ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • wp20 নং ১ পৃষ্ঠা ১২-১৩
  • ঈশ্বরের রাজ্য সম্বন্ধে সত্য

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ঈশ্বরের রাজ্য সম্বন্ধে সত্য
  • প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (জনসাধারণের সংস্করণ)—২০২০
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • ঈশ্বরের রাজ্য সম্বন্ধে যিশু যা শিক্ষা দিয়েছিলেন
    ২০১০ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • ঈশ্বরের রাজ্য সম্বন্ধে
    ২০০৮ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • ঈশ্বরের রাজ্য শাসন করে
    জ্ঞান যা অনন্ত জীবনে পরিচালিত করে
  • ঈশ্বরের রাজ্য কী?
    ঈশ্বর আমাদের কাছ থেকে কী চান?
আরও দেখুন
প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (জনসাধারণের সংস্করণ)—২০২০
wp20 নং ১ পৃষ্ঠা ১২-১৩
মহাকাশ থেকে সূর্যের আলোতে পৃথিবীকে যেমন দেখায়

ঈশ্বরের রাজ্য সম্বন্ধে সত্য

যিশু তাঁর অনুসারীদের এভাবে প্রার্থনা করতে শিখিয়েছিলেন: “হে আমাদের স্বর্গস্থ পিতঃ, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হউক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হউক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হউক।” (মথি ৬:৯, ১০) ঈশ্বরের রাজ্য কী? এই রাজ্য কী সম্পাদন করে? আর কেন আমাদের এই রাজ্যের জন্য প্রার্থনা করা উচিত?

যিশু হলেন ঈশ্বরের রাজ্যের রাজা।

লূক ১:৩১-৩৩: “তাঁহার নাম যীশু রাখিবে। তিনি মহান্‌ হইবেন, আর তাঁহাকে পরাৎপরের পুত্ত্র বলা যাইবে; আর প্রভু ঈশ্বর তাঁহার পিতা দায়ূদের সিংহাসন তাঁহাকে দিবেন; তিনি যাকোব-কুলের উপরে যুগে যুগে রাজত্ব করিবেন, ও তাঁহার রাজ্যের শেষ হইবে না।”

রাজ্যই ছিল যিশুর প্রচারের মূল বিষয়।

মথি ৯:৩৫: “যীশু সমস্ত নগরে ও গ্রামে ভ্রমণ করিতে লাগিলেন; তিনি লোকদের সমাজ-গৃহে উপদেশ দিলেন ও রাজ্যের সুসমাচার প্রচার করিলেন, এবং সর্ব্বপ্রকার রোগ ও সর্ব্বপ্রকার ব্যাধি আরোগ্য করিলেন।”

কখন সেই রাজ্য আসবে, তা বুঝতে সাহায্য করার জন্য যিশু তাঁর শিষ্যদের একটা চিহ্ন দিয়েছিলেন।

মথি ২৪:৭: “কারণ জাতির বিপক্ষে জাতি ও রাজ্যের বিপক্ষে রাজ্য উঠিবে, এবং স্থানে স্থানে দুর্ভিক্ষ ও ভূমিকম্প হইবে।”

যিশুর শিষ্যরা এখন পৃথিবীব্যাপী এই রাজ্য সম্বন্ধে প্রচার করে।

মথি ২৪:১৪: “আর সর্ব্ব জাতির কাছে সাক্ষ্য দিবার নিমিত্ত রাজ্যের এই সুসমাচার সমুদয় জগতে প্রচার করা যাইবে; আর তখন শেষ উপস্থিত হইবে।”

ঈশ্বরের রাজ্য সম্বন্ধে প্রকৃত বিষয়গুলো

স্থান। ঈশ্বরের রাজ্য হল এক বাস্তব সরকার, যা ঈশ্বর স্বর্গে স্থাপন করেছেন।—দানিয়েল ২:৪৪; মথি ৪:১৭.

উদ্দেশ্য। ঈশ্বরের রাজ্য পৃথিবীকে পরমদেশে পরিণত করবে, যেখানে সমস্ত মানুষ শান্তিতে ও একতাবদ্ধভাবে বাস করবে এবং তারা কখনো অসুস্থ হবে না কিংবা মারা যাবে না।—গীতসংহিতা ৩৭:১১, ২৯.

শাসকবর্গ। ঈশ্বর যিশুকে স্বর্গে শাসন করার জন্য রাজা হিসেবে নিযুক্ত করেছেন আর তাঁর সঙ্গে ১,৪৪,০০০ জন সহ-শাসক রয়েছে, যাদের পৃথিবী থেকে ক্রয় করা হয়েছে।—লূক ১:৩০-৩৩; ১২:৩২; প্রকাশিত বাক্য ১৪:১, ৩.

প্রজা। ঈশ্বরের রাজ্যের প্রজারা পৃথিবীতে বাস করবে এবং ইচ্ছুক মনে সেই রাজ্যের আইনকানুন মেনে চলবে এবং যিশুর শাসনের প্রতি বশীভূত হবে।—মথি ৭:২১.

মানবজাতিকে শাসন করার জন্য কেন যিশুই সবচেয়ে যোগ্য

পৃথিবীতে থাকার সময় যিশু প্রমাণ দিয়েছিলেন যে, তিনি একজন যোগ্য ও প্রেমময় শাসক হবেন, কারণ তিনি

  • দরিদ্র লোকেদের প্রতি চিন্তা দেখিয়েছিলেন।—লূক ১৪:১৩, ১৪.

  • কলুষতা ও অবিচারকে ঘৃণা করেছিলেন।—মথি ২১:১২, ১৩.

  • প্রাকৃতিক শক্তিগুলোকে নিয়ন্ত্রণ করেছিলেন।—মার্ক ৪:৩৯.

  • হাজার হাজার লোককে খাইয়েছিলেন।—মথি ১৪:১৯-২১.

  • অসুস্থ লোকেদের প্রতি মমতা বোধ করেছিলেন এবং যারা কষ্ট ভোগ করছিল, তাদের সুস্থ করেছিলেন।—মথি ৮:১৬.

  • মৃতদের পুনরুত্থিত করেছিলেন।—যোহন ১১:৪৩, ৪৪.

যেভাবে ঈশ্বরের রাজ্য এখন আপনাকে উপকৃত করতে পারে

আপনি এখনই এক সুখী জীবনযাপন করতে পারেন, যদি আপনি ঈশ্বরের রাজ্যের একজন প্রজা হয়ে ওঠেন। উদাহরণ স্বরূপ, ঈশ্বরের রাজ্যের প্রজারা

  • ‘সকলের সহিত শান্তির অনুধাবন করে।’—ইব্রীয় ১২:১৪.

  • পরিবারের মধ্যে শান্তি ও একতা উপভোগ করে কারণ বিবাহসাথিরা পরস্পরের প্রতি প্রেম ও সম্মান দেখায়।—ইফিষীয় ৫:২২, ২৩, ৩৩.

  • এক সুখী ও পরিতৃপ্তিদায়ক জীবন উপভোগ করে কারণ তারা “আত্মাতে দীনহীন [“আধ্যাত্মিক চাহিদা সম্বন্ধে সচেতন,” NW]।”—মথি ৫:৩.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার