দানিয়েলের ভবিষ্যদ্বাণী অধ্যয়ন করা
১ এপ্রিল ১৭ থেকে যে সপ্তাহ শুরু হবে, সেই সপ্তাহে আমরা মণ্ডলীর বুকস্টাডিতে দানিয়েলের ভবিষ্যদ্বাণীতে মনোযোগ দিন! (ইংরেজি) বইটা অধ্যয়ন শুরু করব। এরই মধ্যে অনেকেই হয়তো এই চমৎকার বইটা পড়ে ফেলেছেন কিন্তু এখন আমাদের দলগতভাবে আলোচনা করার সুযোগ রয়েছে, যেখান থেকে আমরা অনেক উপকার পাব। সমস্ত প্রকাশক, আগ্রহী ব্যক্তি এবং ছেলেমেয়েদেরকে বুকস্টাডিতে আসার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে আর তাদেরকে প্রত্যেক সপ্তাহের বুকস্টাডিতে আসার জন্য উৎসাহ দেওয়া হচ্ছে যাতে তারা বাইবেলের দানিয়েল বই থেকে গভীর বিষয়গুলো অধ্যয়ন করতে পারেন।—দ্বি:বি:. ৩১:১২, ১৩.
২ অধ্যয়নের তালিকা এবং নির্দেশনা: আমাদের রাজ্যের পরিচর্যা-র এই সংখ্যায় দানিয়েলের ভবিষ্যদ্বাণী বইয়ের পুরো অধ্যয়নের তালিকা দেওয়া হয়েছে। আপনার বইয়ে এই তালিকাটা রাখতে ভুলবেন না। কারণ প্রতি সপ্তাহের বুকস্টাডিতে এই বইয়ের কোন্ অধ্যায় থেকে কতটা অনুচ্ছেদ আর সেইসঙ্গে বাইবেলের দানিয়েল বই থেকে কতটা পদ আলোচনা করা হবে তা এই তালিকাতে দেওয়া আছে। পাদটীকাগুলো দেখায় যে বইয়ের কিছু বিষয় কীভাবে এবং কখন আলোচনা করতে হবে। পরিচালককে উৎসাহিত করা হচ্ছে যেন তিনি প্রত্যেক সপ্তাহে স্টাডির শেষে, তালিকার মধ্যে ওই সপ্তাহের জন্য দানিয়েল বই থেকে দেওয়া পদগুলো থেকে নির্দিষ্ট কিছু পদ বুকস্টাডি দলের সঙ্গে আলোচনা করেন। যদি সময় থাকে, তাহলে পদগুলো পড়তে এবং তার ওপর মন্তব্য করতেও বলা যেতে পারে। কিছু কিছু পদ হয়তো দুবার পড়তে হতে পারে কারণ পরের সপ্তাহের আলোচনার সময়ও সেই পদগুলো কাজে লাগতে পারে।
৩ ভাল করে অধ্যয়ন করার জন্য আগে থেকে তৈরি হোন: প্রতি সপ্তাহে অধ্যয়নের জন্য এমনভাবে তালিকা তৈরি করা হয়েছে যেন তাড়াহুড়ো করে না পড়ে, সময় নিয়ে আলোচনা করা যায়। চারটে অধ্যায় কিছুটা ছোট। তাই জুন ৫ থেকে যে সপ্তাহ শুরু হয়, সেই সপ্তাহে অধ্যয়নের শেষে পরিচালক, দানিয়েল ২:১-৪০ পদগুলো নিয়ে আলোচনা করতে পারেন। জুন ২৬ থেকে যে সপ্তাহ শুরু হয়, সেই সপ্তাহে তিনি দানিয়েল ৩:১-৩০ পদগুলো নিয়ে আলোচনা করতে পারেন। সেপ্টেম্বর ৪ থেকে যে সপ্তাহ শুরু হয়, সেই সপ্তাহে তিনি ১৩৯ পৃষ্ঠায় দেওয়া উদাহরণ এবং শাস্ত্রপদগুলো ভাল করে আলোচনা করতে পারেন। অক্টোবর ২ থেকে যে সপ্তাহ শুরু হয়, সেই সপ্তাহে তিনি ১৮৮ এবং ১৮৯ পৃষ্ঠায় দেওয়া তালিকা আলোচনা করবেন।
৪ প্রত্যেক সপ্তাহে অধ্যয়নের জন্য ভাল করে তৈরি হয়ে আসুন এবং সভায় উত্তর দিন। যিহোবার দৃশ্য সংগঠনের সঙ্গে মেলামেশা করার যে সুযোগ আপনি পেয়েছেন এবং যিহোবার বিশ্বস্ত অভিষিক্ত ব্যক্তিরা এই বিষয়গুলো ভালভাবে বুঝিয়ে দেওয়ায় যে উপকার আপনি পান তার প্রতি উপলব্ধি দেখান। (দানি. ১২:৩, ৪) মণ্ডলীর প্রতিটা বুকস্টাডিতে আসার জন্য অন্যদের উৎসাহিত করুন। দানিয়েলের বইটা অদ্ভুত আর এই বইয়ে ঈশ্বর যে ভবিষ্যদ্বাণীর বাক্য প্রকাশ করেছেন তাতে যেন আমরা সবাই মনোযোগ দিই।—ইব্রীয় ১০:২৩-২৫; ২ পিতর ১:১৯.