যে-শিক্ষা জীবনের দিকে পরিচালিত করে
১ লোকেরা যখন ঈশ্বরের বাক্যের সত্য বুঝতে পারে, তখন তাদের চোখ উজ্জ্বল হয়ে উঠতে দেখা কতই না সন্তোষজনক! অন্যদেরকে ঈশ্বর সম্বন্ধে জ্ঞান এবং মানবজাতির জন্য তাঁর উদ্দেশ্য জানানো সত্যিই পরিতৃপ্তিদায়ক। এই ধরনের শিক্ষা একজন ব্যক্তিকে অনন্তজীবনের দিকে পরিচালিত করতে পারে।—যোহন ১৭:৩.
২ যেকারণে শ্রেষ্ঠ: আজকে লোকেদেরকে সম্ভাব্য সমস্ত উপায়ে এবং কল্পনাসাধ্য সমস্ত বিষয়ে শিক্ষা দেওয়া হচ্ছে। (উপ. ১২:১২) কিন্তু, এই ধরনের জ্ঞানকে “ঈশ্বরের মহৎ মহৎ কর্ম্মের” বা বিষয়ের মূল্যের সঙ্গে তুলনা করা যায় না। (প্রেরিত ২:১১) জগতের এই শিক্ষা কি আদৌ মানবজাতিকে সৃষ্টিকর্তার আরও নিকটবর্তী করতে এবং তাঁর উদ্দেশ্য সম্বন্ধে জানাতে পেরেছে? এটা কি লোকেদের বুঝতে সাহায্য করেছে যে, আমরা মারা গেলে পর আমাদের কী হয় অথবা কেন এত দুঃখকষ্ট রয়েছে? এটা কি লোকেদের কোনো আশা দিয়েছে? এটা কি পারিবারিক ব্যবস্থায় উন্নতি করতে সাহায্য করেছে? না। একমাত্র ঐশিক শিক্ষার মাধ্যমে আমরা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর সঠিক উত্তর খুঁজে পেতে পারি।
৩ ঐশিক শিক্ষা এমন কিছু প্রদান করে, যেটার বর্তমান জগতে খুবই অভাব রয়েছে আর তা হল, নৈতিক মূল্যবোধগুলোর উন্নতি। যারা ঈশ্বরের বাক্যের শিক্ষাগুলো গ্রহণ করে ও কাজে লাগায়, এটি তাদের হৃদয় থেকে বর্ণবৈষম্য, উপজাতিগত ভেদাভেদ এবং জাতীয়তাবাদ নির্মূল করে। (ইব্রীয় ৪:১২) এই শিক্ষা লোকেদের সমস্ত দৌরাত্ম্য পরিত্যাগ করতে এবং ‘নূতন মনুষ্যকে পরিধান করিতে’ চালিত করেছে। (কল. ৩:৯-১১; মীখা ৪:১-৩) অধিকন্তু, ঐশিক শিক্ষা লক্ষ লক্ষ ব্যক্তিকে গভীরভাবে নিহিত সেই অভ্যাস ও স্বভাবগুলো কাটিয়ে উঠতে শক্তি দিয়েছে, যেগুলো ঈশ্বরকে অসন্তুষ্ট করে।—১ করি. ৬:৯-১১.
৪ যেকারণে এখনই জরুরি: আমাদের সর্বমহান শিক্ষক আমাদের সময়ের তাৎপর্য সম্বন্ধে সর্তক করেন। তাঁর ভবিষ্যদ্বাণীমূলক বিচারগুলোতে সময়োপযোগী তথ্য রয়েছে, যা পৃথিবীব্যাপী ঘোষিত হতেই হবে। (প্রকা. ১৪:৬, ৭) বর্তমানে খ্রিস্ট স্বর্গে শাসন করছেন, শীঘ্রই মিথ্যা ধর্মের বিশ্ব সাম্রাজ্যকে ধ্বংস করা হবে আর ঈশ্বরের রাজ্য পৃথিবীর সমস্ত সরকারকে ধ্বংস করার জন্য একেবারে প্রস্তুত। (দানি. ২:৪৪; প্রকা. ১১:১৫; ১৭:১৬) তাই, লোকেদের ঈশ্বরের বর্তমানে শাসনরত রাজাকে স্বীকার করা, মহতী বাবিল থেকে বের হয়ে আসা এবং বিশ্বাস সহকারে যিহোবার নামে ডাকা জরুরি। (গীত. ২:১১, ১২; রোমীয় ১০:১৩, NW; প্রকা. ১৮:৪) আমরা যেন সেই শিক্ষা অন্যদের জানানোর ক্ষেত্রে যথাসম্ভব পূর্ণরূপে অংশ নিই, যা জীবনের দিকে পরিচালিত করে।