ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৩/০০ পৃষ্ঠা ৮
  • অন্যদের কাছে সাহায্য চান

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • অন্যদের কাছে সাহায্য চান
  • ২০০০ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • সাহায্যের জন্য প্রাচীনদের কাছে যান
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২৫
  • কীভাবে প্রাচীনরা মণ্ডলীতে সেবা করে?
    আজকে কারা যিহোবার ইচ্ছা পালন করছে?
  • “তোমাদের মধ্যে ঈশ্বরের যে পাল আছে, তাহা পালন কর”
    ২০১১ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • খ্রিস্টীয় মণ্ডলীকে কীভাবে সংগঠিত করা হয়েছে?
    চিরকাল জীবন উপভোগ করুন!—ঈশ্বরের কাছ থেকে শিখুন
আরও দেখুন
২০০০ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৩/০০ পৃষ্ঠা ৮

অন্যদের কাছে সাহায্য চান

১ ‘বিষম সময় [মোকাবিলা করা কঠিন],’ ঈশ্বরের কাছ থেকে আসা এই কথাগুলো আমাদের দিনের এই সংকটময় সময়ের জন্য একেবারে ঠিক। (২ তীম. ৩:১) তাই আপনি যখন কোন কঠিন আধ্যাত্মিক সমস্যার মুখোমুখি হন যা সমাধান করার পথ হয়তো আপনার জানা নেই তখন আপনি কী করবেন?

২ আপনি কি মণ্ডলীর এমন কোন ভাই বা বোনের সঙ্গে কথা বলতে চাইবেন যারা আধ্যাত্মিকভাবে পরিপক্ব? কেউ কেউ হয়তো লজ্জায় পড়ার ভয়ে অন্যদের কাছে যেতে দ্বিধা বোধ করেন বা মনে করেন যে অন্যের ওপর বোঝা চাপানো ঠিক না অথবা আদৌ কেউ তাদেরকে সাহায্য করতে পারবেন কি না তা নিয়ে তারা সন্দেহ করেন। এটা ঠিক যে নিজেদের সমস্যাগুলো নিজেরাই সমাধান করতে প্রাণপণ চেষ্টা করা উচিত কিন্তু আমরা যদি এমন কোন সমস্যায় পড়ি যা আমাদের আধ্যাত্মিক মঙ্গলের জন্য ক্ষতিকর, তাহলে অন্যের কাছ থেকে সাহায্য চাওয়ার ব্যাপারে আমাদের দ্বিধা করা উচিত নয়।—গালা. ৬:২, ৫.

৩ সাহায্যের জন্য প্রথমে যার কাছে যাবেন: সাহায্যের জন্য আপনি আপনার বুকস্টাডি পরিচালকের কাছে যেতে পারেন এবং তাকে বলতে পারেন যে আপনি তার সঙ্গে প্রচার করতে চান। একসঙ্গে প্রচারে গেলে আপনি তাকে খুলে বলার সুযোগ পাবেন যে আপনি আধ্যাত্মিকভাবে আরও উন্নতি করতে চান। তিনি যদি একজন পরিচারক দাস হন, তাহলে তাকে বলুন যে আপনার কীধরনের আধ্যাত্মিক সাহায্য দরকার আর এর ফলে তিনি প্রাচীনদেরকে আপনার কথা জানাবেন যাতে তারা আপনাকে সাহায্য করতে পারেন। অথবা যে বিষয়গুলো নিয়ে আপনি খুবই চিন্তিত তা নিয়ে কথা বলার জন্য আপনি যে কোন প্রাচীনের কাছেই যেতে পারেন।

৪ আপনার কীধরনের সাহায্যের দরকার? কোন কিছু কি আপনার উদ্যোগকে কমিয়ে দিয়েছে? আপনি কি একক বাবা অথবা মা আর আপনার ছেলেমেয়েরা যাতে খ্রীষ্টান ভাইবোনদের সঙ্গে মেলামেশা করে তার জন্য কি আপনি চেষ্টা করছেন? বয়স্ক ব্যক্তি হিসেবে আপনার কি কোন সাহায্যের দরকার আছে? অথবা কোন সমস্যা কি আপনার মন ভেঙে দিচ্ছে? যদিও আমাদের এই সংকটময় সময়কে মোকাবিলা করা খুবই কঠিন কিন্তু তা অসম্ভব নয়। আপনি চাইলেই সাহায্য পেতে পারেন।

৫ প্রাচীনেরা যেভাবে সাহায্য করেন: প্রাচীনেরা সত্যিই আমাদের জন্য চিন্তা করেন। তারা আপনার সমস্যার কথা শুনবেন। অন্যান্য প্রকাশকেরাও যদি একইরকম সমস্যার মুখোমুখি হন তখন প্রাচীনেরা এই বিষয়টা মাথায় রেখে মণ্ডলীকে নির্দেশনা ও শিক্ষা দেবেন। “পালের আদর্শ” হিসেবে তারা আপনার সঙ্গে খুশি মনে কাজ করার জন্য তৈরি আছেন। (১ পিতর ৫:৩) যেহেতু এই অভিজ্ঞ ভাইয়েরা বাইবেল থেকে যুক্তি দেখান তাই তাদের কথা শুনে আপনি আপনার প্রচারে উন্নতি করতে পারেন এবং সেগুলো আপনার নিজের জীবনে কাজে লাগাতে পারেন।—২ তীম. ৩:১৬, ১৭.

৬ যীশু আমাদেরকে অনেক ‘মনুষ্য বর’ দিয়েছেন। (ইফি. ৪:৮, পাদ. NW) এর মানে হল, আপনাকে সাহায্য করার জন্য প্রাচীনেরা আছেন। তারা আপনাকে সবসময় সাহায্য করতে চান। আসলে তারা ‘আপনাদের’ জন্যই রয়েছেন। (১ করি. ৩:২১-২৩) তাই সমস্যার কথা মনে চেপে না রেখে সব কিছু তাদেরকে খুলে বলুন। সাহায্যের দরকার হলে তাদেরকে বলুন।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার