প্রশ্ন বাক্স
▪ কারা জেলা সম্মেলনের ব্যাজ কার্ড পাবেন?
ব্যাজ কার্ড সম্মেলন সম্বন্ধে লোকেদের জানায় আর এটা আমাদের ভাইবোনদেরকেও চিনতে সাহায্য করে। তাই, কোনরকম বাছবিচার না করে সবাইকে এটা দেওয়া উচিত নয়। আমরা যখন এটা লাগাই তখন তা দেখে লোকেরা বোঝেন যে আমরা যিহোবার সাক্ষিদের কোন একটা মণ্ডলী থেকে এসেছি আর আমরা ভাল লোক।
সেই কার্ডে আমাদের নাম ও মণ্ডলীর নাম লেখার জন্য জায়গা আছে। তাই আমরা যখন কোন একটা মণ্ডলীর নাম সেখানে লিখছি, তার মানে হল সেই মণ্ডলীর সঙ্গে আমরা নিয়মিত মেলামেশা করি। তাই এই কার্ড সেই সমস্ত বাপ্তাইজিত ও অবাপ্তাইজিত প্রকাশকদের দেওয়া উচিত, যারা নিয়মিত মিটিংয়ে আসেন। সেইসঙ্গে এটা সেইসব ছেলেমেয়ে ও লোকেদেরও দেওয়া যেতে পারে, যারা প্রকাশক হওয়ার পথে আছেন ও নিয়মিত মিটিংয়ে আসেন। কিন্তু, একজন সমাজচ্যুত ব্যক্তিকে এই কার্ড দেওয়া একেবারেই ঠিক নয়।
মণ্ডলীতে যখন ব্যাজ কার্ড এসে পৌঁছায় তখন প্রাচীনদের খেয়াল রাখা দরকার যে কার্ডের ওপরে লেখা নির্দেশনা মতোই যেন সেগুলো দেওয়া হয়।