প্রশ্নবাক্স
▪ বক্তৃতা দেওয়ার সময় বক্তা যখন শ্রোতাদের বাইবেলের পদগুলো খুলে দেখার কথা বলেন তখন সেগুলো খুলে মিলিয়ে নেওয়া কেন লাভদায়ক?
বক্তা কতবার তার শ্রোতাদের বাইবেলের পদ খুলে দেখার কথা বলবেন তা দুটো বিষয় থেকে ঠিক করা হয়। এক, কোন্ বিষয়ে বক্তৃতা দেওয়া হচ্ছে আর দুই, বক্তৃতায় পদ ধরে ধরে আলোচনা করা হচ্ছে কিনা।
মনে রাখুন যে বক্তার সঙ্গে সঙ্গে বাইবেলের পদ খুলে মিলিয়ে নেওয়ার একটা কারণ হল এটা দেখা যে বক্তা যা কিছু বলছেন, তা বাইবেল থেকে বলছেন। (প্রেরিত ১৭:১১) এছাড়াও এতে যে বিষয় আলোচনা করা হচ্ছে বাইবেল থেকে তার প্রমাণ পাওয়া যায় যাতে আমাদের বিশ্বাস আরও বাড়ে। যখন শ্রোতারা মূল বিষয়গুলো শোনার সঙ্গে সঙ্গে সেই বিষয়ের ওপর বাইবেলের পদটাও খুলে দেখেন তখন শ্রোতাদের মনে সেই মূল বিষয়টা আরও বেশি করে গেঁথে যায়। তবে বাইবেলের পদগুলো খুলে দেখা ছাড়াও নোট নেওয়া এবং বক্তা কী বলছেন মন দিয়ে তা শোনাও লাভদায়ক।
সোসাইটির দেওয়া আউটলাইনে অনেক পদ দেওয়া থাকে যেন বক্তা সহজেই ভাল করে তার বক্তৃতা তৈরি করতে পারেন। এই পদগুলো বিষয়বস্তুকে আরও বিশদভাবে জানার জন্য, বাইবেলের নীতিগুলো বোঝার জন্য এবং কীভাবে যুক্তি করা যেতে পারে তা বোঝার জন্য দেওয়া হয়। তাই বক্তৃতা দেওয়ার সময় কোন্ পদগুলো পড়া হবে তা বক্তা ঠিক করবেন আর তিনি সেগুলো শ্রোতাদের খুলে দেখতে বলবেন ও বুঝিয়ে দেবেন। অন্য পদগুলো তিনি পড়তে পারেন বা না পড়ে শুধু মুখে বলে দিতে পারেন। তাই সেগুলো শ্রোতাদের খুলে মিলিয়ে নেওয়ার কোন দরকার নেই।
বক্তা যখন বেছে নেওয়া পদগুলো পড়েন তখন তার সেগুলো সোজা বাইবেল থেকে পড়া উচিত, বক্তৃতার কাগজ থেকে নয়। তিনি যখন তার শ্রোতাদের তার সঙ্গে বাইবেল খুলে পড়ার কথা বলছেন তখন স্পষ্ট করে বইয়ের নাম, অধ্যায় ও পদের(পদগুলোর) কথা বলা দরকার। শ্রোতাদের পদটা খুলতে কিছুটা সময় দেওয়ার জন্য বক্তা পদটা পড়ার আগে কোন প্রশ্ন করতে পারেন বা অল্প কথায় বলতে পারেন যে পদটা তিনি কেন পড়তে যাচ্ছেন। পদটা আবারও এক দুবার বললে শ্রোতারা পদটাকে মনে রাখতে ও সহজে খুলতে পারেন। কিন্তু বাইবেলের কত পৃষ্ঠায় পদটা আছে তা বলা ঠিক নয় কারণ শ্রোতাদের কাছে বাইবেলের আলাদা আলাদা সংস্করণ থাকতে পারে আর সব বাইবেলের পৃষ্ঠা মেলে না। তাই সত্যিই বক্তৃতার সময় বক্তার সঙ্গে সঙ্গে বাইবেল খুলে মিলিয়ে নিলে শ্রোতারা ঈশ্বরের বাক্যের শক্তি থেকে অনেক লাভবান হবেন।—ইব্রীয় ৪:১২.