ব্যক্তিগত আগ্রহ দেখান—পক্ষপাতশূন্যভাবে প্রচার করে
১ একটা দর্শনে, প্রেরিত যোহন একজন স্বর্গদূতকে আকাশের মধ্যপথে উড়তে এবং ‘প্রত্যেক জাতি ও বংশ ও ভাষা ও প্রজাবৃন্দের’ লোকেদের কাছে অনন্তকালীন সুসমাচার ঘোষণা করতে দেখেছিলেন। (প্রকা. ১৪:৬) পক্ষপাতশূন্যভাবে প্রচার করে আমরা কি সেই স্বর্গদূতের উদাহরণ অনুসরণ করি? নিজেদের অজান্তেই আমাদের পক্ষপাতপূর্ণ মনোভাব থাকতে পারে। যে-লোকেদের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয় তাদের প্রতি আমাদের মনোভাব, আমরা তাদের কাছে যেভাবে সুসমাচার উপস্থাপন করি, তাতে প্রভাব ফেলতে পারে। তাই, ভিন্ন কোনো পটভূমির লোকেদের কাছে প্রচার করার সময় আমাদের অকৃত্রিম প্রেমময় চিন্তা দেখাতে হবে।
২ আপনার এলাকা বিবেচনা করুন: আপনার এলাকায় কি অন্যান্য রাজ্য থেকে আসা লোকেরা বসবাস করে অথবা সমগ্র এলাকায় কি সেই লোকেরা স্থায়ীভাবে বসবাস করছে যারা অন্য ভাষাগুলোতে কথা বলে? তাদের সঙ্গে সাক্ষাৎ করার ও তাদেরকে সম্ভাষণ জানানোর জন্য নিজে থেকে এগিয়ে যান এবং তাদেরকে ভাল করে জানার চেষ্টা করুন। তাদের চাহিদা এবং চিন্তাভাবনা, তাদের পছন্দ-অপছন্দ আর তাদের ভয় এবং ভুল ধারণাগুলো কী? সেই অনুসারে রাজ্যের বার্তা সম্বন্ধীয় আপনার উপস্থাপনাকে খাপ খাইয়ে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করুন। (১ করি. ৯:১৯-২৩) প্রেরিত পৌলের মতো আমাদেরও, নিজ নিজ এলাকায় প্রত্যেকের কাছে সুসমাচার জানানোকে এক বাধ্যবাধকতা বলে মনে করা উচিত আর এই প্রত্যেকের অন্তর্ভুক্ত হল তারাও যারা আমাদের এলাকার নয়, যারা ভিন্ন সংস্কৃতির, অন্য ভাষায় কথা বলে অথবা অত্যন্ত ধনী।—রোমীয় ১:১৪, পাদটীকা NW.
৩ কিন্তু, যারা অন্য ভাষায় কথা বলে তাদের কাছে কীভাবে আপনি সাক্ষ্য দিতে পারেন? সমস্ত জাতির লোকেদের জন্য সুসমাচার (ইংরেজি) পুস্তিকাটির সদ্ব্যবহার করুন। এ ছাড়া আপনি হয়তো, আপনার এলাকায় সাধারণত যে-ভাষাগুলোতে কথা বলা হয়, সেই ভাষাগুলোর কিছু ট্র্যাক্ট অথবা ব্রোশার নিয়ে যেতে পারেন। (২০০৩ সালের জুলাই মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ৮ পৃষ্ঠার ২-৩ অনু. দেখুন।) অধিকন্তু, কিছু প্রকাশক অন্যান্য ভাষায় সম্ভাষণ করা ও একটা সহজ উপস্থাপনা শেখার জন্য প্রচেষ্টা করেছে। লোকেরা যখন কাউকে এমনকি অত্যন্ত সীমিতভাবেও তাদের নিজের ভাষায় কথা বলার চেষ্টা করতে শোনে, তখন তারা প্রায়ই অভিভূত হয় আর এটা হয়তো তাদেরকে সুসমাচারের প্রতি আকৃষ্ট করতে পারে।
৪ যিহোবাকে অনুকরণ করুন: বিভিন্ন পটভূমির লোকেদের কাছে পৌঁছানোর দ্বারা আমরা পক্ষপাতশূন্য ঈশ্বর যিহোবাকে অনুকরণ করি, যাঁর “ইচ্ছা এই, যেন সমুদয় মনুষ্য পরিত্রাণ পায়, ও সত্যের তত্ত্বজ্ঞান পর্য্যন্ত পঁহুছিতে পারে।”—১ তীম. ২:৩, ৪.