ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৭/০২ পৃষ্ঠা ৪
  • পরস্পর একতাবদ্ধ হোন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • পরস্পর একতাবদ্ধ হোন
  • ২০০২ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • খ্রিস্টীয় একতা ঈশ্বরকে গৌরবান্বিত করে
    ২০১০ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • প্রকৃত খ্রিস্টীয় একতা—কীভাবে?
    ২০০৩ আমাদের রাজ্যের পরিচর্যা
  • “একই সদাপ্রভু” তাঁর পরিবারকে একত্রিত করেন
    ২০১২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • “পবিত্র শক্তির মাধ্যমে” পাওয়া একতাকে বজায় রাখুন
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২৫
আরও দেখুন
২০০২ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৭/০২ পৃষ্ঠা ৪

পরস্পর একতাবদ্ধ হোন

১ মানবদেহের দক্ষ নকশা দেখে আপনি কতবার অবাক হয়েছেন? (গীত. ১৩৯:১৪) দেহের প্রত্যেকটা অঙ্গ অন্যান্য অঙ্গপ্রতঙ্গের সঙ্গে একতাবদ্ধভাবে কাজ করে। ঈশ্বরের বাক্য খ্রীষ্টীয় মণ্ডলীকে এক সুসংগঠিত দেহের সঙ্গে তুলনা করে। মস্তক খ্রীষ্টের অধীনে, মণ্ডলীর সমস্ত সদস্য “প্রত্যেক সন্ধি যে উপকার যোগায়, তদ্দ্বারা যথাযথ সংলগ্ন ও সংযুক্ত।” (ইফি. ৪:১৬ক) তাই, অপূর্ব কাজগুলো সম্পাদন করতে যিহোবা তাঁর একতাবদ্ধ লোকেদের ব্যবহার করতে সক্ষম।

২ প্রথম শতাব্দীর মণ্ডলীর সদস্যরা একে অপরের আধ্যাত্মিক ও বস্তুগত প্রয়োজনগুলোর যত্ন নিতে “একচিত্তে” কাজ করেছিলেন। (প্রেরিত ২:​৪৪-৪৭) যিহোবার সাহায্যে তারা একতাবদ্ধভাবে প্রচণ্ড বিরোধিতার মোকাবিলা করেছিলেন ও তা কাটিয়ে উঠেছিলেন। (প্রেরিত ৪:​২৪-৩১) তারা যেখানেই গিয়েছিলেন, সেখানেই রাজ্যের বার্তা ঘোষণা করেছিলেন আর এইভাবে সেই সময়ের পুরো পৃথিবীতে সুসমাচার প্রচার করেছিলেন। (কল. ১:২৩) আধুনিক সময়ে, খ্রীষ্টীয় মণ্ডলী একতাবদ্ধভাবে বড় আকারে সেই একই কাজ সম্পাদন করেছে। কোন্‌ বিষয়গুলো এইরকম একতাবদ্ধ হতে সাহায্য করেছে?

৩ ঈশ্বরের শিক্ষার দ্বারা একতাবদ্ধ: সারা পৃথিবীতে, আমাদের উপাসনার দ্বারা আমরা একতাবদ্ধ। কীভাবে তা সম্ভব? “উপযুক্ত সময়ে” আধ্যাত্মিক “খাদ্য” জোগানোর জন্য যিহোবার দৃশ্য মাধ্যমকে আমরা উপলব্ধি করি। (মথি ২৪:৪৫) এ ছাড়া, তিনি মণ্ডলীতে শিক্ষক হিসেবে যে-“দানরূপ মনুষ্যদের” (NW) দিয়েছেন তাদেরও আমরা উচ্চ মূল্য দিই। আধ্যাত্মিকভাবে আমাদের পুষ্ট করার জন্য যিহোবার ব্যবস্থাগুলোকে আমরা যখন নম্রভাবে গ্রহণ করি, তখন ঈশ্বরের বাক্য সম্বন্ধে আমাদের বোধগম্যতা বেড়ে যায় এবং যীশুর শিষ্য হিসেবে তাঁকে অনুকরণ করার এক সাধারণ ইচ্ছা আমাদের মধ্যে জেগে ওঠে। আমাদের অবশ্যই ঈশ্বরের বাক্য অধ্যয়ন করে চলতে, ‘বিশ্বাসের ঐক্য পর্য্যন্ত অগ্রসর হওয়ার’ জন্য আন্তরিকভাবে চেষ্টা করতে হবে। (ইফি. ৪:​৮, ১১-১৩) প্রতিদিন বাইবেল পড়ে আপনি কি আমাদের আধ্যাত্মিক একতাকে বৃদ্ধি করছেন?

