যিহোবার গৌরব করার জন্য অন্যদের সাহায্য করা
১ পৃথিবী জুড়ে, লোকেদের কাছে এই জরুরি বার্তা ঘোষণা করা হচ্ছে: “ঈশ্বরকে ভয় কর ও তাঁহাকে গৌরব প্রদান কর, কেননা তাঁহার বিচার-সময় উপস্থিত; যিনি স্বর্গ, পৃথিবী, সমুদ্র ও জলের উনুই সকল উৎপন্ন করিয়াছেন, তাঁহার ভজনা কর।” (প্রকা. ১৪:৬, ৭) সেই ঘোষণায় অংশ নেওয়া আমাদের জন্য এক সুযোগ। যিহোবাকে ভয় ও উপাসনা করার জন্য তাঁর সম্বন্ধে লোকেদের কী জানা দরকার?
২ তাঁর নাম: আজকে উপাসিত অনেক মিথ্যা দেবতার থেকে একমাত্র সত্য ঈশ্বরকে তাঁর নামের দ্বারা লোকেদের আলাদা করতে পারা দরকার। (দ্বিতী. ৪:৩৫, NW; ১ করি. ৮:৫, ৬) বস্তুতপক্ষে, বাইবেলের লেখকরা ৭,০০০ এরও বেশি বার যিহোবার বিশিষ্ট নামকে ব্যবহার করেছে। ঈশ্বরের নাম জানানোর ক্ষেত্রে যদিও আমরা উপযুক্তভাবেই বিচক্ষণতা দেখাই কিন্তু একই সময়ে আমরা কখনও এটাকে লুকাব না অথবা এই নাম ব্যবহার করতে লজ্জিত হব না। ঈশ্বরের ইচ্ছা এই যে, সমস্ত মানবজাতি যেন তাঁর নাম জানে।—গীত. ৮৩:১৮, NW.
৩ তাঁর ব্যক্তিত্ব: যিহোবার গৌরব করার জন্য, লোকেদের জানা দরকার যে, তিনি কীধরনের ঈশ্বর। আমাদের অবশ্যই তাঁর অসাধারণ প্রেম, উৎকৃষ্ট প্রজ্ঞা, পূর্ণ ন্যায়বিচার এবং অসীম ক্ষমতা ও সেইসঙ্গে তাঁর করুণা, প্রেমপূর্ণ-দয়া আর অন্যান্য অপূর্ব গুণগুলো সম্বন্ধে তাদের জানাতে হবে। (যাত্রা. ৩৪:৬, ৭) এ ছাড়া, তাদের অবশ্যই ঈশ্বরের প্রতি গঠনমূলক ভয় গড়ে তুলতে, তাঁর প্রতি শ্রদ্ধা দেখাতে এবং তাদের জীবন যিহোবার অনুমোদনের ওপর নির্ভর করে এই কথা উপলব্ধি করতে শিখতে হবে।—গীত. ৮৯:৭.
৪ ঈশ্বরের নিকটবর্তী হওয়া: ঈশ্বরের আসন্ন বিচার থেকে রক্ষা পেতে হলে, লোকেদের অবশ্যই বিশ্বাসের সঙ্গে যিহোবার নামে ডাকতে হবে। (রোমীয় ১০:১৩, ১৪; ২ থিষল. ১:৮) এর সঙ্গে শুধু ঈশ্বরের নাম ও গুণগুলো সম্বন্ধে জ্ঞান নেওয়া ছাড়া আরও বেশি কিছু জড়িত আছে। আমাদের সাহায্য করতে হবে যাতে লোকেরা যিহোবার সঙ্গে এক ব্যক্তিগত সম্পর্ক গড়ে তুলতে পারে, তাদের সমস্ত হৃদয় দিয়ে তাঁর ওপর আস্থা রাখে। (হিতো. ৩:৫, ৬) তারা যা শেখে সেগুলো যখন কাজে লাগায়, আন্তরিক প্রার্থনার মাধ্যমে ঈশ্বরের ওপর নির্ভর করে এবং তাদের জীবনে তাঁর সাহায্য উপভোগ করে, তখন তাদের বিশ্বাস বেড়ে যাবে, যা তাদের যিহোবার নিকটবর্তী হতে সাহায্য করবে।—গীত. ৩৪:৮.
৫ আমরা যেন উদ্যোগের সঙ্গে ঈশ্বরের নাম ঘোষণা করি এবং তাঁর ওপর পূর্ণ আস্থা রাখতে এবং তাঁকে ভয় করতে অন্যদের সাহায্য করি। আমরা হয়তো এখনও আরও অনেককে যিহোবার সম্বন্ধে জানতে এবং তাদের “ত্রাণেশ্বর” হিসেবে তাঁর গৌরব করতে সাহায্য করতে পারব।—গীত. ২৫:৫.