ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৪/০১ পৃষ্ঠা ১
  • “ঈশ্বরের সকলই সাধ্য”

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • “ঈশ্বরের সকলই সাধ্য”
  • ২০০১ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • “অসম্ভব!” এই শব্দটির দ্বারা কী বোঝায়?
    ২০১২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • ‘এই সুসমাচার প্রচার করা যাইবে’!
    ২০১০ আমাদের রাজ্যের পরিচর্যা
  • যিশুর মতো উদ্যোগের সঙ্গে প্রচার করুন
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২৫
  • সাহসের সঙ্গে ঈশ্বরের বাক্য বলে চলুন
    একমাত্র সত্য ঈশ্বরের উপাসনা করুন
আরও দেখুন
২০০১ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৪/০১ পৃষ্ঠা ১

“ঈশ্বরের সকলই সাধ্য”

১ খ্রীষ্টীয় মণ্ডলীর প্রধান কাজ হচ্ছে সারা পৃথিবীতে রাজ্যের বার্তা প্রচার করা। (মথি ২৪:১৪) এটা এক বিরাট কাজ। অনেকে যারা আমাদের কাজ দেখছেন তারা মনে করেন যে এই কাজের জন্য যত টাকাপয়সা আমাদের আছে তার চেয়েও আরও অনেক বেশি প্রয়োজন। অন্যেরা মনে করেন যে যেহেতু আমরা ঠাট্টা, বিরোধিতা ও তাড়নার মুখোমুখি হই, তাই এই কাজ সম্পাদন করার কথা চিন্তাও করা যায় না। (মথি ২৪:৯; ২ তীম. ৩:১২) আর সন্দেহবাদীরা একেবারে নিশ্চিত যে এই কাজ সম্পাদন করা কখনোই সম্ভব নয়। যীশু কিন্তু বলেছিলেন: “ঈশ্বরের সকলই সাধ্য।”​—⁠মথি ১৯:⁠২৬.

২ অনুকরণ করার মতো ভাল উদাহরণগুলো: সমস্ত জগতের বিরুদ্ধে যীশু একলাই তাঁর পরিচর্যা কাজ শুরু করেছিলেন। তাঁর কাজ যাতে সফল না হয় তার জন্য বিরোধীরা যতটা পেরেছিল তাঁকে অপমান করেছিল, শেষে তাঁকে যন্ত্রণাদায়ক মৃত্যুদণ্ড দিয়েছিল। কিন্তু তবুও, তাঁর পরিচর্যার শেষদিকে যীশু দৃঢ়ভাবে ঘোষণা করেছিলেন: “আমিই জগৎকে জয় করিয়াছি।” (যোহন ১৬:৩৩) সত্যিই, তিনি এক অবিশ্বাস্য কাজ সম্পাদন করেছিলেন!

৩ যীশুর শিষ্যরা খ্রীষ্টীয় পরিচর্যায় ঠিক একই রকম সাহস ও উদ্যোগ দেখিয়েছিলেন। অনেককে চাবুক মারা, প্রহার করা, জেলে পুরা ও এমনকি মেরেও ফেলা হয়েছিল। তবুও তারা “আনন্দ করিতে করিতে গেলেন, কারণ তাঁহারা সেই নামের জন্য অপমানিত হইবার যোগ্যপাত্র গণিত হইয়াছিলেন।” (প্রেরিত ৫:৪১) তাদের ওপর এরকম তাড়না আসা সত্ত্বেও তারা “পৃথিবীর প্রান্ত পর্য্যন্ত” সুসমাচার প্রচার করেছিলেন যেটা করা অসম্ভব বলে মনে হয়েছিল।​—⁠প্রেরিত ১:৮; কল. ১:⁠২৩.

৪ যেভাবে আমাদের দিনে সফল হওয়া যায়: আমাদের কাজ সফল নাও হতে পারে এমন সম্ভাবনার মধ্যে আমরাও উদ্যোগের সঙ্গে রাজ্যের প্রচার কাজ শুরু করেছি। আমাদের কাজ বন্ধ করার জন্য নিষেধাজ্ঞা জারি করা, তাড়না, জেলে রাখা ও সেই সঙ্গে অন্যান্য হিংস্র আক্রমণ সত্ত্বেও আমরা সফলভাবে কাজ করে যাচ্ছি। এটা কীভাবে সম্ভব হচ্ছে? “‘পরাক্রম দ্বারা নয়, বল দ্বারাও নয়, কিন্তু আমার আত্মা দ্বারা’, ইহা বাহিনীগণের সদাপ্রভু বলেন।” (সখ. ৪:⁠৬) তাই যিহোবা যখন আমাদের সঙ্গে আছেন, কোন কিছুই আমাদের কাজকে বন্ধ করতে পারে না!​—⁠রোমীয় ৮:⁠৩১.

৫ প্রচার করার সময় আমাদের লজ্জা বা ভয় পাওয়ার অথবা নিজেকে অযোগ্য মনে করার কোন কারণ নেই। (২ করি. ২:​১৬, ১৭) রাজ্যের সুসমাচারকে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের এগিয়ে যাওয়ার জোরাল কারণ আছে। যিহোবার সাহায্যে আমরা ‘অসাধ্যকে’ সাধন করব!​—⁠লূক ১৮:⁠২৭.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার