ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৪/০৬ পৃষ্ঠা ৮
  • আপনি কি আপনার তালিকাকে খাপ খাইয়ে নিতে পারেন?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • আপনি কি আপনার তালিকাকে খাপ খাইয়ে নিতে পারেন?
  • ২০০৬ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • আপনি কি সন্ধ্যাবেলার সাক্ষ্যদানে অংশগ্রহণ করতে পারেন?
    ২০১২ আমাদের রাজ্যের পরিচর্যা
  • আপনি কি সন্ধ্যায় সাক্ষ্যদানের চেষ্টা করেছেন?
    ১৯৯৬ আমাদের রাজ্যের পরিচর্যা
  • যোগ্য ব্যক্তিদের অনুসন্ধান করা
    ২০০৩ আমাদের রাজ্যের পরিচর্যা
  • পরিচর্যায় আপনার সময়কে সর্বোত্তম উপায়ে ব্যবহার করুন
    ২০১৫ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
২০০৬ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৪/০৬ পৃষ্ঠা ৮

আপনি কি আপনার তালিকাকে খাপ খাইয়ে নিতে পারেন?

১ সত্য খ্রিস্টান হিসেবে, আমরা “মনুষ্যধারী” হওয়ার আমন্ত্রণ গ্রহণ করেছি। (মথি ৪:২০) সত্যিকারের জেলেদের মতো, সম্ভবত আমরাও মনুষ্য ধরার কাজে ভাল ফলাফল পাব, যদি আমরা লোকেরা যখন ঘরে থাকে, তখন প্রচার করার জন্য সময়ের তালিকা করি। অনেক দেশে, আসন্ন মাসগুলোতে দিন বড় হয়ে থাকে। বিকালের দিকে এবং সন্ধ্যাবেলায় বেশি লোক ঘরে থাকে। সেই সময়টাতে প্রায়ই তারা খোশমেজাজে থাকে এবং পরিদর্শনকারীদের আমন্ত্রণ জানানোর জন্য হয়তো আরও বেশি ইচ্ছুক হয়ে থাকে। তাই সেই সময়গুলোতে প্রচার করার জন্য আপনি কি আপনার তালিকাকে খাপ খাইয়ে নিতে পারেন?​—⁠১ করি. ৯:⁠২৩.

২ সন্ধ্যাবেলায় সাক্ষ্যদান করা: সন্ধ্যাবেলায় প্রচার করার জন্য আগে থেকে পরিকল্পনা করা হয়তো আমাদেরকে আরও বেশি লোকের কাছে সুসমাচার নিয়ে পৌঁছাতে সমর্থ করতে পারে। (হিতো. ২১:⁠৫) অল্পবয়স্করা হয়তো স্কুল শেষ হওয়ার পর প্রচার করতে পারে। অন্যেরা হয়তো কাজের পর তা করতে পারে। কোনো কোনো বই অধ্যয়ন দল সাপ্তাহিক অধ্যয়নের আগে এক ঘন্টা প্রচার করার জন্য ব্যবস্থা করতে পারে।

৩ বিকালের দিকে এবং সন্ধ্যাবেলায় ঘরে ঘরে প্রচার করার ফলে হয়তো সেই লোকেদের সঙ্গে কথা বলার সুযোগ হতে পারে, যারা সাধারণত ঘরে থাকে না। অনেক এলাকায়, রাস্তায় সাক্ষ্যদান এবং জনসাধারণ্যে সাক্ষ্যদানের অন্য দিকগুলোও সন্ধ্যাবেলায় করা যেতে পারে। আর অনেকে মনে করে, পুনর্সাক্ষাৎ করা এবং বাইবেল অধ্যয়ন শুরু করার জন্য সন্ধ্যাবেলা সবচেয়ে উত্তম সময়।

৪ বিচক্ষণতা প্রয়োজন: সন্ধ্যাবেলায় সাক্ষ্যদান করার সময় উত্তম বিচারবুদ্ধির প্রয়োজন। সাধারণত, গৃহকর্তারা যখন হয়তো ঘুমাতে যাওয়ার জন্য তৈরি হচ্ছে সেই সময়ে সাক্ষাৎ করার চেয়ে বরং সন্ধ্যাবেলায়ই সাক্ষাৎ করা ভাল। (ফিলি. ২:⁠৪) দরজায় কড়া নাড়ার সময়, যেখান থেকে আপনাকে দেখা যাবে সেই জায়গায় দাঁড়ান এবং স্পষ্টভাবে নিজের পরিচয় দিন। দেরি না করে আপনার আসার উদ্দেশ্য বলুন। আপনি যদি কোনো অসময়ে সাক্ষাৎ করে থাকেন, যেমন পরিবার যখন খাওয়াদাওয়া করছে, তা হলে অন্য কোনো সময়ে সাক্ষাৎ করার কথা বলুন। সবসময় বিবেচনা দেখান।​—⁠মথি ৭:⁠১২.

৫ এ ছাড়া, সম্ভাব্য বিপদগুলো সম্বন্ধেও আমাদের অবগত থাকা প্রয়োজন। আপনি যদি গোধুলির সময়ে অথবা পুরোপুরি অন্ধকার হয়ে যাওয়ার পর সাক্ষ্যদান করেন, তা হলে দুজন দুজন করে অথবা দলগতভাবে যাতায়াত করা বুদ্ধিমানের কাজ। যে-রাস্তাগুলোতে যথেষ্ট আলো আছে সেগুলো দিয়ে যাতায়াত করুন, যেখানে আপনি বিচ্ছিন্ন হয়ে পড়বেন না। কেবল সেই এলাকাগুলোতেই সাক্ষ্যদান করুন, যেখানে আপনি নিরাপদ বলে মনে করেন। যে-এলাকাগুলো হয়তো অন্ধকার হওয়ার পর নিরাপদ নয়, সেই এলাকাগুলো এড়িয়ে চলুন।​—⁠হিতো. ২২:⁠৩.

৬ বিকালের দিকে এবং সন্ধ্যাবেলায় সাক্ষ্যদান করা আমাদেরকে সহায়ক ও নিয়মিত অগ্রগামীদের সঙ্গে পরিচর্যায় কাজ করার সুযোগ করে দেয়। (রোমীয় ১:১২) পরিচর্যার এই দিকটাতে অংশ নেওয়ার জন্য আপনি কি আপনার তালিকাকে খাপ খাইয়ে নিতে পারেন?

[অধ্যয়ন প্রশ্নাবলি]

১. প্রচার করার জন্য কেন আমাদের তালিকাকে খাপ খাইয়ে নেওয়া উচিত?

২. কোন কোন উপায়ে আমরা আরও বেশি লোকের কাছে সুসমাচার নিয়ে পৌঁছাতে পারি?

৩. কোন কোন উপায়ে আপনি বিকালের দিকে এবং সন্ধ্যাবেলায় আপনার এলাকায় প্রচার করতে পারেন?

৪. কেন সন্ধ্যাবেলায় সাক্ষ্যদান করার সময় বিচক্ষণতা ও বিবেচনা দেখানো গুরুত্বপূর্ণ?

৫. প্রচার করার সময় কীভাবে আমরা সম্ভাব্য বিপদগুলো এড়িয়ে চলতে পারি?

৬. বিকালের দিকে এবং সন্ধ্যাবেলায় সাক্ষ্যদান করার ফলে কোন বাড়তি উপকার পাওয়া যেতে পারে?

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার