ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৭/০৪ পৃষ্ঠা ১
  • যিহোবার ন্যায়বিচার অনুকরণ করুন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • যিহোবার ন্যায়বিচার অনুকরণ করুন
  • ২০০৪ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • যিহোবাকে অনুকরণ করুন—ন্যায়বিচার ও ধার্মিকতা অনুশীলন করুন
    ১৯৯৮ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • যিহোবা—প্রকৃত ন্যায়বিচার এবং ধার্মিকতার উৎস
    ১৯৯৮ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • যিহোবা ধার্মিকতা এবং ন্যায়বিচারের প্রেমিক
    ১৯৯৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • “তাঁহার সমস্ত পথ ন্যায্য”
    যিহোবার নিকটবর্তী হোন
আরও দেখুন
২০০৪ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৭/০৪ পৃষ্ঠা ১

যিহোবার ন্যায়বিচার অনুকরণ করুন

১ “সদাপ্রভু ন্যায়বিচার ভালবাসেন।” (গীত. ৩৭:২৮) তাই, যদিও তিনি আদেশ দিয়েছেন যে, এই অধার্মিক জগৎকে ধ্বংস করা হবে কিন্তু এর আগে তিনি এক সতর্কবাণী ঘোষিত হওয়ার ব্যবস্থা করেছেন। (মার্ক ১৩:১০) এটা লোকেদের অনুতপ্ত হওয়ার এবং পরিত্রাণ পাওয়ার সুযোগ করে দেয়। (২ পিতর ৩:⁠৯) আমরা কি যিহোবার ন্যায়বিচারকে অনুকরণ করার জন্য প্রাণপণ চেষ্টা করি? মানব পরিবারের দুর্দশা ও কষ্ট কি আমাদেরকে অন্যদের সঙ্গে রাজ্যের আশা বন্টন করতে প্রেরণা দেয়? (হিতো. ৩:২৭) ন্যায়বিচারের প্রতি ভালবাসা প্রচারে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে আমাদের চালিত করবে।

২ পক্ষপাতশূন্যভাবে প্রচার করুন: পক্ষপাতশূন্যভাবে সকলের কাছে ঈশ্বরের উদ্দেশ্য ঘোষণা করার দ্বারা আমরা “ন্যায্য আচরণ” করি। (মীখা ৬:⁠৮) অন্যদের বাহ্যিক চেহারা দেখে তাদের বিচার করার ব্যাপারে আমাদের অসিদ্ধ প্রবণতাকে অবশ্যই প্রতিরোধ করতে হবে। (যাকোব ২:​১-৪, ৯) যিহোবার “ইচ্ছা এই, যেন সমুদয় মনুষ্য পরিত্রাণ পায়, ও সত্যের তত্ত্বজ্ঞান পর্য্যন্ত পঁহুছিতে পারে।” (১ তীম. ২:⁠৪) ঈশ্বরের বাক্যের সত্য লোকেদের জীবনে উল্লেখযোগ্য পরিবর্তনগুলো করতে পারে। (ইব্রীয় ৪:১২) এই বিষয়টা উপলব্ধি করা আমাদেরকে আস্থার সঙ্গে লোকেদের কাছে যেতে সাহায্য করে, এমনকি তাদের কাছেও যারা অতীতে আমাদের কথা শুনতে প্রত্যাখ্যান করেছে।

৩ একটা দোকানে কর্মরত এক বোন, একজন নিয়মিত ক্রেতার বাহ্যিক চেহারা দেখে তার প্রতি কিছুটা ভীত ছিলেন। তা সত্ত্বেও, একটা উপযুক্ত পরিস্থিতিতে তিনি সেই ব্যক্তির কাছে ঈশ্বরের প্রতিজ্ঞাত পরমদেশ সম্বন্ধে সাক্ষ্য দেওয়ার চেষ্টা করেছিলেন। সেই ব্যক্তি অত্যন্ত রূঢ়ভাবে উত্তর দিয়েছিলেন যে, তিনি কোনো রূপকথায় বিশ্বাস করেন না আর এও বলেছিলেন যে, তিনি হলেন একজন হিপ্পি ও মাদকাসক্ত ব্যক্তি। কিন্তু বোন হাল ছেড়ে দেননি। একদিন সেই ব্যক্তি তাকে জিজ্ঞেস করেছিলেন যে, তার লম্বা চুল সম্বন্ধে তিনি কী মনে করেন, ফলে বোন তাকে বাইবেল এই বিষয়ে কী বলে তা কৌশলে ব্যাখ্যা করেছিলেন। (১ করি. ১১:১৪) সেই বোন খুবই অবাক হয়েছিলেন যখন পরদিন সেই ব্যক্তি দাড়ি গোঁফ কামিয়ে ও চুল ছোট করে কেটে এসেছিলেন! তিনি বোনকে বাইবেল অধ্যয়ন করাতে বলেছিলেন, ফলে একজন ভাই তার সঙ্গে অধ্যয়ন করতে পেরে আনন্দিত হয়েছিলেন আর তিনি উৎসর্গীকরণ ও বাপ্তিস্মের দিকে উন্নতি করেছিলেন। এই ব্যক্তির মতো অনেকে যারা আজকে যিহোবাকে সেবা করছে, তারা সেই ব্যক্তিদের পক্ষপাতশূন্য, অধ্যবসায়ী প্রচেষ্টার জন্য কৃতজ্ঞ, যারা তাদের কাছে রাজ্যের বার্তা নিয়ে এসেছিল।

৪ যিহোবা শীঘ্রই সমগ্র পৃথিবী থেকে অধার্মিকতাকে নির্মূল করে দেবেন। (২ পিতর ৩:​১০, ১৩) যে-সীমিত সময় বাকি রয়েছে, এর মধ্যে আমরা যেন প্রত্যেককে শয়তানের অধার্মিক জগতের আসন্ন ধ্বংস থেকে রক্ষা পাওয়ার সুযোগ দিয়ে যিহোবার ন্যায়বিচারকে অনুকরণ করি।​—⁠১ যোহন ২:⁠১৭.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার