“ঈশ্বরের বাক্য . . . কার্য্যসাধক”
১ প্রেরিত পৌল লিখেছিলেন, “ঈশ্বরের বাক্য জীবন্ত ও কার্য্যসাধক।” (ইব্রীয় ৪:১২) এর দ্বারা তিনি কী বোঝাতে চেয়েছিলেন? ঈশ্বরের বাক্য বা বার্তা যা বাইবেলে পাওয়া যায়, তা লোকেদের ওপর বিরাট ছাপ ফেলতে পারে। বাইবেলে যে প্রজ্ঞা রয়েছে সেটা এতটাই শক্তিশালী যে, তা একজনের জীবনকে শুধরে দিতে পারে। এতে যে সান্ত্বনা ও আশার কথা বলা আছে তা মানুষকে জীবনদাতা, যিহোবা ঈশ্বরের কাছে নিয়ে আসে। এর বার্তা সৎহৃদয়ের ব্যক্তিদেরকে অনন্ত জীবনের পথে নিয়ে যেতে পারে। কিন্তু আমরা যদি এই ফলগুলো দেখতে চাই, তাহলে অন্যদের কাছে সাক্ষ্য দেওয়ার সময় আমাদেরকে অবশ্যই বাইবেল ব্যবহার করতে হবে।
২ প্রতিটা সুযোগে একটা শাস্ত্রপদ পড়ুন: দেখা যায় যে, অনেক প্রকাশকেরা ঘরে-ঘরে প্রচার করার সময় খুব কমই বাইবেল ব্যবহার করেন। আপনিও কি তাই করেন? অনেক লোকেদের বেশিক্ষণ কথাবার্তা বলার সময় থাকে না বলে হয়তো কেবল সাহিত্য অর্পণ করা অথবা নিজের ভাষায় একটা শাস্ত্রপদ বলে দেওয়া আপনার অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আমরা সমস্ত প্রকাশকদের উৎসাহিত করছি যে, তারা যেন লোকেদেরকে সুসমাচার জানানোর সময় বাইবেল থেকে অন্তত একটা শাস্ত্রপদ পড়ার জন্য আন্তরিকভাবে চেষ্টা করেন, যাতে সেই ব্যক্তি দেখতে পারেন যে আমাদের বার্তা সত্যিই ঈশ্বরের বাক্যে পাওয়া যায়।
৩ যদিও খুব কম লোকই বাইবেল পড়েন কিন্তু সাধারণত সকলেই এটাকে সম্মান করেন। এমনকি ব্যস্ত লোকেদের সামনেও যখন ঈশ্বরের বাক্য থেকে বার্তা পড়া হয়, তখন তা শোনার জন্য তারা প্রায়ই দুএক মিনিট সময় করে নেন। যখন উপযুক্ত কোন শাস্ত্রপদ আন্তরিকতার সঙ্গে পড়ে সংক্ষেপে বুঝিয়ে দেওয়া হয় তখন যিহোবার বাক্যের শক্তি শ্রোতার ওপর ভাল প্রভাব ফেলতে পারে। কিন্তু যা বলে আপনি কথা শুরু করেন, তার সঙ্গে কীভাবে আপনি বাইবেল থেকে একটা শাস্ত্রপদ যুক্ত করতে পারেন?
৪ পত্রিকা দিয়ে প্রচার করার সময় তা করার চেষ্টা করুন: একজন ভ্রমণ অধ্যক্ষ পত্রিকা দিয়ে প্রচার করার সময় বাইবেলকে ভালভাবে ব্যবহার করেন। তিনি পকেটে একটা ছোট্ট বাইবেল রাখেন। পত্রিকাগুলো দেখিয়ে কোন একটা প্রবন্ধের মূল বিষয় অল্পকথায় বলার পর কোনরকম ইতস্তত না করেই তিনি বাইবেল খুলে এমন একটা পদ পড়েন, যেটার সঙ্গে সেই প্রবন্ধের সম্পর্ক রয়েছে। হয়তো পড়ার আগে আপনি জিজ্ঞেস করতে পারেন যে, “উৎসাহজনক এই প্রতিজ্ঞা সম্বন্ধে আপনার কী মনে হয়?” আর এরপর নির্বাচিত একটা শাস্ত্রপদ পড়ে শোনান।
৫ প্রত্যেক শ্রোতার কাছে বাইবেল থেকে একটা অথবা দুটো পদ পড়ার লক্ষ্য স্থাপন করুন। এর প্রেরণাদায়ক শক্তি আরও বেশি লোকেদের জন্য ঈশ্বরের কাছে আসার পথ খুলে দিতে পারে।—যোহন ৬:৪৪.