নিয়মিত সভায় উপস্থিতি —এক অগ্রাধিকারের বিষয়
১ খ্রিস্টান পরিবারগুলো নিয়মিতভাবে মণ্ডলীর সভাগুলোতে উপস্থিত হওয়াকে অগ্রাধিকার দিয়ে থাকে। কিন্তু, জীবনের চাহিদাগুলো আজকে এক প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আসতে পারে। গৃহস্থালীর কাজকর্ম, চাকরি অথবা স্কুলের পড়া কি যিহোবার উপাসনার জন্য যে-সময় আলাদা করে রাখা হয়েছে, সেটার ওপর হস্তক্ষেপ করতে শুরু করেছে? যিহোবার দৃষ্টিভঙ্গি থেকে বিষয়গুলোকে দেখা আমাদেরকে, আমাদের অগ্রাধিকারের বিষয়গুলো বজায় রাখতে সাহায্য করবে।—১ শমূ. ২৪:৬; ২৬:১১.
২ একজন ইস্রায়েলীয় ব্যক্তি বিশ্রামবারে কাঠ সংগ্রহ করার দ্বারা ইচ্ছাকৃতভাবেই যিহোবার দৃষ্টিভঙ্গি বিবেচনা করতে ব্যর্থ হয়েছিলেন। তিনি হয়তো যুক্তি দেখিয়েছিলেন যে, তিনি তার পরিবারের জন্য তা করছিলেন অথবা সেটা অত্যন্ত সামান্য একটা বিষয় ছিল। কিন্তু, বিচার সম্পাদনের মাধ্যমে যিহোবা দেখিয়েছিলেন যে, উপাসনার জন্য নির্ধারিত সময়ে সাধারণ কাজকর্ম করা এক গুরুতর বিষয়।—গণনা. ১৫:৩২-৩৬.
৩ প্রতিদ্বন্দ্বিতার সঙ্গে মোকাবিলা করা: অনেকের জন্য সভায় উপস্থিতির ক্ষেত্রে চাকরিকে হস্তক্ষেপ করতে না দেওয়া রীতিমতো এক সংগ্রামের বিষয় হয়ে ওঠে। কেউ কেউ তাদের কর্মকর্তার সঙ্গে কথা বলে, সহকর্মীদের সঙ্গে কাজের সময় রদবদল করে, আরও উপযুক্ত কোনো চাকরির সন্ধান করে অথবা তাদের জীবনধারাকে সাধাসিধে করার দ্বারা এই প্রতিদ্বন্দ্বিতার মোকাবিলা করেছে। নিঃসন্দেহে, সত্য উপাসনার জন্য এই ধরনের ত্যাগস্বীকার ঈশ্বরকে খুবই খুশি করে।—ইব্রীয় ১৩:১৬.
৪ এ ছাড়া, স্কুলের পড়াও এক প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আসতে পারে। “আমার স্কুলের পড়ার কিছুটা আমি সভাগুলোতে যাওয়ার আগে করি আর বাকিটুকু সভা থেকে ফিরে এসে করি,” একজন কিশোরী বলেছিল। নির্ধারিত সমস্ত বাড়ির কাজ যদি সভার রাতগুলোতে করা না যায়, তা হলে কিছু বাবামা শিক্ষকদের কাছে ব্যাখ্যা করেছে যে, তাদের পরিবারের জন্য খ্রিস্টীয় সভাগুলোতে উপস্থিত থাকা এক অগ্রাধিকারের বিষয়।
৫ পরিবারগতভাবে ঠিক সময়ে সভাগুলোতে যোগ দেওয়ার জন্য প্রস্তুতির ক্ষেত্রে গৃহস্থালীর কাজগুলো সম্পাদন করার জন্য সহযোগিতা এবং উত্তম পরিকল্পনা হল প্রধান বিষয়। (হিতো. ২০:১৮) এমনকি ছোট বাচ্চাদেরকেও শিক্ষা দেওয়া যেতে পারে যে, তারা যেন সভাতে যাওয়ার জন্য একটা নির্দিষ্ট সময়ে কাপড়চোপড় পরে তৈরি থাকে। বাবামায়েরা তাদের উদাহরণের দ্বারা, সভাগুলোর গুরুত্ব সম্বন্ধে তাদের ছেলেমেয়েদের ওপর ছাপ ফেলতে পারে।—হিতো. ২০:৭.
৬ বর্তমান বিধিব্যবস্থার চাপগুলো যতই বেড়ে চলেছে, ততই আমাদের নিয়মিতভাবে মণ্ডলীর সভাগুলোতে উপস্থিত থাকা জরুরি হয়ে উঠছে। আমরা যেন বিষয়গুলোকে যিহোবার দৃষ্টিভঙ্গি থেকে দেখে চলি এবং নিয়মিত সভায় উপস্থিত থাকাকে এক অগ্রাধিকারের বিষয় করে তুলি।—ইব্রীয় ১০:২৪, ২৫.