ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ১০/০৩ পৃষ্ঠা ৮
  • “সানন্দে যিহোবার সেবা কর”

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • “সানন্দে যিহোবার সেবা কর”
  • ২০০৩ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • প্রচারে আপনার আনন্দকে বাড়ান
    ২০০২ আমাদের রাজ্যের পরিচর্যা
  • আনন্দ​—⁠যে-গুণটা আমরা ঈশ্বরের কাছ থেকে লাভ করি
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (অধ্যয়ন)—২০১৮
  • যিহোবার আনন্দ আমাদের সুরক্ষিত আশ্রয়
    ১৯৯৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
২০০৩ আমাদের রাজ্যের পরিচর্যা
km ১০/০৩ পৃষ্ঠা ৮

“সানন্দে যিহোবার সেবা কর”

১ “তোমরা প্রভুতে সর্ব্বদা আনন্দ কর,” প্রেরিত পৌল লিখেছিলেন। “পুনরায় বলিব, আনন্দ কর।” (ফিলি. ৪:⁠৪) সুসমাচার জানানোর বিশেষ সুযোগ এবং মেষতুল্য ব্যক্তিদের যিহোবাকে উপাসনা করতে সাহায্য করা হল পরমানন্দের এক উৎস। (লূক ১০:১৭; প্রেরিত ১৫:৩; ১ থিষল. ২:১৯) কিন্তু যদি আমরা দেখি যে, কখনও কখনও আমাদের পরিচর্যায় আমরা আনন্দ হারিয়ে ফেলছি, তা হলে আমরা কী করতে পারি?

২ ঈশ্বর নিযুক্ত এক কাজ: মনে রাখবেন যে, আমাদের প্রচার করার কার্যভার যিহোবার কাছ থেকে আসে। হ্যাঁ, রাজ্যের বার্তা ঘোষণা করা এবং শিষ্য তৈরির ক্ষেত্রে “ঈশ্বরেরই সহকার্য্যকারী” হওয়া আমাদের জন্য কতই না সম্মানের! (১ করি. ৩:⁠৯) যে-কাজ আর কখনও করা হবে না, সেই কাজে খ্রিস্ট যিশু আমাদের সঙ্গে আছেন। (মথি ২৮:​১৮-২০) এ ছাড়া, স্বর্গদূতেরাও সক্রিয়ভাবে জড়িত এবং বর্তমানে ঘটে চলা এই বিরাট আধ্যাত্মিক শস্যছেদনে তারাও আমাদের সঙ্গে কাজ করছে। (প্রেরিত ৮:​২৬; প্রকা. ১৪:⁠৬) শাস্ত্রপদগুলো ও সেইসঙ্গে ঈশ্বরের লোকেদের বিভিন্ন অভিজ্ঞতা নির্ভুল প্রমাণ দেয় যে, যিহোবা এই কাজে সাহায্য করছেন। তাই, আমরা যখন প্রচার করি, তখন “ঈশ্বরের আদেশক্রমে” যাই ও “ঈশ্বরের সম্মুখে খ্রীষ্টে” প্রচার করি। (২ করি. ২:১৭) আনন্দ করার কী এক জোরালো কারণ!

৩ ঈশ্বরের সেবায় আমাদের আনন্দ বজায় রাখার জন্য প্রার্থনা অত্যাবশ্যক। (গালা. ৫:২২) যেহেতু আমরা কেবল ঈশ্বরের শক্তিতেই তাঁর কাজ করতে পারি, তাই তাঁর আত্মা চেয়ে আমাদের আন্তরিকভাবে তাঁর কাছে অনুরোধ করা দরকার যা, যারা তাঁর কাছে চায় তাদের তিনি উদারভাবে দেন। (লূক ১১:১৩; ২ করি. ৪:​১, ৭; ইফি. ৬:​১৮-২০) পরিচর্যা সম্বন্ধে প্রার্থনা করা আমাদেরকে প্রতিকূল প্রতিক্রিয়াগুলোর মুখোমুখি হওয়ার সময় সঠিক দৃষ্টিভঙ্গি বজায় রাখতে সাহায্য করবে। এটা আমাদের সাহসের সঙ্গে ও প্রফুল্লচিত্তে প্রচার করে যেতে সক্ষম করবে।​—⁠প্রেরিত ৪:​২৯-৩১; ৫:​৪০-৪২; ১৩:​৫০-৫২.

৪ ভাল করে প্রস্তুত হোন: পরিচর্যায় অংশ নেওয়ার সময় আমাদের আনন্দ বৃদ্ধি করার একটা ব্যবহারিক উপায় হল আমরা যেন ভাল করে প্রস্তুত হই। (১ পিতর ৩:১৫) এই ধরনের প্রস্তুতির জন্য অনেক সময়ের দরকার নেই। নতুন পত্রিকাগুলোর জন্য প্রস্তাবিত পরামর্শগুলো অথবা যে-সাহিত্যটা আপনি অর্পণ করবেন বলে ঠিক করেছেন, সেটার জন্য উপযুক্ত একটা উপস্থাপনাকে পুনরালোচনা করতে মাত্র কয়েক মিনিট সময় লাগে। উপযুক্ত একটা ভূমিকার জন্য, আপনি যুক্তি (ইংরেজি) বইয়ে অথবা আমাদের রাজ্যের পরিচর্যা-র পুরনো সংখ্যাগুলো দেখতে পারেন। কিছু রাজ্য প্রকাশক একটা ছোট্ট কাগজের টুকরোর ওপর এক সংক্ষিপ্ত উপস্থাপনা লিখে রাখাকে সাহায্যকারী বলে মনে করে। মাঝে মাঝে, স্মরণ করার জন্য তারা কাগজের টুকরোর ওপর লেখা কথাগুলো একবার পড়ে নেয়। এটা তাদের ভয় কাটিয়ে উঠতে সাহায্য করে এবং সাহসের সঙ্গে প্রচার করতে তাদের আস্থা জোগায়।

৫ আনন্দ অনেক উপকার নিয়ে আসে। হাসিখুশি মনোভাব আমাদের বার্তার আবেদনকে জোরালো করে। আনন্দ আমাদের সহ্য করতে শক্তি জোগায়। (নহি. ৮:১০; ইব্রীয় ১২:⁠২) সর্বোপরি, আমাদের আনন্দপূর্ণ সেবা যিহোবাকে মহিমান্বিত করে। তাই, আসুন আমরা ‘সানন্দে সদাপ্রভুর [“যিহোবার,” NW] সেবা করি।’​—⁠গীত. ১০০:⁠২.

[অধ্যয়ন প্রশ্নাবলি]

১. যিহোবার দাসেদের জন্য কী পরমানন্দের এক উৎস হতে পারে?

২. কীভাবে আমাদের কার্যভারের উৎসের ওপর মনোযোগ কেন্দ্রীভূত রাখা আমাদের আনন্দে অবদান রাখতে পারে?

৩. ঈশ্বরের সেবায় আমাদের আনন্দ বজায় রাখার ক্ষেত্রে প্রার্থনা কোন ভূমিকা পালন করে?

৪. প্রচারে আমাদের আনন্দ বৃদ্ধি করতে ভাল প্রস্তুতি কীভাবে সাহায্য করে আর কোন ব্যবহারিক উপায়গুলোর মাধ্যমে আমরা প্রস্তুত হতে পারি?

৫. কীভাবে আনন্দ আমাদের ও অন্যদের উপকার করে?

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার