বিশ্বস্ত বয়স্ক ব্যক্তিদের কথা মনে রাখুন
১ বিধবা এবং বেশ বয়স হওয়া সত্ত্বেও, ৮৪ বছর বয়স্কা হান্না ‘ধর্ম্মধাম হইতে প্রস্থান করিতেন না।’ তার বিশ্বস্ততার জন্য যিহোবা তাকে এক বিশেষ আশীর্বাদ করতে পরিচালিত হয়েছিলেন। (লূক ২:৩৬-৩৮) আজকে, অনেক ভাইবোন কঠিন পরিস্থিতিগুলোর মুখোমুখি হওয়া সত্ত্বেও, হান্নার মতো মনোভাব দেখিয়ে থাকে। এই বিশ্বস্ত ব্যক্তিদের যখন স্বাস্থ্যগত সমস্যা বা বার্ধক্যের কারণে সীমাবদ্ধতাগুলোর মুখোমুখি হতে হয়, তখন তারা হয়তো কখনও কখনও নিরুৎসাহিত বোধ করতে পারে। আসুন আমরা কয়েকটা ব্যবহারিক উপায় বিবেচনা করি, যেগুলোর মাধ্যমে আমরা তাদের উৎসাহ দিতে এবং এক উত্তম আধ্যাত্মিক তালিকা বজায় রাখতে সাহায্য করতে পারি।
২ সভাগুলো ও পরিচর্যা: অন্যেরা যখন প্রেমের সঙ্গে যানবাহনের ব্যবস্থা করে, তখন অনেক বিশ্বস্ত বয়স্ক ব্যক্তি আরও সহজে নিয়মিত খ্রীষ্টীয় সভাগুলোতে যেতে পারে। এটা এই বিশ্বস্ত, দীর্ঘদিনের দাসদের আধ্যাত্মিক দিক দিয়ে গেঁথে তোলে এবং সেইসঙ্গে মণ্ডলীকেও উপকৃত করে। আপনি কি এই উত্তম কাজে কখনও অংশ নিয়েছেন?—ইব্রীয় ১৩:১৬.
৩ পরিচর্যায় নিয়মিত অংশগ্রহণ সত্য খ্রীষ্টানদের আনন্দ ও পরিতৃপ্তি এনে দেয়। কিন্তু তা করা বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের জন্য এক প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। এটা কি সম্ভব যে, সাক্ষ্যদানের কোন একটা ক্ষেত্রে এই প্রিয় ব্যক্তিদের কোন একজন আপনার “সহকারী” হতে পারেন? (রোমীয় ১৬:৩, ৯, ২১) সম্ভবত আপনি তাকে আপনার সঙ্গে টেলিফোনে সাক্ষ্যদান অথবা কোন পুনর্সাক্ষাৎ বা একটা বাইবেল অধ্যয়নে যাওয়ার জন্য আমন্ত্রণ জানাতে পারেন। বয়স্ক ব্যক্তি যদি বাড়ির বাইরে বের হতে না পারেন, তা হলে একজন বাইবেল ছাত্র কি অধ্যয়ন করার জন্য তার বাড়িতে আসতে পারেন?
৪ অধ্যয়ন এবং মেলামেশা: মাঝে মাঝে কেউ কেউ একজন বয়স্ক বা অসুস্থ ব্যক্তিকে তাদের পারিবারিক অধ্যয়নে যোগ দেওয়ার আমন্ত্রণ জানায়, এমনকি সেই ব্যক্তির বাড়িতে অধ্যয়ন করার ব্যবস্থা করে। একজন মা তার দুজন ছোট বাচ্চাকে আমার বাইবেলের গল্পের বই দিয়ে অধ্যয়ন করানোর জন্য একজন বয়স্কা বোনের বাড়িতে নিয়ে গিয়েছিলেন আর সেই মেলামেশার মাধ্যমে সবাই উৎসাহ পেয়েছিল। খাবারের জন্য বা কোন সামাজিক মেলামেশায় নিমন্ত্রণ করা হলেও এই ব্যক্তিরা খুশি হয়। অসুস্থ ব্যক্তিরা যদি এতই দুর্বল হয় যে, তাদের সঙ্গে বেশিক্ষণ সময় কাটানো যায় না, তা হলে আপনি হয়তো তাদের ফোন করতে পারেন বা তাদের কাছে গিয়ে অল্প সময় পড়তে পারেন, তাদের সঙ্গে প্রার্থনা করতে পারেন বা কোন গঠনমূলক অভিজ্ঞতা বলতে পারেন।—রোমীয় ১:১১, ১২.
৫ বিশ্বস্ত বয়স্ক ব্যক্তিদের যিহোবা মূল্যবান মনে করেন। (ইব্রীয় ৬:১০, ১১) তাদের প্রতি আমাদের উপলব্ধি প্রকাশ করে এবং এক উত্তম আধ্যাত্মিক তালিকা বজায় রাখার ক্ষেত্রে তাদের সাহায্য করে, আমরা যিহোবাকে অনুকরণ করতে পারি।