৪ খ্রীষ্টীয় মেলামেশার দ্বারা একতাবদ্ধ: প্রেম আমাদের খ্রীষ্টীয় সভাগুলোতে ঘনিষ্ঠ মেলামেশার মাধ্যমে একে অপরের কাছে নিয়ে আসে। এই সভাগুলোতে, আমরা “পরস্পর মনোযোগ করি।” (ইব্রীয় ১০:​২৪, ২৫) এর মানে কেবল বাহ্যিক চেহারা দেখা নয় বরং আমাদের ভাইদেরকে সত্যি করে জানা, যিহোবা তাদেরকে যেমন মূল্যবান হিসেবে দেখেন সেইভাবে তাদের দেখা। (হগয় ২:​৭, পাদটীকা, NW) আমরা যখন তাদের কাছ থেকে বিশ্বাসের অভিব্যক্তিগুলো শুনি, তখন তাদের প্রতি আমাদের ভালবাসা আরও গভীর হয় এবং আমাদের একতা আরও মজবুত হয়। অন্যেরা কি আপনাকে এমন একজন ব্যক্তি হিসেবে জানেন, যিনি নিয়মিত মণ্ডলীর সভাগুলোতে আসেন?

৫ ক্ষেত্রের সহকর্মীরা: সহ বিশ্বাসীদের সঙ্গে সুসমাচার প্রচার করা আমাদেরকে ঈশ্বরের ইচ্ছা পালন করতে একতাবদ্ধ করে। প্রেরিত পৌল “ঈশ্বরের রাজ্যের পক্ষে” তার ‘সহকারীদের’ উপলব্ধি করেছিলেন। (কল. ৪:১১) পরিচর্যা করার সময় একে অপরের অভিজ্ঞতাগুলো জানা এবং একে অপরকে সাহায্য করা, আমাদের খ্রীষ্টীয় কাজ সম্পাদন করতে আমাদের সাহায্য করে এবং আমাদের একতার যোগবন্ধনকে মজবুত করে।​—⁠কল. ৩:⁠১৪.

৬ পবিত্র আত্মার একতাবদ্ধ প্রভাব: আমরা যখন যিহোবার ইচ্ছা পালন করার প্রাণপণ চেষ্টা করি, তখন তিনি তাঁর আত্মা দিয়ে আমাদের আশীর্বাদ করেন। এটা আমাদের মধ্যে মতভেদ কমাতে এবং একসঙ্গে ঐক্যে বাস করতে সাহায্য করে। (গীত. ১৩৩:⁠১) এটা আমাদের “শান্তির যোগবন্ধনে আত্মার ঐক্য রক্ষা করিতে” পরিচালিত করে। (ইফি. ৪:⁠৩) একে অপরের সঙ্গে আচারব্যবহারের সময়ে আত্মার ফল প্রকাশ করে আমরা প্রত্যেকেই ঈশ্বরের লোকেদের মাঝে থাকা একতাকে বৃদ্ধি করতে পারি।​—⁠গালা. ৫:​২২, ২৩.

৭ খ্রীষ্টের মস্তক ব্যবস্থার অধীনে একতাবদ্ধভাবে সেবা করা ‘দেহের বৃদ্ধি সাধন করে, আপনাকে প্রেমে গাঁথিয়া তোলে।’ (ইফি. ৪:১৬খ) এ ছাড়া, এটা “শান্তির ঈশ্বর” যিহোবাকে মহিমান্বিত করে।​—⁠রোমীয় ১৬:⁠২০.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার