সকলেই নোহ—তিনি ঈশ্বরের সঙ্গে গমনাগমন করতেন থেকে শিক্ষা লাভ করতে পারেন
আদিপুস্তক ৬:১ থেকে ৯:১৯ পদ পড়ুন অথবা পুনরালোচনা করুন। এরপর নোহ (ইংরেজি) ভিডিওটা দেখুন এবং চিন্তা করুন যে আপনি কীভাবে এই প্রশ্নগুলোর উত্তর দেবেন: (১) নোহের দিনে জগৎ কেমন ছিল এবং কীভাবে এর অবস্থা এইরকম হয়েছিল? (২) কোন্ বিষয়টা নোহকে এত বিশিষ্ট করে তুলেছিল, ঈশ্বর তাকে কী কাজ করতে দিয়েছিলেন এবং কেন? (৩) সম্ভবত কীরকম জায়গায় জাহাজটা বানানো হয়েছিল, এর জন্য কত সময় লেগেছিল আর এটা কত বড় ছিল? (৪) জাহাজ বানানো ছাড়াও নোহ ও তার পরিবারকে আর কী করতে হয়েছিল? (৫) জাহাজের দরজা বন্ধ করে দেওয়ার পর এর ভিতরের অবস্থা কেমন ছিল বলে আপনি মনে করেন? (৬) জলপ্লাবন থেকে রক্ষা পাওয়ার পর আপনি কেমন বোধ করতেন? (৭) জলপ্লাবন সম্বন্ধে কোন্ বিষয়টা আমাদের মাঝে মাঝে মনে করিয়ে দেওয়া হয় আর এর মানে কী? (৮) বাইবেলে নোহের বিবরণ আপনার, আপনার পরিবার এবং ঈশ্বর আমাদেরকে যে কাজ করতে দিয়েছেন, সেই সম্বন্ধে আপনাকে কী শিক্ষা দিয়েছে? (৯) পরমদেশে নোহ ও তার পরিবারের সঙ্গে যখন আপনার দেখা হবে, তখন আপনি তাদেরকে কোন্ প্রশ্নগুলো করতে চাইবেন? (১০) নোহ ভিডিওটা এখন আপনি কীভাবে ব্যবহার করবেন বলে পরিকল্পনা করছেন?