এক জন অন্যকে গেঁথে তুলুন
১ প্রেরিত পৌল সহবিশ্বাসীদের শক্তিশালী করার জন্য তার যথাসাধ্য করেছিলেন। (প্রেরিত ১৪:১৯-২২) একইভাবে, আমাদের ভাইবোনেরা যখন কঠিন পরিস্থিতিগুলোর মুখোমুখি হয়, তখন আমরা চিন্তিত হই এবং তাদেরকে সাহায্য করতে চাই। বাইবেল ইঙ্গিত দেয় যে, শুধুমাত্র প্রাচীনরা নয় কিন্তু সকলেরই অন্যদের প্রতি আগ্রহ দেখানো উচিত। (রোমীয় ১৫:১, ২) দুটো উপায় বিবেচনা করুন, যেগুলোর দ্বারা আমরা এই প্রেমময় পরামর্শে মনোযোগ দিতে পারি: “তোমরা পরস্পরকে আশ্বাস দেও, এবং এক জন অন্যকে গাঁথিয়া তুল।”—১ থিষল. ৫:১১.
২ অন্যদের প্রয়োজনগুলোকে বুঝুন: ঈশ্বরের বাক্য জানায় যে, দর্কা “নানা সৎক্রিয়া ও দানকার্য্যে ব্যাপৃতা ছিলেন।” (প্রেরিত ৯:৩৬, ৩৯) তিনি অভাবগ্রস্তদের প্রতি লক্ষ রেখেছিলেন এবং তাদেরকে সাহায্য করার জন্য যথাসাধ্য করেছিলেন। আমাদের জন্য তিনি কী এক উত্তম উদাহরণই না স্থাপন করেছেন! আপনি হয়তো জেনেছেন যে, একজন বয়স্ক ব্যক্তির সভায় যাওয়ার জন্য যানবাহনের প্রয়োজন। অথবা একজন অগ্রগামীর হয়তো সাপ্তাহিক কাজের একটা দিনে বিকেলে পরিচর্যায় তার সঙ্গে কাজ করার জন্য কেউ নেই। আপনি যদি এই ধরনের একটা প্রয়োজন বোঝেন ও ব্যবহারিক সাহায্য জোগান, তা হলে সেই ব্যক্তি কতখানি উৎসাহিত হবেন, সেটা একটু কল্পনা করুন!
৩ আধ্যাত্মিক বিষয়ে আলোচনা: এ ছাড়া, আমাদের কথাবার্তার দ্বারাও আমরা অন্যদের গেঁথে তুলতে পারি। (ইফি. ৪:২৯) একজন অভিজ্ঞ প্রাচীন বলেছিলেন: “আপনি যদি উৎসাহ দিতে চান, তা হলে আধ্যাত্মিক বিষয়গুলো নিয়ে আলোচনা করুন। গঠনমূলক আলোচনা শুরু করার জন্য, আপনি হয়তো এইরকম একটা সহজ প্রশ্ন ব্যবহার করতে পারেন, ‘আপনি কীভাবে সত্য শিখেছেন?’” মণ্ডলীতে অল্পবয়স্কদের প্রতি আন্তরিক আগ্রহ দেখান। যারা নিরুৎসাহিত হয়ে পড়েছে এবং যারা হয়তো লাজুক প্রকৃতির তাদের প্রতি আগ্রহ দেখান। (হিতো. ১২:২৫) জগতের আমোদপ্রমোদ সম্বন্ধীয় আলোচনার ভিড়ে সহবিশ্বাসীদের সঙ্গে আধ্যাত্মিক বিষয়ে উত্তম আলোচনাগুলোকে চাপা পড়তে দেবেন না।—রোমীয় ১:১১, ১২.
৪ কিন্তু অন্যদের গেঁথে তোলার জন্য আপনি কী বলতে পারেন? আপনার ব্যক্তিগত বাইবেল পাঠ ও অধ্যয়নে আপনি কি সম্প্রতি এমন কোনো নীতি খুঁজে পেয়েছেন, যেটি যিহোবার প্রতি আপনার উপলব্ধিকে আরও গভীর করেছে? আপনি কি জনসাধারণের উদ্দেশে কোনো বক্তৃতায় অথবা কোনো প্রহরীদুর্গ অধ্যয়নে এমনকিছু শুনে অনুপ্রাণিত হয়েছেন? অথবা বিশ্বাসকে শক্তিশালী করার মতো কোনো অভিজ্ঞতা কি আপনার হৃদয়কে স্পর্শ করেছে? এই ধরনের আধ্যাত্মিক রত্নগুলোকে যদি আপনি সঞ্চয় করে রাখেন, তা হলে আপনার কাছে সবসময়ই অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার মতো উৎসাহজনক কিছু থাকবে।—হিতো ২:১; লূক ৬:৪৫.
৫ ব্যবহারিক সাহায্য জুগিয়ে এবং আমাদের জিহ্বাকে বিজ্ঞের সঙ্গে ব্যবহার করে, আমরা যেন এক জন অন্যকে গেঁথে তুলি।—হিতো. ১২:১৮.