যে-ভিডিওটা মনোযোগের সঙ্গে বিবেচনা করা উপযুক্ত
“এই ভিডিওটা সত্যি আপনাকে ভাবিয়ে তুলবে!”
“এটা সঙ্গে সঙ্গে আমার হৃদয়কে স্পর্শ করেছিল!”
“আমি আমার আবেগকে ধরে রাখতে পারিনি!”
১ আপনারও কি যুবক-যুবতীদের জিজ্ঞাস্য—কীভাবে আমি প্রকৃত বন্ধু পেতে পারি? (ইংরেজি) এই ভিডিওটা প্রথমবার দেখার পর এইরকম অনুভূতি হয়েছে? কয়েক বছর আগে, একজন যুবক ভাই তার জীবনের এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল আর এই সমস্তকিছুর মূল কারণ ছিল তার বন্ধুবান্ধব বাছাই। তারা তাকে সত্যের প্রতি আগ্রহ হারিয়ে ফেলতে পরিচালিত করেছিল ও সে যিহোবার সঙ্গে তার সম্পর্ক নষ্ট করে ফেলেছিল। এরপর প্রকৃত বন্ধু ভিডিওটা প্রকাশিত হয়েছিল। সে লিখেছিল: “এই ভিডিওটা বার বার দেখার সময় আমি আমার চোখের জল আটকে রাখতে পারিনি। উপযুক্ত সময়ে সাহায্য জোগানোর জন্য আমি যিহোবাকে ধন্যবাদ দিই।” এই ভিডিওটা তার জীবনে বিরাট পরিবর্তনগুলো করতে এবং সঠিক বন্ধুবান্ধব লাভ করতে প্রেরণা দিয়েছিল। সে আরও বলেছিল: “এই বিষয়টা স্পষ্ট যে, বর্তমানে যে-বিষয়গুলো যুবক-যুবতীদের প্রভাবিত করছে সেগুলো সম্বন্ধে আপনারা অবগত রয়েছেন।” বাবামা এবং অল্পবয়সিরা, আপনাদের পরবর্তী পারিবারিক অধ্যয়নে এই ভিডিওটা আবারও দেখুন না কেন? প্রত্যেকটা অংশের পর ভিডিওটা একটু সময়ের জন্য থামিয়ে রাখুন এবং পরের অনুচ্ছেদগুলোতে দেওয়া প্রশ্নগুলো খোলাখুলি ও অকপটভাবে একসঙ্গে আলোচনা করুন।
২ ভূমিকা: একজন প্রকৃত বন্ধু কে?—হিতো. ১৮:২৪.
৩ বন্ধুত্বের প্রতিবন্ধকতাগুলো: কীভাবে তুমি একাকী বোধ করার অনুভূতি কাটিয়ে উঠতে পারো? (ফিলি. ২:৪) কেন তোমাকে অবশ্যই তোমার ব্যক্তিত্বে উন্নতি আনার জন্য ইচ্ছুক হতে হবে এবং তা করতে কে তোমাকে সাহায্য করতে পারে? কোন বিষয়টা তোমাকে আরও বন্ধুত্ব গড়ে তোলার সুযোগ করে দেবে এবং তাদের কোথায় পাওয়া যেতে পারে?—২ করি. ৬:১৩.
৪ ঈশ্বরের সঙ্গে বন্ধুত্ব: কীভাবে তুমি যিহোবার সঙ্গে এক ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে পারো আর কেন সেই প্রচেষ্টার মূল্য রয়েছে? (গীত. ৩৪:৮) কে ঈশ্বরের সঙ্গে তোমার বন্ধুত্বকে সবচেয়ে বেশি শক্তিশালী করতে পারে?
৫ খারাপ বন্ধুবান্ধব: কুসংসর্গের অন্তর্ভুক্ত কারা? (১ করি. ১৫:৩৩) কীভাবে কুসংসর্গ একজনকে আধ্যাত্মিক ধ্বংসের দিকে পরিচালিত করে? দীণার সম্বন্ধে বাইবেলের বিবরণ তোমাকে কী শেখায়?—আদি. ৩৪:১, ২, ৭, ১৯.
৬ আধুনিক দিনের এক নাটক: একাকিত্ব ট্যারাকে কীভাবে প্রভাবিত করেছিল? জগতের যুবক-যুবতীদের সঙ্গে মেলামেশা করার বিষয়ে সে কী অজুহাত দেখিয়েছিল? তারা তাকে কোন বিপদে ফেলেছিল? সে যে-বিপদের মধ্যে ছিল, তা তার বাবামা কেন বুঝতে পারেনি কিন্তু কোন মনোভাব নিয়ে তারা তাকে আধ্যাত্মিকভাবে পুনরায় সুস্থ করে তোলার জন্য সাহায্য করেছিল? কীভাবে একজন অগ্রগামী বোন ট্যারার প্রকৃত বন্ধু হয়ে উঠেছিলেন? কেন খ্রিস্টানদের অবশ্যই হিতোপদেশ ১৩:২০ ও যিরমিয় ১৭:৯ পদের পরামর্শগুলো মেনে চলা উচিত? ট্যারা কোন গুরুত্বপূর্ণ শিক্ষা লাভ করেছিল?
৭ উপসংহার: এই ভিডিও থেকে আপনি কোন কোন বিষয় শিখেছেন? অন্যদের সাহায্য করার জন্য আপনি কীভাবে এটা ব্যবহার করতে পারেন?—গীত. ৭১:১৭.