মন দিয়ে শুনুন
যখন আমরা মণ্ডলীর সভা, অধিবেশন এবং সম্মেলনগুলোতে যাই, তখন মন দিয়ে শোনা খুবই দরকারি। (লূক ৮:১৮) কিন্তু কী করে আপনি মন দিয়ে শুনতে পারেন?
▪ সভায় আসার আগে ভরপেট খাবেন না।
▪ অন্যমনস্ক হয়ে পড়বেন না।
▪ মূল বিষয়গুলোকে সংক্ষেপে লিখে রাখুন।
▪ যে শাস্ত্রপদগুলো পড়া হচ্ছে, সেগুলো নিজের বাইবেল খুলে মেলান।
▪ যখন প্রশ্নোত্তর আলোচনা হয়, তখন উত্তর দিন।
▪ যে বিষয়টা আলোচনা করা হচ্ছে সেটা নিয়ে চিন্তা করুন।
▪ আপনি যা শুনছেন কী করে সেটাকে কাজে লাগাবেন সে বিষয়ে ভাবুন।
▪ আপনি যা শিখেছেন সেই বিষয়টা নিয়ে পরে আলোচনা করুন।
ঐশিক পরিচর্যা বিদ্যালয় নির্দেশ পুস্তক (ইংরেজি) বইয়ের ৫ম পাঠ দেখুন।