আপনি কি যীশু খ্রীষ্টকে ভালবাসেন?
১ প্রেরিত যোহন তার প্রভুর সারা জীবনের কথা চিন্তা করে লিখেছিলেন: “যীশু . . . জগতে অবস্থিত আপনার নিজস্ব যে লোকদিগকে প্রেম করিতেন, তাহাদিগকে শেষ পর্যন্ত প্রেম করিলেন।” (যোহন ১৩:১) স্মরণার্থক মরশুমে আমাদের বিশেষ করে মনে পড়ে যায় যে যীশু খ্রীষ্ট আমাদেরকে ভালবেসে কত বড় বলিদান দিয়েছেন। যীশুর মুক্তির মূল্যে বিশ্বাস করে, সমস্ত শক্তি দিয়ে প্রচার করে ও যীশুর মতো “শেষ পর্যন্ত” ধৈর্য ধরে তিনি আমাদের যে ভালবাসা দেখিয়েছেন তার জন্য আমরা কৃতজ্ঞ হতে পারি।—মথি ২৪:১৩; ২৮:১৯, ২০; যোহন ৩:১৬.
২ খ্রীষ্টের ভালবাসার জন্য কৃতজ্ঞ হোন: পৃথিবীতে তাঁর জীবনের শেষ দিনগুলোতে যীশু অনেক কাজ করেছিলেন। (মথি ২১:২৩; ২৩:১; ২৪:৩) খ্রীষ্টের শিষ্য হওয়ায় আর আমাদের মধ্যে প্রেম থাকায় আমরাও যিহোবার সেবায় ‘প্রাণপণ করিতে’ চাই। (লূক ১৩:২৪) এপ্রিল মাসে প্রচার করার জন্য কিছু বিশেষ ব্যবস্থা করা হয়েছে। আপনি কি এই মাসে আরেকটু বেশি প্রচার করে এই বিশেষ সুযোগকে কাজে লাগাতে চাইবেন না?
৩ এই বছর ১৯শে এপ্রিল বুধবার, প্রভুর সান্ধ্য ভোজ পালন করা হবে। এই বিশেষ সভায় কতজন আসবেন? এর বেশিটাই নির্ভর করে আমাদের ওপর। আপনি যাদের আসতে বলবেন বলে ঠিক করেছেন তাদের একটা তালিকা কি তৈরি করেছেন, যেমন আপনি যাদের সঙ্গে বাইবেল স্টাডি করছেন ও অন্যান্য আগ্রহী ব্যক্তিরা, আত্মীয়স্বজন, ব্যাবসার খাতিরে যাদের সঙ্গে আপনার ওঠা বসা আছে ও আপনার স্কুল বা কলেজের বন্ধুরা? আপনি কি এর মধ্যেই তাদের কাছে গিয়ে তাদেরকে এই অনুষ্ঠানে আসার জন্য বলে এসেছেন? স্মরণার্থক সভার কয়েকদিন আগেও কি আপনি আবার একবার তাদের মনে করিয়ে দিয়ে আসবেন? সভায় আসার জন্য তাদের কি আপনার সাহায্যের দরকার? যে ভাইবোনেরা মিটিং, প্রচারে আসা বন্ধ করে দিয়েছেন, প্রাচীনেরা তাদের কাছে গিয়ে তাদেরকে স্মরণার্থক সভায় আসার জন্য বলবেন। এবার স্মরণার্থক সভা শনি-রবিবারে না হয়ে সপ্তার দিনে হবে, তাই বলে এটাকে আমাদের স্মরণার্থক সভায় না আসার একটা অজুহাত বানানোর কোন কারণ নেই।
৪ তৈরি হয়ে আসুন: আমরা যখন স্মরণার্থক সভায় আসব তখন আমাদের তার জন্য তৈরি হয়ে আসা দরকার যাতে আমরা এর গুরুত্ব বুঝতে পারি। পৌল তার খ্রীষ্টান ভাইবোনদের এই সভার গুরুত্ব বুঝিয়ে দিয়েছিলেন। (১ করি. ১১:২০-২৬) পারিবারিক অধ্যয়নের সময় যোহনের সুসমাচার থেকে ১৩ এবং ১৭ অধ্যায় পড়ুন আর তারপর পরিবারের সবাই মিলে আলোচনা করুন যে যীশুর বলিদান আপনাদের সবার জন্য কী বোঝায়। এছাড়াও স্মরণার্থক দিবসের আগের সপ্তার জন্য বাইবেল পড়ার যে তালিকা দেওয়া হয়েছে, তার থেকে প্রত্যেক দিন পড়তে ভুলে যাবেন না যেন!
৫ যীশুকে আমরা গভীরভাবে ভালবাসি আর তা শুধু ১৯শে এপ্রিল পর্যন্তই নয় কিন্তু তারপরেও আমরা তাকে ভালবেসে যাব। আমরা ঠিক করেছি যে আমরা চিরকাল তাঁকে ভালবাসব! আর এই বছরের স্মরণার্থক সভা আমাদেরকে তা করার জন্য আরও শক্তিশালী করবে।