বিশেষ সম্মেলন দিন পুনরালোচনা
মণ্ডলী ২০০৬ সালের পরিচর্যা বছরের বিশেষ সম্মেলন দিনে যোগদানের অল্প কিছুদিন আগে এবং পরে এই বিষয়বস্তু পরিচর্যা সভার কার্যক্রমে ব্যবহার করা হবে। ২০০৪ সালের ডিসেম্বর মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ৪ পৃষ্ঠায় যেমন দেওয়া রয়েছে, সেই অনুযায়ী পরিচালক অধ্যক্ষ এই পূর্ব আলোচনা এবং পুনরালোচনার ব্যবস্থা করবেন। পুনরালোচনার সময়, সমস্ত প্রশ্ন জিজ্ঞেস করা উচিত, এই বিষয়ের ওপর মনোযোগ কেন্দ্রীভূত করে যে, যে-তথ্য তুলে ধরা হয়েছিল সেগুলো আমরা কীভাবে কাজে লাগাতে পারি।
সকালের অধিবেশন
১. একজন ব্যক্তির চোখকে সরল রাখার অর্থ কী এবং কেন আজকে তা এক কঠিন বিষয়? (“কেন আপনার চোখকে সরল রাখবেন?”)
২. এক সরল চোখ বজায় রেখে কীভাবে আমরা উপকার পেতে পারি? (“এক সরল চোখ বজায় রাখার ফলে আশীর্বাদ লাভ করুন”)
৩. তথাকথিত স্বাভাবিক কাজকর্মগুলো কোন বিপদ নিয়ে আসে? (“দুষ্ট জগতে এক সরল চোখ রজায় রাখা”)
দুপুরের অধিবেশন
৪. বাবামা ও সেইসঙ্গে অন্যেরা কীভাবে তরুণ-তরুণীদের আধ্যাত্মিক লক্ষ্যগুলো অনুধাবন করতে সাহায্য করতে পারে? (“যে-বাবামারা তাদের তিরগুলোকে সঠিক লক্ষ্যে ছোঁড়ে” এবং “যে-তরুণ-তরুণীরা আধ্যাত্মিক লক্ষ্যগুলোতে পৌঁছানোর চেষ্টা করে”)
৫. কীভাবে আমরা যিহোবার সংগঠনের সঙ্গে এগিয়ে যেতে পারি (ক) আলাদা আলাদা ব্যক্তি হিসেবে? (খ) পরিবারগতভাবে? (গ) মণ্ডলীগতভাবে? (“যিহোবার সংগঠনের সঙ্গে এগিয়ে চলার ওপর মনোযোগ কেন্দ্রীভূত করুন”)