২০০৪ সালের জন্য ঐশিক পরিচর্যা বিদ্যালয়
১ বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করার জন্য যিহোবা সাধারণ লোকেদের সজ্জিত করেন। যে-একটা উপায়ে তিনি এটা করেন, তা হল প্রতি সপ্তাহে ঐশিক পরিচর্যা বিদ্যালয়ে জোগানো প্রশিক্ষণের মাধ্যমে। আপনি কি আপনার পরিস্থতি অনুযায়ী যতটা সম্ভব এতে অংশ নিচ্ছেন? এই ব্যবস্থাদি থেকে আরও বেশি করে উপকার লাভ করতে ছাত্রদের সাহায্য করার লক্ষ্য নিয়ে জানুয়ারি মাসে কিছু রদবদল কার্যকর করা হবে।
২ পর্যায়ক্রমে সহায়ক পরামর্শদাতা: যে-ভাইয়েরা নির্দেশনামূলক বক্তৃতাগুলো দেয় এবং বাইবেল পাঠের প্রধান বিষয়গুলো তুলে ধরে, তারা সহায়ক পরামর্শদাতার মন্তব্যগুলোকে উপলব্ধি করেছে। যে-মণ্ডলীগুলোতে যথেষ্ট যোগ্য প্রাচীন রয়েছে, সেখানে সহায়ক পরামর্শদাতার কার্যভারটি হয়তো প্রতি বছর পর্যায়ক্রমে পরিবর্তিত করা যেতে পারে। এইভাবে, কাজের ভার ভাগ করে নেওয়া যেতে পারে; কিন্তু এর চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হল যে, প্রাচীনরা এবং যোগ্য পরিচারক দাসেরা এই দক্ষ বক্তা ও শিক্ষকদের সমষ্টিগত অভিজ্ঞতা থেকে উপকার লাভ করবে।
৩ মৌখিক পুনরালোচনার তালিকা করা: মৌখিক পুনরালোচনার সপ্তাহে আপনার মণ্ডলীর যদি সীমা অধিবেশন থাকে, তা হলে পুনরালোচনা (এবং সাপ্তাহিক তালিকার বাকি অংশ) এক সপ্তাহ পিছিয়ে দেওয়া উচিত এবং পরের সপ্তাহের তালিকা এক সপ্তাহ আগে ব্যবহার করা উচিত। কিন্তু, যদি মৌখিক পুনরালোচনা যে-সপ্তাহে সীমা অধ্যক্ষের পরিদর্শন রয়েছে সেই সপ্তাহে থাকে, তা হলে দুটো সম্পূর্ণ সাপ্তাহিক তালিকার রদবদল করার দরকার নেই। পরিবর্তে, তালিকা অনুযায়ী গান, বক্তৃতাদানের গুণগত মান বক্তৃতা এবং বাইবেল পাঠের প্রধান বিষয়গুলো তুলে ধরা উচিত। নির্দেশনামূলক বক্তৃতা(বক্তৃতাদানের গুণগত মান বক্তৃতার পরে দেওয়া হয়) পরের সপ্তাহের তালিকা থেকে নেওয়া উচিত। বাইবেল পাঠের প্রধান বিষয়গুলো তুলে ধরার পর আধ ঘন্টার পরিচর্যা সভা শুরু হবে, যেটাকে এইভাবে রদবদল করা যেতে পারে, যাতে হয় ১০ মিনিটের তিনটে অংশ অথবা ১৫ মিনিটের দুটো অংশ থাকে। (শুরুর ঘোষণাবলি বাদ দেওয়া উচিত।) পরিচর্যা সভার পর একটা গান এবং সীমা অধ্যক্ষের দ্বারা আধ ঘন্টার কার্যক্রম শুরু হবে। তালিকা অনুযায়ী পরের সপ্তাহের জন্য ঐশিক পরিচর্যা বিদ্যালয় বক্তৃতাদানের গুণগত মান বক্তৃতা এবং বাইবেল পাঠের প্রধান বিষয়গুলো তুলে ধরার মাধ্যমে শুরু হবে আর এরপর মৌখিক পুনরালোচনা হবে।
৪ আধ্যাত্মিক বৃদ্ধির জন্য প্রতিটা সুযোগের সদ্ব্যবহার করুন। আপনি যখন আপনার ঐশিক পরিচর্যা বিদ্যালয়ের শিক্ষা থেকে উপকার লাভ করেন, তখন আপনি আপনার মণ্ডলীকে উৎসাহিত করেন, বাইবেলের ভবিষ্যদ্বাণীর পরিপূর্ণতায় এক ভূমিকা পালন করেন এবং সেই চমৎকার বার্তার উৎসের জন্য প্রশংসা নিয়ে আসেন, যা আমাদের অবশ্যই ঘোষণা করতে হবে।—যিশা. ৩২:৩, ৪; প্রকা. ৯:১৯.