ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ২/০১ পৃষ্ঠা ১
  • অন্যদের যেভাবে যুক্তি দিয়ে বোঝানো যায়

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • অন্যদের যেভাবে যুক্তি দিয়ে বোঝানো যায়
  • ২০০১ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • প্রত্যয় উৎপাদনের দক্ষতাসহ হৃদয়ে পৌঁছানো
    ১৯৯৮ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • রাজ্যের বার্তা গ্রহণ করতে অন্যদের সাহায্য করুন
    ২০০৩ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • আপনার শিক্ষাদানে প্রত্যয় উৎপাদন করুন
    ২০১০ আমাদের রাজ্যের পরিচর্যা
  • কীভাবে প্রত্যেক ব্যক্তিকে আমাদের ‘উত্তর দেওয়া’ উচিত?
    ২০১৪ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
২০০১ আমাদের রাজ্যের পরিচর্যা
km ২/০১ পৃষ্ঠা ১

অন্যদের যেভাবে যুক্তি দিয়ে বোঝানো যায়

১ লোকেদেরকে যুক্তি দিয়ে বোঝাতে প্রেরিত পৌল দক্ষ পরিচারক হিসেবে পরিচিত ছিলেন। (প্রেরিত ১৯:২৬) এমনকি রাজা আগ্রিপ্প তাকে বলেছিলেন: “তুমি অল্পেই আমাকে খ্রীষ্টীয়ান করিতে চেষ্টা পাইতেছ।” (প্রেরিত ২৬:২৮) পৌলের প্রচার কাজকে কী এত প্রভাবশালী করেছিল? তিনি শাস্ত্র থেকে যুক্তি দিয়ে লোকেদের বোঝাতেন ও এমন যুক্তি ব্যবহার করতেন যেন তা তার শ্রোতারা বুঝতে পারেন।​—⁠প্রেরিত ২৮:⁠২৩.

২ পৌলকে অনুকরণ করে আমাদেরও প্রচার কাজে যুক্তি দিয়ে লোকেদের বোঝানোর দরকার আছে। কীভাবে? আমরা যখন অন্যদের সঙ্গে কথা বলি ও তাদের কথা শুনি তখন আমাদের বিচক্ষণ হওয়া উচিত। (হিতো. ১৬:২৩) তিনটে গুরুত্বপূর্ণ ধাপ আমাদের বিচক্ষণ হতে সাহায্য করবে।

৩ মন দিয়ে শুনুন: কেউ যখন কথা বলেন তখন কোন্‌ কোন্‌ বিষয়ে তার সঙ্গে আপনার মতের মিল রয়েছে, তা মন দিয়ে শুনুন। তিনি যদি কোন প্রশ্ন করেন, তাহলে এর পিছনে কোন্‌ যুক্তি আছে তা বোঝার চেষ্টা করুন। এটা আপনাকে জানতে সাহায্য করবে যে তিনি কী বিশ্বাস করেন, কেন বিশ্বাস করেন ও এটা বিশ্বাস করতে কী তাকে এত প্রভাবিত করেছে। (হিতো. ১৮:১৩) কৌশলে তার মনের কথা জানার চেষ্টা করুন।

৪ প্রশ্ন করুন: একজন ব্যক্তি যদি ত্রিত্বে বিশ্বাস করেন, তাহলে আপনি জিজ্ঞেস করতে পারেন: “আপনি কি সবসময়ই ত্রিত্ব বিশ্বাস করে আসছেন?” পরে এইভাবে বলতে পারেন: “বাইবেল এই বিষয়ে কী বলে, তা কি আপনি কখনও পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে দেখেছেন?” আপনি এও বলতে পারেন: “ঈশ্বর যদি ত্রিত্বের এক অংশ হন, তাহলে কি আপনি আশা করেন না যে বাইবেল স্পষ্টভাবে এই বিষয়ে কিছু বলত?” ওই ব্যক্তি যে উত্তর দেবেন সেটা আপনাকে শাস্ত্র এই বিষয়ে কী বলে, তা যুক্তি দিয়ে তাকে বোঝাতে সাহায্য করবে।

৫ জোরালো যুক্তি ব্যবহার করুন: যীশুকে ঈশ্বর বলে বিশ্বাস করতেন এমন একজন মহিলাকে একজন সাক্ষি একবার জিজ্ঞেস করেছিলেন: ‘দুজন ব্যক্তি সমান, এটা যদি বুঝিয়ে বলতে চান, তাহলে আপনি পরিবারের মধ্যে কোন্‌ সম্পর্ককে ব্যবহার করবেন?’ তিনি উত্তর দিয়েছিলেন: “আমি হয়তো দুই ভাইয়ের উদাহরণ ব্যবহার করব।” সেই সাক্ষি বলেছিলেন: “আপনি হয়তো যমজ সন্তানের উদাহরণ ব্যবহার করবেন। কিন্তু যীশু যখন ঈশ্বরকে পিতা ও নিজেকে পুত্র বলেছিলেন তখন তিনি আসলে কী বোঝাতে চেয়েছিলেন?” সেই মহিলা বিষয়টা বুঝতে পারেন যে একজন হলেন বড় ও তাঁর বেশি অধিকার রয়েছে। (মথি ২০:২৩; যোহন ১৪:২৮; ২০:১৭) যুক্তি দিয়ে বোঝানোর ফলে ওই মহিলার হৃদয় ও মনে তা ছুঁয়ে গিয়েছিল।

৬ এটা ঠিক যে, যত ভাল যুক্তি ও সঠিক উপস্থাপনাই আমরা ব্যবহার করি না কেন, সত্যে সবাই সাড়া দেবে না। কিন্তু পৌলের মতো, আসুন আমরা আমাদের এলাকায় সৎ হৃদয়ের ব্যক্তিদের খোঁজার জন্য পরিশ্রম করে চলি এবং তারা যাতে রাজ্য সংবাদকে গ্রহণ করে তার জন্য তাদেরকে যুক্তি দিয়ে বোঝাই।​—⁠প্রেরিত ১৯:⁠৮.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার