আপনি কি সাহসের সঙ্গে প্রচার করেন?
১ পিতর ও যোহনের কাজে যারা বাধা দিত তারা তাদের গ্রেপ্তার করেছিল এবং ভয়ও দেখিয়েছিল কিন্তু তবুও তারা সাহসের সঙ্গে রাজ্যের বার্তা প্রচার করে গিয়েছিলেন। (প্রেরিত ৪:১৭, ২১, ৩১) সাহসের সঙ্গে প্রচার করা বলতে আজকে আমাদের জন্য কী বোঝায়?
২ সাহসের সঙ্গে সাক্ষ্য দেওয়া: “সাহসী” কথার প্রতিশব্দ হল “নির্ভীক,” যার মানে “কোন ভয় না থাকা এবং বল ও সহ্য শক্তি” থাকা। সত্য খ্রীষ্টানদের জন্য সাহসের সঙ্গে প্রচার করা বলতে বোঝায় যখনই সুযোগ হয় অন্যদেরকে সুসমাচার জানাতে ভয় না পাওয়া। (প্রেরিত ৪:২০; ১ পিতর ৩:১৫) এর মানে হল যে আমরা সুসমাচার জানাতে লজ্জিত নই। (গীত. ১১৯:৪৬; রোমীয় ১:১৬; ২ তীম. ১:৮) তাই সাহস হল এমন এক গুণ, যা এই শেষকালে আমাদের রাজ্যের সুসমাচার প্রচার করার দায়িত্বকে সম্পন্ন করার জন্য খুবই দরকারি। এই গুণ যেখানেই লোকেদের পাওয়া যায়, তাদের কাছে সুসমাচার জানাতে আমাদের প্রেরণা দেয়।—প্রেরিত ৪:২৯; ১ করি. ৯:২৩.
৩ স্কুলে সাহস দেখানো: সহপাঠীদের কাছে প্রচার করতে তোমার কি ভয় বা লজ্জা করে? কখনও কখনও এই ভয় বা লজ্জা কাটিয়ে ওঠা সহজ হয় না; সত্যি বলতে কী, তা খুব কঠিন বলে মনে হতে পারে। কিন্তু, অন্যদের কাছে প্রচার করার জন্য তুমি যদি সাহস চেয়ে যিহোবার কাছে প্রার্থনা কর, তাহলে তিনি তোমাকে শক্তি দেবেন। (গীত. ১৩৮:৩) সাহস থাকলে তুমি স্কুলে নিজেকে একজন যিহোবার সাক্ষি বলে পরিচয় দিতে পারবে আর বন্ধুরা যখন তোমাকে নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করে তখন তা সহ্যও করতে পারবে। ফলে, যারা তোমার কথা শুনবে স্কুলে তাদের কাছে প্রচার করে তুমি তাদের জীবন বাঁচাবে।—১ তীম. ৪:১৬.
৪ কাজের জায়গায় সাহস দেখানো: আপনি যেখানে কাজ করেন, সেখানকার লোকেরা কি আপনাকে একজন যিহোবার সাক্ষি বলে জানেন? আপনার সহকর্মীদের কাছে সুসমাচার পৌঁছে দেওয়ার একমাত্র উপায় হল তাদের কাছে প্রচার করা। এছাড়াও খ্রীষ্টীয় সভা ও সম্মেলনগুলোর জন্য সাহস করে আপনি মালিকের কাছে ছুটি চাইতে পারবেন।
৫ পরীক্ষার সময় সাহসী হওয়া: বিরোধিতার মোকাবিলা করার জন্য সাহস থাকা খুবই জরুরি। (১ থিষল. ২:১, ২) লোকেরা যখন আমাদের ভয় দেখায়, আমাদের নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করে কিংবা আমাদের ওপর প্রচণ্ড তাড়না নিয়ে আসে সেই সময় সাহস থাকলে আমরা নিজেদের বিশ্বাসকে ধরে রাখতে পারব। (ফিলি. ১:২৭, ২৮) আমাদের ঈশ্বর যিহোবার নীতিগুলোর সঙ্গে আপোশ করার জন্য যখন আমাদের ওপর চাপ দেওয়া হয় সেই সময় সাহস আমাদেরকে স্থির থাকার জন্য শক্তি দেয়। এছাড়াও অন্যেরা যখন রেগে গিয়ে তর্ক-বিতর্ক করে তখনও সাহস আমাদেরকে শান্তি বজায় রাখতে শক্তি দেয়।—রোমীয় ১২:১৮.
৬ ব্যক্তিগতভাবে আমরা যে ধরনেরই সমস্যারই মুখোমুখি হই না কেন, আসুন আমরা সাহসের সঙ্গে সবসময় সুসমাচার প্রচার করে চলি।—ইফি. ৬:১৮-২০.