‘জাগিয়া থাক’
১ যীশু তাঁর শিষ্যদেরকে শেষ কালের কিছু বিশেষ ঘটনার কথা বলার পর, পরামর্শ দিয়েছিলেন ‘জাগিয়া থাক।’ (মার্ক ১৩:৩৩) কিন্তু কেন খ্রীষ্টানদের জেগে থাকতে হবে? কারণ খ্রীষ্টানেরা ইতিহাসের সবচেয়ে বিপদজনক সময়ে বাস করছে। এই সময়ে তারা আধ্যাত্মিকভাবে ঝিমিয়ে পড়তে চায় না। কারণ ঝিমিয়ে পড়লে তারা এই শেষ কালে যিহোবা তাদেরকে যে কাজ দিয়েছেন সেটা ঠিক মতো করতে পারবে না। কিন্তু সেই কাজটা কী?
২ যিহোবা তাঁর লোকেদেরকে সারা পৃথিবীতে তাঁর রাজ্যের সুসমাচার প্রচার করার আদেশ দিয়েছেন, যে রাজ্য হল মানুষের একমাত্র আশা। ঈশ্বরের সংগঠনের সঙ্গে আমাদের মিলেমিশে কাজ করা দেখায় যে আমরা সত্য খ্রীষ্টান আর আমরা আমাদের সময় ও অন্যদেরকে “অনন্ত জীবনের কথা” জানানোর ব্যাপারে সচেতন আছি। (যোহন ৬:৬৮) তাই উৎসাহের সঙ্গে এই জরুরি কাজটা করে আমরা প্রমাণ দিই যে আমরা আধ্যাত্মিকভাবে জেগে আছি।
৩ প্রচারে যাওয়া: আমরা যিহোবার সাক্ষি, তাই আমাদের প্রচারে যাওয়ার মন থাকা দরকার। ঈশ্বর এবং প্রতিবেশীদের জন্য প্রেমই আমাদেরকে প্রচার যেতে উৎসাহ দেয়। (১ করি. ৯:১৬, ১৭) প্রচার করে আমরা নিজেদের ও সেইসঙ্গে যারা আমাদের কথা শোনেন, তাদেরও বাঁচাতে পারব। (১ তীম. ৪:১৬) তাই আসুন আমরা আমাদের সাধ্যমতো সবসময় এবং যতদিন দরকার ততদিন পর্যন্ত ঈশ্বরের রাজ্য অর্থাৎ পৃথিবীর সবচেয়ে ভাল সরকার সম্বন্ধে প্রচার করে চলব বলে ঠিক করি।
৪ প্রচার কাজ যে কতখানি জরুরি, তা আমরা এই গুরুত্বপূর্ণ তথ্য থেকে বুঝতে পারি যে আমরা এই কাজ করতে করতেই মহাক্লেশ শুরু হবে। আর সেই দিন এবং সময় কখন আসবে তা আমরা জানি না বলেই আমাদের জেগে থাকতে হবে ও তৈরি থাকতে হবে। যিহোবার ওপর নির্ভর করে প্রার্থনা করতে হবে। (ইফি. ৬:১৮) এই সময়ে আমাদের প্রচার কাজ পৃথিবীর চারিদিকে আরও ছড়িয়ে পড়বে। কিন্তু, খুব শীঘ্রিই সারা পৃথিবী জুড়ে এই বিরাট প্রচার কাজ শেষ হয়ে যাবে।
৫ তাই যীশুর পরামর্শ মেনে ‘জাগিয়া থাকুন।’ আগের চেয়ে এখন জেগে থাকা আরও বেশি দরকার। কারণ এই সময় আমাদের কাছে দ্বিতীয়বার আর আসবে না। তাই আসুন আমরা শুধু আজ নয় কিন্তু এখন থেকে রোজ সতর্ক থাকি এবং আরও উৎসাহ নিয়ে যিহোবার কাজ করে চলি। হ্যাঁ, আমরা ‘নিদ্রা না গিয়া, বরং জাগিয়া থাকি।’—১ থিষল. ৫:৬.