মতো অর্থ নেই সেইসব জায়গায় জমি কেনা ও কিংডম হল বানানোর জন্য মণ্ডলীগুলোকে সোসাইটির কিংডম হল তহবিল থেকে ঋণ দেওয়া হবে। ১৯৯৬ সালের মার্চ থেকে ১৯৯৮ সালের অক্টোবরের মধ্যে সোসাইটি পূর্ব ইউরোপের ১১টা দেশে শাখা অফিসগুলোকে ৩৫৯টা কিংডম হল বানানোর জন্য ঋণ মঞ্জুর করেছে। দান তহবিল জমি কেনা ও নতুন কিংডম হলের জন্য দরকারী জিনিসপত্র কেনার সঙ্গে সঙ্গে পুরনো কিংডম হলকে মেরামত করার জন্যও ব্যবহার করা হয়েছে। এখানে দেওয়া ছবিগুলো দেখে বোঝা যায় যে যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশগুলোতে সোসাইটির কিংডম হল দান তহবিল থেকে কীভাবে পূর্ব ইউরোপে আমাদের ভাইরা উপকার পাচ্ছেন।

৪ ১৯৯৮ সালে, বুলগেরিয়ায় ১২ শতাংশ বৃদ্ধি হয়েছিল আর সেই বছরের এপ্রিল মাসে ভাইরা যখন তাদের প্রথম কিংডম হল পেয়েছিলেন তখন তারা খুবই আনন্দিত হয়েছিলেন। ক্রোয়েশিয়াতে ৪ শতাংশ বৃদ্ধি হয়েছিল আর এখন সেখানকার ভাইরা সত্য উপাসনার বৃদ্ধির জন্য আরও কিংডম হল তৈরি করছেন। হাঙ্গারিতে ১৪৪টা মণ্ডলী ৮০টা কিংডম হল ব্যবহার করে। এর মানে হল সেখানকার মোট ২৩৫টা মণ্ডলীর মধ্যে শতকরা ৬১টা মণ্ডলীর কাছে তাদের নিজেদের কিংডম হল রয়েছে। ম্যাসেডনিয়ায় দুটো কিংডম হল তৈরির কাজ শেষ হয়ে গিয়েছে আর কিছু হল এখন তৈরি হচ্ছে। ১৯৯৯ সালে গরমের সময়, ম্যাসেডনিয়ার রাজধানী স্কোপজি শহরে একজোড়া কিংডম হল তৈরি করার কাজ শেষ হয়েছে। এই কিংডম হলে অন্ততপক্ষে, ছটা মণ্ডলী সভা করতে পারে।

৫ ১৯৯৮ সালের পরিচর্যা বছরে রাশিয়ায়, প্রত্যেক সপ্তাহে গড়ে ২৬০ জনেরও বেশি ব্যক্তিরা বাপ্তিস্ম নিয়েছিলেন! আর অন্যান্য দেশগুলোর দেখে রাশিয়া শাখা ১২টা আঞ্চলিক নির্মাণ কমিটি গড়ে তুলেছে যাতে করে ভবিষ্যতে এই বিশাল দেশের নানা জায়গায় কিংডম হল তৈরি করা যায়। সেন্ট. পিটার্সবার্গের উত্তর অঞ্চলে, দেশের প্রথম অধিবেশন হল তৈরির কাজ চলছে, যেখানে ১,৬০০ জন খুব ভালভাবে বসতে পারবেন। এছাড়াও আরও পাঁচটা কিংডম হল বানানো হয়েছে যেগুলোর প্রত্যেকটাতে ২০০ জন করে বসতে পারেন। ইউক্রেনে আমাদের ভাইবোনদের ও সত্য শিখছেন এমন ব্যক্তিদের চাহিদা মেটানোর জন্য ৮৪টা কিংডম হল তৈরি করা হয়েছে এবং ৮০টা কিংডম হল তৈরির কাজ চলছে।

৬ পূর্ব ইউরোপে এই বৃদ্ধি দেখে আমাদের মন কি খুশিতে ভরে ওঠে না? আমরা পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, সত্য উপাসনার এই ছড়িয়ে পড়া আমাদেরকে মনে করিয়ে দেয় যে ঈশ্বর পক্ষপাত করেন না আর তাই তিনি ধৈর্য ধরেন যাতে ‘বিস্তর লোকেরা’ পরিত্রাণ পায়। (প্রকা. ৭:৯; ২ পিতর ৩:৯) আমাদের জন্য এটা কত বড়ই না আশীর্বাদের বিষয় হবে যদি অন্যদের আধ্যাত্মিক বৃদ্ধিতে আমাদেরও অল্প কিছু দান থাকে! হিতোপদেশ ২৮:২৭ পদ বলে “যে দরিদ্রকে দান করে, তাহার অভাব ঘটে না।” বস্তুগতভাবে আমাদের সাহায্য কিংডম হল তৈরি করার খরচে ‘উপচয়’ ঘটায় আর পৃথিবী জুড়ে সত্য উপাসনাকে ছড়িয়ে পড়তে দেখে আমরা সব ভাইবোনেরা কতই না খুশি হই যা শুধু দান করে পাওয়া যায়।—২ করি. ৮:১৪, ১৫; প্রেরিত ২০:৩৫.

[৩ পৃষ্ঠার চিত্র]

সিসিলি, রোমানিয়া

[৩ পৃষ্ঠার চিত্র]

মার্দু, এস্টোনিয়া

[৩ পৃষ্ঠার চিত্র]

সেভনিকা, শ্লোভেনিয়া

[৩ পৃষ্ঠার চিত্র]

টিসজাভাসভারি, হাঙ্গেরি

[Pictures on page 4]

জুর্মালা, লাটভিয়া

[Pictures on page 4]

তালিন, এস্টোনিয়া

[৪, ৫ পৃষ্ঠার চিত্র]

তৌরেজ, লিথুয়ানিয়া

[৪, ৫ পৃষ্ঠার চিত্র]

প্রিভিডজা, শ্লোভাকিয়া

[Pictures on page 5]

ম্যাটেজজালকা, হাঙ্গারি

[Pictures on page 5]

বেলগ্রেড, যুগোশ্লাভিয়া

[Pictures on page 6]

রুমা, যুগোশ্লাভিয়া

[Pictures on page 6]

রানোভ নাদ টপলু, শ্লোভাকিয়া

[Pictures on page 6]

তোরনাকানস্‌, লাটভিয়া

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার