ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ২/০০ পৃষ্ঠা ৮
  • বিশ্বাসে দাঁড়িয়ে থাকার জন্য আমরা কী করতে পারি?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • বিশ্বাসে দাঁড়িয়ে থাকার জন্য আমরা কী করতে পারি?
  • ২০০০ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • একজন আধ্যাত্মিকমনা ব্যক্তি হিসেবে উন্নতি করে চলুন!
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (অধ্যয়ন)—২০১৮
  • ‘খ্রীষ্টেই চল’
    ১৯৯৮ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • অতি সুপ্রাপ্য এক সহায়
    ২০০৬ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অল্পবয়সিরা, বাপ্তিস্মের পরও উন্নতি করে চলো!
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২২
আরও দেখুন
২০০০ আমাদের রাজ্যের পরিচর্যা
km ২/০০ পৃষ্ঠা ৮

বিশ্বাসে দাঁড়িয়ে থাকার জন্য আমরা কী করতে পারি?

১ যখন থেকে আমরা যিহোবার সংগঠনের সঙ্গে মেলামেশা শুরু করেছি, তখন থেকে আমরা আধ্যাত্মিক দিক দিয়ে এগিয়ে চলেছি আর এটা আমাদের জন্য কত আনন্দের বিষয়! কিন্তু তবুও, ‘বিশ্বাসে বদ্ধমূল, সংগ্রথিত ও দৃঢ়ীভূত’ থাকার জন্য আমাদের সব সময়ে আধ্যাত্মিক উন্নতি করে চলা দরকার। (কল. ২:৬, ৭) কিন্তু যদিও অনেক ভাইবোনেরাই আধ্যাত্মিক উন্নতি করছেন, তবুও কিছুজন সত্য থেকে সরে গেছেন। কারণ তারা ‘বিশ্বাসে দাঁড়াইয়া থাকিতে’ পারেননি। (১ করি. ১৬:১৩) আমরা কিন্তু আমাদের ক্ষেত্রে এমন ঘটতে দিতে চাই না। তাই যাতে তা না ঘটে তারজন্য আমরা কী করতে পারি?

২ আধ্যাত্মিক কাজকর্মে ব্যস্ত থাকুন: যিহোবার সংগঠনের সমস্ত আধ্যাত্মিক কাজকর্মে ব্যস্ত থাকুন। কারণ যিহোবার সংগঠন আমাদের আধ্যাত্মিক চাহিদা মেটায়। মণ্ডলীর সভা, অধিবেশন ও সম্মেলনগুলো আমাদের প্রচুর আধ্যাত্মিক খাবার যোগায় যাতে আমরা আধ্যাত্মিকতায় বেড়ে চলি ও মজবুত হই আর এর থেকে উপকার পেতে হলে আমাদের নিয়মিত সেগুলোতে যোগ দেওয়া দরকার। (ইব্রীয় ১০:২৪, ২৫) বাইবেল, প্রহরীদুর্গ ও সচেতন থাক! পত্রিকা এবং সোসাইটির বইগুলো নিয়মিত পড়লে আমরা আধ্যাত্মিক দিক দিয়ে মজবুত হব। কারণ এতে ঈশ্বরের বাক্যের গভীর বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। (ইব্রীয় ৫:১৪) যিহোবাকে সেবা করার জন্য আমরা যদি আধ্যাত্মিক লক্ষ্য রাখি এবং সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য কঠোর পরিশ্রম করি, তাহলে আমরা চিরস্থায়ী উপকারগুলো পাব।—ফিলি. ৩:১৬.

৩ পরিপক্ব ভাইবোনদের সাহায্য নিন: মণ্ডলীতে আধ্যাত্মিকভাবে পরিপক্ব যে ভাইবোনেরা আছেন তাদের সঙ্গে মেলামেশা করুন। প্রাচীনদের কাছে যান, কারণ তারাই সবচেয়ে বেশি করে আমাদের আধ্যাত্মিক উন্নতি করতে সাহায্য করেন। (১ থিষল. ২:১১, ১২) তারা যে উপদেশ কিংবা পরামর্শ দেন খুশি মনে তা মেনে নিন। (ইফি. ৪:১১-১৬) পরিচালক দাসেরাও আমাদের সাহায্য করার জন্য সবসময় তৈরি থাকেন যাতে আমরা আধ্যাত্মিকভাবে এগিয়ে যেতে পারি।

৪ প্রচারে কি আপনি সাহায্য চান? প্রাচীনদের সঙ্গে বিষয়টা নিয়ে কথা বলুন ও তাদের কাছ থেকে সাহায্য নিন। তারা হয়তো আপনাকে ‘অগ্রগামীরা অন্যদের সাহায্য করেন’ কার্যক্রমে যোগ দেওয়ার জন্য ব্যবস্থা করে দেবেন। আপনি কি সবে মাত্র বাপ্তিস্ম নিয়েছেন? আমাদের পরিচর্যা (ইংরেজি) বইটা পড়া ও এতে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে সেগুলোকে কাজে লাগানো আপনাকে আধ্যাত্মিকভাবে পরিপক্ব হতে সাহায্য করবে। আপনার কি ছেলেমেয়ে আছে? যদি থাকে, তাহলে আধ্যাত্মিকভাবে বেড়ে উঠতে তাদের সাহায্য করুন।—ইফি. ৬:৪.

৫ আমরা যদি বিশ্বাসে বদ্ধমূল ও অটল হই, তাহলে আমরা যিহোবার খুব কাছে আসতে পারব ও আমাদের ভাইবোনদের সঙ্গেও আমরা মধুর সম্পর্ক গড়ে তুলতে পারব। এটা আমাদেরকে শয়তানের আক্রমণকে বাধা দিতে সাহায্য করবে আর ভবিষ্যতে আমাদের অনন্ত জীবন পাওয়ার আশাকে দৃঢ় করবে।—১ পিতর ৫:৯, ১০.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার